PDA

View Full Version : প্রাইস একশন বলতে কি বুঝায়?



anwarForex
2015-08-21, 02:53 PM
প্রাইস একশন বলতে অতীতের প্রাইসের মুভমেন্ট কি রকম ছিল-এখন কি ঘটছে এবং তা থেকে প্রাইসের গতি ভবিষ্যতে কোন দিকে যেতে পারে তা সম্পর্কে পুবাভাস অনুমান করা।

maziz6989
2015-08-28, 11:34 AM
প্রাইস একশান হল প্রাইস বর্তমানে কোথায় আছে এবং অদুর ভবিষ্যতে কোথায় যেতে পারে তা নির্ধারণ করার একটা কৌশল। এখানে কোন ইনডিকেটর ছাড়া খালি ক্যান্ডেলিস্টিক চার্ট দিয়ে আপনাকে ধারণা করতে হবে। এটা যেমন বুঝছেন তেমন সহজ কোন কিছু নয়। বেশ কঠিন একটা ব্যপার। একমাত্র অভিজ্ঞতাই পারে সঠিক জ্ঞান দিতে ।

MotinFX
2015-09-04, 09:44 AM
প্রাইস একসান হল অতীত ক্যান্ডেলস্টিক গুলো কেমন ছিল এবং ভবিষ্যতে কেমন হতে পারে তার ধারনা করা। ভিবিন্ন ফেয়ার চার্টের ভিবিন্ন টাইম প্রেমে প্রাইজ একশন নিয়ে ধারনা করা হয়।

fxover
2015-09-15, 05:00 AM
প্রাইস একশন বলতে অতীতের প্রাইসের মুভমেন্ট কি রকম ছিল-এখন কি ঘটছে এবং তা থেকে প্রাইসের গতি ভবিষ্যতে কোন দিকে যেতে পারে তা সম্পর্কে পুবাভাস অনুমান করা।

প্রাইস একশন মুলত ক্যান্ডেলিস্টিক এনালাইসিস এর ফল । আর কেবলমাত্র দক্ষ ও অভিজ্ঞরাই পারে প্রাইস একশন বুঝতে । দক্ষ ট্রেডাররা মার্কেট দেখেই বলে দিতে পারে মার্কেট কোন দিকে যাচ্ছে । প্রাইস একশনে সেই ট্রেডার তত বেশি ভালো হবে যে ভালো ক্যান্ডেল চার্ট এনালাইসিস করতে পারে । ক্যান্ডেল চার্ট এ দক্ষ হওয়া একটি দীর্ঘ ও সময়সাপেক্ষ ব্যাপার । অনেক ধৈর্য্য ও সময় নিয়ে আমাদেরকে এটি আয়ত্ত্ব করতে হবে ।

AbuRaihan
2015-12-25, 05:47 PM
প্রাইস একশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরেক্স টুলস ৤ এটা ভালো বুঝতে পারার উপরে অনেকাংশে ট্রেডারের সফলতা ব্যার্থতা নির্ভ করে ৤ আর প্রাইস একশন ভালো বুঝতে পারে শুধুমাত্র অভিজ্ঞ এবং দক্ষ ফরেক্স ট্রেডাররা ৤ তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে প্রাইস একশন বিষয়টা প্রত্যকটা ট্রেডারের জন্য বুঝতে পারা অত্যন্ত প্রয়োজনীয় ৤ প্রাইস একশন মূলত ক্যান্ডেলস্টিক এনালাইসিস এর ফল ৤ দক্ষ ট্রেডাররা প্রাইস একশন বুঝে মার্কেট দেখেই বলে দিতে পারে যে পরবর্তী সময়ে মার্কেটের অবস্থা কিরুপ হতে পারে ৤

real80
2016-02-16, 12:52 AM
ফরেক্স মার্কেটে প্রাইস একশন অনেক গুরুত্বপূর্ণ একটি কৌশল। অন্য সব কৌশল যেখানে সঠিক ফলাফল দিতে পারে না প্রাইস একশন সেখানে একজন ট্রেডারকে সঠিক পথ দেখায়। প্রাইস একশন ভবিষ্যতের মুদ্রা বাজার সম্পর্কে একজন ট্রেডারকে সঠিক ধারণা প্রদান করে। টেকনিক্যাল এনালাইস এর মাধ্যমে প্রাইস একশন কৌশল প্রয়োগ করা হয়ে থাকে। একজন সফল ট্রেডার প্রাইস একশন কৌশল ব্যবহার করে থাকেন।

majidiqbal
2016-02-16, 07:04 AM
প্রাইস একশন ভবিষ্যতের মুদ্রা বাজার সম্পর্কে একজন ট্রেডারকে সঠিক ধারণা প্রদান করে। টেকনিক্যাল এনালাইস এর মাধ্যমে প্রাইস একশন কৌশল প্রয়োগ করা হয়ে থাকে। একজন সফল ট্রেডার প্রাইস একশন কৌশল ব্যবহার করে থাকেন।

basaki
2016-02-16, 10:24 AM
ফরেক্স মার্কেটে ট্রেড কর*্যে হলে আপনাকে ফরেক্স মার্কেটের সম্পর্কে অনেক কিছুই জানতে হবে বা শিখতে হবে।প্রাইস একশন হচ্ছে মার্কেটের মানি মুবমেন্ট দেখে যে একশন হয় সেটাই মনে হয় প্রাইস একশন। আপনি যদি ভাল ট্রেডার হয়ে চান তবে আপনাকে সব বিষয়ে ভাল জ্ঞান লাভ করতে হবে।

Marufa
2016-02-23, 06:50 PM
প্রাইস একশন বলতে বুঝায় প্রাইস এর বিভিন্ন মুভমন্টে সম্পর্কে আগাম ধারনা করে বিভিন্ন এনালাইসিস এর মাধম্যে বর্তমান ট্রেন্ড বের করে মার্কেট এর গতিবিধি নির্ধারন করার মাধম্যে মার্কেট এ ট্রেড করে মুনাফা অর্জন করার একটি সুনির্দিষ্ট এবং সুসংহত কার্যকরী পরিকল্পনা । প্রাইস একসনের মাধম্যে আমরা সহজেই মুনাফা অর্জন করতে পারি ।

fatemaakhter
2016-02-25, 11:19 AM
আপনি যদি প্রাইস অ্যাকশন ভাল বুঝেন তবে আর টেকনিক্যাল এনালাইসিস নিয়ে কোন চিন্তা রইল না ।এছাড়া আপনি ফান্দামেন্তাল এনালাইসিস অনুসরন করলে ফরেক্স মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন এবং সেখান হতে ভাল আয় করতে পারবেন ।

yasir arafat
2016-04-07, 01:53 AM
ফরেক্স মার্কেটে প্রাইস অ্যাকশন এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো প্রাইসের মাধ্যমে করতে পারবেন।অর্থাত্ এক কথায় প্রাইসের পরিবর্তনের মাধ্যমে যে অ্যানালাইসিস করা হয় তাকেই প্রাইস অ্যাকশন বলা হয়।ফরেক্স মার্কেটে ক্যান্ডেল দেখে তা নির্নয় করা হয়।

Rahat015
2016-04-07, 11:15 AM
প্রাইস একশন মূলত বোঝায়, চার্ট দেখে পরবর্তি মার্কেট কি হবে বলতে পারা।। প্রাইস একশন বোঝার জন্য ক্যান্ডিল সম্পর্কে ভালো ধারনা রাখতে হবে। আর যে প্রাইস একশন বুজবে তাকে মূলত ফরেক্স এর রাজা বলাই যায়।। কিন্তু এটা যত সহজে বলা যায় তত সোজা না,। অনেক অভিজ্ঞতার প্রইয়োজন হয়।।

dwipFX
2016-05-10, 10:44 PM
ফরেক্স মার্কেটে আমরা তিন ধরনের প্রাইস একশান দেখতে পাই, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইড ওয়ে ট্রেন্ড। যারা রিয়াল মার্কেটে এই তিন ধরনের ট্রেন্ড ধরতে পারবে তারা ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে।। তাই আমাদের কে এই তিন ধরনের ট্রেন্ড নিয়ে ভাল চিন্তা করে ট্রেড করতে হবে।

sharifulbaf
2016-05-18, 04:31 PM
ফরেক্স মার্কেটে আমরা যে টেকনিক্যাল এনালাইসিস করে থাকি চার্টের উপরে তাকে আমরা প্রাইস একশন বলতে পারি,ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করার জন্য বেশির ভাগ ফরেক্স ট্রেডার প্রাইস একশন ব্যাবহার করে ট্রেডিং করতে পারি,তাহলে আমরা মার্কেটের মুভমেন্ট দেখে বুঝতে পারি কি করলে ভাল প্রফিট হবে।

Md Masud
2017-05-25, 05:02 PM
কোন ইনডিকেটর ছাড়া খালি ক্যান্ডেলিস্টিক চার্ট দিয়ে আপনাকে ধারণা করতে হবে । বিভিন্ন এনালাইসিস এর মাধম্যে বর্তমান ট্রেন্ড বের করে মার্কেট এর গতিবিধি নির্ধারন করার মাধম্যে মার্কেট এ ট্রেড করে মুনাফা অর্জন করার একটি সুনির্দিষ্ট এবং সুসংহত কার্যকরী পরিকল্পনা ।

Mamun13
2017-05-31, 11:01 PM
আসলে "প্রাইস একশান" হলো ফরেক্স ব্যাবসায় সর্বাধিক ব্যাবহৃত ও সর্বোত্তম কার্যকরী সফল স্ট্র্যাটেজী৷এই স্ট্র্যাটেজী ব্যাবহার করেই বিশ্বের সকল অভিজ্ঞ ট্রেডারগণ ট্রেড করেন৷একদম সহজ ও অতি সাধারণ এই সিস্টেমে এনালাইসিস করা৷কিন্তু আমরা অনেকেই তার সঠিক ব্যাবহার জানিনা- বুঝিনা৷আপনি দেখবেন আপনার ট্রেডিং চার্টে ট্রেন্ড কি অবস্হায় আছে৷সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল গুলো কোথায় আছে ভালো ভাবে দেখেন,বুঝেন,প্রয়োজনে লাইন একেঁ মার্ক করেন৷পূর্বের সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল গুলোর সাথে মিলিয়ে নেন৷এখন অতীত ও বর্তমান প্রাইস মুভমেন্টের এই ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্সের লেভেল গুলো পরিষ্কার ভাবে দেখে বুঝে এনালাইসিস করবেন যে পরবর্তীতে প্রাইস কোনদিকে মুভ করতে পারে৷এই ভাবেই প্রাইসের অতীত ও বর্তমান অবস্হান দেখে বুঝে এনালাইসিস করে ভবিষ্যতের জন্য ট্রেডে এন্ট্রী করাই হলো "প্রাইস একশান স্ট্র্যাটেজী"৷

Rahat015
2017-06-16, 02:41 PM
এটা মূলত অভিজ্ঞতার ফসল যারা মার্কেট দেখে বলে দিতে পারে মার্কেট আগামি ৩ ৪ ঘন্টা কোন দিকে যাবে। প্রাইস একশন বলতে বুঝায় প্রাইস এর বিভিন্ন মুভমন্টে সম্পর্কে আগাম ধারনা করে বিভিন্ন এনালাইসিস এর মাধম্যে বর্তমান ট্রেন্ড বের করে মার্কেট এর গতিবিধি নির্ধারন করার মাধম্যে মার্কেট এ ট্রেড করে মুনাফা অর্জন করার একটি সুনির্দিষ্ট এবং সুসংহত কার্যকরী পরিকল্পনা । প্রাইস একসনের মাধম্যে আমরা সহজেই মুনাফা অর্জন করতে পারি ।

maziz6989
2017-06-28, 09:04 AM
এত সংক্ষেপে আপনি প্রাইস একশানকে ব্যাখা করে ফেললেন! ভাই আপনাকে গুরু মানতে ইচ্ছে করছে। কিন্তু আমি যতদূর জানি প্রাইস একশন এত সোজা হলে অনেকে দিনের পর দিন এই বস্তু নিয়ে গবেষণা করছে কেন। কোন উত্তর আছে আপনার কাছে। আমার মনে হয় এত সংক্ষেপে উপস্থাপন না করে একটু বিস্তারিত লিখলে সবারই কম বেশি উপকার হয়।

mahbubhb
2017-08-13, 11:07 AM
ফরেক্সে প্রাইস একশান খুবই গুরুত্বপূর্ণ। প্রাইস একশান বলতেছে আমরা বুঝি কোড পেয়ার কারেন্সি মার্কেট এ অতীতে কোন অবস্থায় ছিল, বর্তমানে কি অবস্থানে আছে তার উপর নির্ভর করে ভবিষ্যতে কোথায় যেতে পারে তাকে প্রাইস একশান বলে থাকে।

Rokibul7
2020-07-20, 12:18 AM
এই প্রইজ এ্যাকশন আয়ত্ত করতে হলে সাধারনত টেকনিক্যাল এনালাইসিস এর কি কি জিনিস ফলো করতে হয়।অথাৎ এই রাইজ এ্যাকশন বের করতে হলে কোন বিষয় গুলো বেশি কায কর। জানাবেন plz

FREEDOM
2020-07-25, 02:49 PM
প্রাইস একশন বলতে বুঝায় প্রাইস এর বিভিন্ন মুভমন্টে সম্পর্কে আগাম ধারনা করে বিভিন্ন এনালাইসিস এর মাধম্যে বর্তমান ট্রেন্ড বের করে মার্কেট এর গতিবিধি নির্ধারন করার মাধম্যে মার্কেট এ ট্রেড করে মুনাফা অর্জন করার একটি সুনির্দিষ্ট এবং সুসংহত কার্যকরী পরিকল্পনা । প্রাইস একসনের মাধম্যে আমরা সহজেই মুনাফা অর্জন করতে পারি ।