PDA

View Full Version : মেটাভার্সে কাজ করতে মাইক্রোসফট ছাড়ছেন কর্মীরা



kohit
2022-01-13, 02:46 PM
গত বছরের অক্টোবরে ফেসবুকের প্যারেন্ট কোম্পানির নাম রাখা হয় মেটা প্লাটফর্মস ইনকরপোরেটেড। প্রতিষ্ঠানটির নতুন সংযোজন ভার্চুয়াল রিয়ালিটিভিত্তিক পরিষেবা মেটাভার্সে বিশেষ মনোযোগের ঘোষণা দেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। প্রযুক্তি দুনিয়ায় সোস্যাল জায়ান্টটির এ ঘোষণার প্রভাব এড়াতে পারেনি আরেক টেক জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির অগমেন্টেড রিয়ালিটি টিমের শতাধিক সদস্য চাকরি ছেড়ে দিয়েছেন এবং এদের অনেকেই মেটা প্লাটফর্মসের মেটাভার্সে যোগ দিয়েছেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

মাইক্রোফটের অগমেন্টের রিয়ালিটি বা এআর টিমে কাজ করেন প্রায় দেড় হাজার কর্মী। প্রতিষ্ঠানটির হলোলেন্স এআর হেডসেট সিরিজ বাজারে সাফল্য পেলে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর নজর পড়ে এ কর্মীদের ওপর। কয়েকটি প্রতিষ্ঠান দ্বিগুণ বেতনে মাইক্রোসফট থেকে কর্মী সংগ্রহ করেছে বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানান নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির কয়েকজন সাবেক কর্মী।

হলোলেন্স টিমের ৭০ জনের বেশি সদস্যের লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা যায়, তারা মাইক্রোসফট ছেড়ে দিয়েছেন। এর মধ্যে ৪০ জনের বেশি যোগ দিয়েছেন মেটায়।

বণিক বার্তা