PDA

View Full Version : টেকনিক্যাল এনালাইসিস এ ব্যবহৃত কতিপয় শব্



anwarForex
2015-08-21, 02:55 PM
Long= buy
Short= sell
Bulls= buyers
Bears= sellers
Bullish=যদি মার্কেট উর্দ্ধমূখী হয়।
Bearish=যদি মার্কেট নিম্নমূখী হয়।
Bearish Candlestick= candlestick উচ্চতর প্রাইসে শুরু হয় এবং নিম্নতর প্রাইসে শেষ হয়।
Bullish Candlestick= candlestick নিম্নতর প্রাইসে শুরু হয় এবং উচ্চতর প্রাইসে শেষ হয়।
Risk : Reward Ratio=যদি ১টি ট্রেডের ঝুকির পরিমান ৫০ ডলার এবং লাভের পরিমান ১৫০ ডলার হয় তবে উক্ত ট্রেডের ঝুকি ও পুরস্কার অনুপাত=১ : ৩। অর্থাৎ ঝুকির চেয়ে লাভের পরিমান ৩ গুন বেশী।
যে কোন পদ্ধতির ঝুকি ও পুরস্কার অনুপাত বেশী হওয়া প্রয়োজন।

MotinFX
2015-09-04, 04:23 PM
বড় ভাই আপনার এনালাইসিস টা খুব লাগল ভবিষ্যতে এরকম পোস্ট দিয়ে আমাদের মত নতুন ট্রেডারদের জানার জন্য ধন্যবাদ।

amdad123
2015-09-04, 11:23 PM
আপনার টেকনিক্যাল এনালাইসিস টা ভালো লাগল, তবে আমরা যদি টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি ফান্ডামেন্তাল এনালাইসিসটাও মনযোগ দিই তাহলে ফরেক্স ট্রেড অনেক ভালো করতে পারব।

fxover
2015-09-15, 04:48 AM
Long= buy
Short= sell
Bulls= buyers
Bears= sellers
Bullish=যদি মার্কেট উর্দ্ধমূখী হয়।
Bearish=যদি মার্কেট নিম্নমূখী হয়।
Bearish Candlestick= candlestick উচ্চতর প্রাইসে শুরু হয় এবং নিম্নতর প্রাইসে শেষ হয়।
Bullish Candlestick= candlestick নিম্নতর প্রাইসে শুরু হয় এবং উচ্চতর প্রাইসে শেষ হয়।
Risk : Reward Ratio=যদি ১টি ট্রেডের ঝুকির পরিমান ৫০ ডলার এবং লাভের পরিমান ১৫০ ডলার হয় তবে উক্ত ট্রেডের ঝুকি ও পুরস্কার অনুপাত=১ : ৩। অর্থাৎ ঝুকির চেয়ে লাভের পরিমান ৩ গুন বেশী।
যে কোন পদ্ধতির ঝুকি ও পুরস্কার অনুপাত বেশী হওয়া প্রয়োজন।

শুধু ফরেক্স বলে না , যেকোন ব্যাবস্ায় টিকে থাকতে হলে আগে আমাদেরকে এর সম্ভাবনা টুকু বের করে নিতে হবে যে আমরা যদি এই কাজ টি করি বা এইখানে ইনভেস্ট করি তাহলে আমাদের কতটুকু লাভ হবে আর কতটুকু ক্ষতি হবে । আর হিসেব করে যদি দেখি যে লাভ এর চেয়ে লস এর সম্ভাবনা বেশি তাহলে আমাদেরকে সেই খান থেকে দূরে থাকতে হবে আর সেটি যদি ফরেক্স হয় তাহলে আমাদের ট্রেড করা থেকে বিরত থাকতে হবে ।

onlyfx
2015-10-22, 07:52 PM
খুব সুন্দর একটি পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । আমি bull এবং bear বিষয়টি প্রায় গুলিয়ে ফেলতাম । এখন থেকে আশা করি মনে রাখতে পারব । ফরেক্স মার্কেটের আরও অনেক কিছু সাধারন বিষয় আছে যেগুলো না জানলেই নয় । যেমন- পিপস, পিপেটিস, সাপোর্ট , রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, স্টপ লস , টেক প্রফিট ইত্যাদ । যাদের এই বিষয়গুলোতে পরিষ্কার ধারনা নাই তারা এখনই নেট সার্চ করে এগুলো বিষয়ে ধারনে নিয়ে নিতে পারেন ।

Fxaziz
2015-10-30, 02:29 PM
ভাই আপনি ফরেক্স মার্কেট এর এনালাইসিস সম্পর্কে সুন্দর কিছু বিষয় তুলে ধরেছেন।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা ফরেক্স মার্কেট কে অনেক ভাবে এনালাইসিস করি।এনালাইসিস করে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।ফরেক্স মার্কেট এর এনালাইসিস এর মধ্যে একটি হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস।এর মাধ্যমে আমরা বেসির ভাগ সময় ফরেক্স মার্কেট এ ট্রেড করি।টেকনিক্যাল এনালাইসিস এর মধ্যে রয়েছে কেন্ডেলস্টীক।এর দ্বারা আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।

Fxaziz
2015-11-17, 12:14 AM
টেকনিকাল এনালাইচিছ করার পূর্বে আপনার প্রথম ধাপের কাজ হল ফরেক্স ট্রেড সম্পর্কে ভাল অভিজ্ঞ হওয়া । ফরেক্স মার্কেটে ডেমু একাউন্ট খুলে প্র্যাকটিস এর মাধ্যমে ট্রেড করে নিজেকে ডেমু ট্রেডের অভিজ্ঞ বানিয়ে নিয়ে রিয়াল একাউন্ট খুলে ট্রেড করার পূর্বে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস সম্বন্ধে ভাল অভিজ্ঞ হতে হবে । অভিজ্ঞ হলে টেকনিক্যাল শব্দ সম্পর্কে ধারনা থাকবে এবং ট্রেড করতে খুব উপকারে আসবে । তাই ট্রেড করার পূর্বে টেকনিক্যাল এনালাইসিস এবং টেকনিক্যাল ওয়ার্ড সম্বন্ধে ভাল ধারণা রাখতে হবে ।

dinner
2015-11-29, 11:51 AM
টেকনিক্যাল অ্যানালাইসিস এমনই। পূর্বে যা ঘটেছিল, আমরা আশা করেতে পারি হয়তো ভবিষ্যতেও তাই ঘটতে পারে। যদি কোন প্রাইস লেভেল পূর্বে সাপোর্ট বা রেসিসটেন্স হিসেবে কাজ করে থাকে, তবে ট্রেডারদের চোখ থাকবে সেই দিকে এবং তারা তার ওপর ভিত্তি করে তাদের ট্রেড করবে।টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একই প্যাটার্ন মেলানোর চেষ্টা করি যা পূর্বে ঘটেছিল। এবং যেহেতু তা পূর্বে ঘটেছিল, তাই আমরা আশা করবো এবারও হয়ত আগের মত একই জিনিস ঘটতে পারে।

basaki
2016-03-26, 12:17 PM
হা ভাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হহলে আপনি যে যে বিষয় গুলু উল্লেখ করেছেন কেউ যদি তা অক্ষরে অক্ষরে পারলন করে ফরেক্স ট্রেড করে তবে আমি মনে করি সে ফরেক্স মার্কেট থেকে অনেক লাভবান হতে পারবে। কিন্তু আমাদের একটা কমন রুগ হচ্ছে আমরা না জেনে ফরেক্স মার্কেটে ট্রেড করি।

yasir arafat
2016-04-07, 12:16 AM
ভাল লাগল।আমি বর্তমানে বিভিন্ন ইন্ডিকেটরের মধ্যে যে সব সিগনাল পায় তাতেও এ ধরণের বার্তাগুলো রয়েছে।আর এগুলো চিনে রাখা ভাল ।এতে সিগনাল এবং ট্রেড বুঝতে সুবিধা হবে।আমাদের ট্রেডিং এবং আইডিয়াগুলো শেয়ারের মাধ্যমে আমাদের এধরণের অভিঙ্গতা বাড়বে এবং সমস্যাগুলো দূরীভূত হবে।

ASADUR RAHMAN
2016-04-07, 11:29 AM
আপনার চার্টে পূর্বের সকল প্রাইসের মুভমেন্ট চার্ট আকারে দেয়া থাকবে। তাই আপনি চাইলেই পূর্বে কি হয়েছিল তা দেখতে পারবেন। আপনি নিশ্চয়ই শুনেছেন, "ইতিহাস বারবার প্রতিফলিত হয়"?টেকনিক্যাল অ্যানালাইসিস এমনই। পূর্বে যা ঘটেছিল, আমরা আশা করেতে পারি হয়তো ভবিষ্যতেও তাই ঘটতে পারে। যদি কোন প্রাইস লেভেল পূর্বে সাপোর্ট বা রেসিসটেন্স হিসেবে কাজ করে থাকে, তবে ট্রেডারদের চোখ থাকবে সেই দিকে এবং তারা তার ওপর ভিত্তি করে তাদের ট্রেড করবে।

dwipFX
2016-05-08, 09:56 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে ধারনা থাকতে হবে কারন টেকনিক্যাল এনালাইসিস হল ফরেক্স মার্কেটের সব চেয়ে গুরুত্বপুূর্ণ একটি রুলস। সেটা সম্পর্কে সঠিক অভিজ্ঞাতা না থাকলে ফরেক্স থেকে লাভ করা কঠিন হয়ে ধারাবে।

RUBEL MIAH
2016-05-17, 11:23 PM
আমরা জীবনে উন্নতি করতে চাইলে অবশ্যই ফরেক্স মার্কেটে কতিপয় এ্যনালাইসিস রয়েছে । এগুলো করলে অবশ্যই ফরেক্স ব্যবসা করে উন্নতি করা সম্ভব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য অবশ্যই টেকনিক্যাল এ্যনালাইসিস করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব ।

md mehedi hasan
2016-12-04, 09:13 AM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে সঠিক ভাবে টেকনিক্যাল এনালাইসিস করা শিখতে হবে।আপনি যত ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইস করবেন ততো ভালো প্রোফিট করতে পারবেন।ভাই আপনার পোষ্টি করে আমার অনেক কিছু শিখতে পারলাম।

the viper
2016-12-07, 04:49 AM
ফরেক্স মার্কেট এর এনালাইসিস সম্পর্কে সুন্দর কিছু বিষয় তুলে ধরেছেন।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা ফরেক্স মার্কেট কে অনেক ভাবে এনালাইসিস করি।এনালাইসিস করে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।ফরেক্স মার্কেট এর এনালাইসিস এর মধ্যে একটি হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস।এর মাধ্যমে আমরা বেসির ভাগ সময় ফরেক্স মার্কেট এ ট্রেড করি।টেকনিক্যাল এনালাইসিস এর মধ্যে রয়েছে কেন্ডেলস্টীক।

Mamun13
2017-11-22, 09:26 PM
টেকনিক্যাল এনালাইসিসের সময় কিছু গুরুত্বপূর্ণ শব্দ জরুরী ভাবে মাথায় রাখতে হবে৷সেগুলো হলো-কেন্ডেলস্টীক এনালাইসিস,ট্রেন্ড,সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল,ব্রেক আউট,ফেইকআউট,টেষ্ট/রিটেষ্ট অথবা বাউন্স/পুলব্যাক,রিভার্সাল,রিট্রেসমেন্ট,চার্ট প্যাটার্ণ,ইনডিকেটর,স্টপলস/টেকপ্রফিট সেটিং,পিনবার বা রিভার্সাল কেন্ডেল ফর্মেশন,টাইমফ্রেম বা ট্রেডিং চার্ট,ট্রেডিং স্ট্র্যাটেজী...ইত্যাদি অনেক বিষয়৷

amreta
2020-01-25, 07:17 PM
নতুন আগমনকারীদের তাদের ভিত্তি শক্তিশালী করার জন্য কঠোর পরিশ্রমের মানসিকতার সাথে আরও মনোযোগ এবং সময় দেওয়া দরকার। কোনও নবজাতকের মতো ন্যূনতম আপনি রিহার্সেল করতে চান যে আপনি একটি বিক্ষোভের কথা বলবেন যাতে ন্যূনতম তিন দিনের চেয়ে কম দিনের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন আপনার কেবল বিনিয়োগের শুরু করা দরকার একবার আপনি যখন নিজের আলাপচারিতার দক্ষতার মধ্যে সত্যিই আত্মবিশ্বাস অনুভব করেন এবং এছাড়াও একটি দুর্দান্ত বিনিয়োগ কৌশল আছে।

Rokibul7
2020-05-05, 12:25 PM
ভাি আপনার পোষ্টটা খুব ভাল লাগলো,নতুন কিছু জানলাম।এ সব পোষ্ট শিক্ষনিও পোষ্ট।ফোরমাের মাধ্যমে প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে জানতে পেরে নিজের কাছে খুব ভাল লাগলো।আশা করি আমাদের মত নতুনদের কে এর রকম আরও পোস্ট শেয়ার করে সাহায্য করবেন।ধন্যবাদ

FREEDOM
2020-08-23, 01:57 PM
হা ভাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হহলে আপনি যে যে বিষয় গুলু উল্লেখ করেছেন কেউ যদি তা অক্ষরে অক্ষরে পারলন করে ফরেক্স ট্রেড করে তবে আমি মনে করি সে ফরেক্স মার্কেট থেকে অনেক লাভবান হতে পারবে। কিন্তু আমাদের একটা কমন রুগ হচ্ছে আমরা না জেনে ফরেক্স মার্কেটে ট্রেড করি।

sss21
2020-08-31, 04:32 PM
ভাল লাগল।আমি বর্তমানে বিভিন্ন ইন্ডিকেটরের মধ্যে যে সব সিগনাল পায় তাতেও এ ধরণের বার্তাগুলো রয়েছে।আর এগুলো চিনে রাখা ভাল ।এতে সিগনাল এবং ট্রেড বুঝতে সুবিধা হবে।আমাদের ট্রেডিং এবং আইডিয়াগুলো শেয়ারের মাধ্যমে আমাদের এধরণের অভিঙ্গতা বাড়বে এবং সমস্যাগুলো দূরীভূত হবে।

Md.shohag
2020-09-23, 04:46 AM
খুব সুন্দর একটি পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । আমি bull এবং bear বিষয়টি প্রায় গুলিয়ে ফেলতাম । এখন থেকে আশা করি মনে রাখতে পারব । ফরেক্স মার্কেটের আরও অনেক কিছু সাধারন বিষয় আছে যেগুলো না জানলেই নয় । যেমন- পিপস, পিপেটিস, সাপোর্ট , রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, স্টপ লস , টেক প্রফিট ইত্যাদ । যাদের এই বিষয়গুলোতে পরিষ্কার ধারনা নাই তারা এখনই নেট সার্চ করে এগুলো বিষয়ে ধারনে নিয়ে নিতে পারেন ।