PDA

View Full Version : প্রাইস একশন ট্রেড



Rassel Vuiya
2022-01-03, 01:49 PM
কোন ট্রেডার ফান্ডামেন্টাল বিষয়ে অনভিজ্ঞ। তাই এই সকল ট্রেডাররা টেকনিক্যালের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করে যাচ্ছে। যদিও ফান্ডামেন্টাল ছাড়া ট্রেড করা নির্বোধ এর মত আচরন। কেননা ফান্ডামেন্টাল ছাড়া ট্রেড করা মোটেই সম্ভব না। কারন বিনিয়োগকারীরা বা যারা মার্কেট মুভ করায় তারা ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করে। ফান্ডামেন্টালের কাজ হচ্ছে মার্কেট মুভ করা। আর টেকনিক্যালের কাজ হচ্ছে মার্কেট কত দূর পর্যন্ত যাবে এবং সেটি এনালাইসিস করে অগ্রিম অবগত হওয়া। দুটি বিষয় এক সাথে এনালাইসিস করা। এদুটি বিষয় এক সাথে এনালাইসিস করে ট্রেড করাকে প্রাইস একশন ট্রেড বলে। আর প্রাইস একশন ট্রেডকে এক কথায় প্রকাশ করে বলা হয়, প্রাইস যেদিকে আপনার ট্রেড গুলোও সেদিকে। এরই নাম হচ্ছে প্রাইস একশন ট্রেড।
16374

SUROZ Islam
2022-01-04, 11:40 AM
বিশ্বের ১নং গাড়ি প্রস্তুতকরি প্রতিষ্ঠান Tesla বলেছিলো "আমরা ইলেকট্রনিক গাড়ি বাজারে নিয়ে আসবো"। Tesla-এর এই নিউজের ইফেক্ট পরেছিলো USOIL (তেলের) উপর। ওয়েলের মার্কেট কতটা পরে গিয়েছিলো। তাই একজন ট্রেডারের ফান্ডামেন্টাল এনালাইসিস জানা অনেক জরুরি একটি বিষয়। যেমন: দেশের অর্থনীতি, বিভিন্ন নিউজ, ইত্যাদি সম্পর্কে ভালো ধারনা থাকা জরুরি।
16383

souravkumarhazra6763
2022-04-07, 08:34 PM
প্রাইস এ্যাকশন ট্রেড ফরেক্স ট্রেডিং এর একটি জনপ্রিয় ট্রেডিং কৌশল,এটি একটি প্রফিট এবল ট্রেডিং সিস্টেম,বেশিরভাগ ট্রেডার এই মেথড ব্যবহার করে থাকে তাদের ট্রেডিং,প্রাইস এ্যাকশন ট্রেডিং হলো মার্কেট এর সকল গুরুত্বপূর্ণ জোন গুলা নির্নয় করে উক্ত লেভেল থেকে ক্যান্ডেল কনফারমেশন নিয়ে এন্ট্রি নেওয়া।