PDA

View Full Version : জিএমের নয় দশকের মুকুট ছিনিয়ে নিল টয়োটা



Montu Zaman
2022-01-06, 11:10 AM
যুক্তরাষ্ট্রের শীর্ষ গাড়ি বিক্রেতার মুকুট হারিয়েছে জেনারেল মোটরস (জিএম)। ৯০ বছরের মধ্যে প্রথমবারের মতো মার্কিন গাড়ি নির্মাতা জায়ান্ট দুইয়ে নেমে গিয়েছে। ২০২১ সালে দেশটিতে শীর্ষ গাড়ি বিক্রেতার মুকুট ছিনিয়ে নিয়েছে টয়োটা। গত বছর জাপানি গাড়ি নির্মাতা সংস্থাটি ২৩ লাখেরও বেশি গাড়ি বিক্রি করেছে। অন্যদিকে গত বছর জিএমের গাড়ি বিক্রি কমে ২২ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের ভাষ্য, বিশ্বজুড়ে চলমান সরবরাহ ব্যবস্থার সমস্যাগুলো দক্ষভাবে মোকাবেলা করেছে টয়োটা। এ দক্ষতাই ১৯৩১ সালের পর প্রথমবারের মতো জিএমের সিংহাসন কেড়ে নিতে জাপানি সংস্থাটিকে সহায়তা করেছে। চিপ ও যন্ত্রাংশ ঘাটতির কারণে প্রতিটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানই উৎপাদন কমিয়ে আনতে বাধ্য হয়েছে। ফলে ২০২১ সালে যানবাহন উৎপাদনের সংখ্যা রেকর্ড নিম্নে চলে যায়। সম্প্রতি জিএম জানিয়েছে, গত বছর সংস্থাটি যুক্তরাষ্ট্রে ২২ লাখ যানবাহন বিক্রি করেছে। এ সংখ্যা আগের বছরের চেয়ে ১২ দশমিক ৯ শতাংশ কম। অন্যদিকে একই সময়ে টয়োটার গাড়ি বিক্রি ১০ দশমিক ৪ শতাংশ বেড়ে ২৩ লাখ ইউনিটে উন্নীত হয়েছে। প্রতিষ্ঠান দুটির গাড়ি বিক্রির ব্যবধান ছিল ১ লাখ ১৪ হাজার ৩৪ ইউনিট।
16413