PDA

View Full Version : বঙ্গোপসাগরে ১০৩ ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস হাইড্রেট-এর সন্ধান লাভ...



Rassel Vuiya
2022-01-11, 12:44 PM
16445
দু’টি বন্ধু রাষ্ট্রের সহযোগিতায় পরিচালিত এক জরিপে বঙ্গোপসাগরের মহীসোপানে ১৭ থেকে সর্বোচ্চ ১০৩ ট্রিলিয়ন কিউবিক ফিট (টিসিএফ) গ্যাস হাইড্রেট-এর সন্ধান পাওয়ার দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই জরিপের ফল জানাতে সেগুনবাগিচায় আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, সমুদ্রের তলদেশে গ্যাস ও পানির সংমিশ্রণে তৈরি হওয়া স্ফটিককে গ্যাস হাইড্রেট বলা হয়। এটা দেখতে বরফের মতো হলেও এতে প্রচুর পরিমাণে মিথেন থাকে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল গ্যাস হাইড্রেটই নয়, জরিপে বঙ্গোপসাগরে বিপুল পরিমাণ সামুদ্রিক শৈবালেরও সন্ধান পাওয়া গেছে। যা মাছ ও পশুখাদ্যের কাঁচামাল এবং সাবান ও শ্যাম্পুর মতো প্রসাধনী পণ্য উৎপাদনে ব্যবহার করা যেতে পারে। পররাষ্ট্রমন্ত্রী ভাষ্য মতে, মাছ, পশুখাদ্য এবং সাবান-শ্যাম্পুসহ প্রসাধনী পণ্য উৎপাদনে প্রতিবছর প্রায় ২৮ হাজার কোটি টাকার শৈবাল জাতীয় কাঁচামাল আমদানি করে বাংলাদেশ। বঙ্গোপসাগরের শৈবাল আহরণ সম্ভব হলে আর যাই হোক বাংলাদেশের আমদানি নির্ভরতা কিছুটা হলেও কমবে।