PDA

View Full Version : কেন প্রাইস একশন কৌশল ব্যবহার করা প্রয়োজন



anwarForex
2015-08-21, 02:58 PM
৩টি গুরুত্বপূর্ণ কারনে প্রাইস একশন ব্যবহার দরকার:
১।প্রাইস একশন দ্বারা সামস্টিকভাবে মানবিক আচড়নের প্রকাশ ঘটে । এ মানবিক আচড়ন মার্কেট এ বিভিন্ন প্যাটার্ণ গঠন করে।উক্ত প্যাটার্ণসমুহ পর্যালোচনা করে মার্কেটের গতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ কারনেই রেজিস্ট্যান্স লেভেল থেকে প্রাইস বাউন্স করে নীচে নামে এবং সাপোর্ট লেভেল থেকে বাউন্স করে উর্দ্ধমূখী হয়।
২। প্রাইস একশন ফরেক্স মার্কেটে বিভিন্ন কাঠামো তৈরী করে। এ কাঠামোগুলো পর্যালোচনা করে মার্কেটের গতি সম্পর্কে ধারনা পাওয়া যায়। এ ধারনা শতভাগ সত্য না হলেননও ৬০ ভাগ হতে ৮০ ভাগ ক্ষেত্রে সত্য হয়।
৩। প্রাইস একশন মিথ্যা সংকেত হৃাস করে। stochastic অথবা CCI indicator এর মত অনেক ইন্ডিকেটর মিথ্যা সংকেত প্রদান করে।সেক্ষেত্রে প্রাইস একশন চার্টের ব্যবহার অনেক বেশী নির্ভরযোগ্য।

maziz6989
2015-08-27, 10:52 AM
আসলে প্রাইস একশান হল এমন একটা সিস্টেম যেটাকে বলা হয় যেখানে সব সিস্টেম ফেইল করে সেখান থেকেই প্রাইস একশান এর শুরু। এই সিস্টেম যে ধরতে পারবে তার কাছে ফরেক্স এর হলি গ্রেইল আর খুজতে হবে না। কেননা এ্টাই হল একমাত্র সিস্টেম যার উপর চোখ বন্ধ করে নির্ভর করা যায়। শিখার চেষ্ট করছি কিন্তু এখনও আগামাথা ধরতে পারছি না।

swadip chakma
2015-09-08, 09:01 PM
ফরেক্স এ প্রাইস একশন অনেক গুরুত্ত,কারন প্রাইস একশন না বুজলে মার্কেট সম্পরকে ভাল ধারনা থাকে থাকবেনা।আমি মনে করি ফরেক্স এ প্রাইস একশন অনেক জুরুরি,ফরেক্স মার্কেট কি হছে খকন করলে ভাল হবে কখন করলে ভাল হবে না ঈত্যাদি সম্পরকে ধারনা থাকে।

MotinFX
2015-09-11, 09:46 AM
ফরেক্স মার্কেটে প্রাইজ একশান একটি গুরুতপুর্ণ বিষয়। এই মার্কেটের মুভমেন্ট সম্পর্কে বুঝতে হলে প্রাইজ একশান সম্পর্কে ধারনা থাকতে হবে। অনেক ইন্ডিকেটর ভুল সিদ্ধান্ত দিলে প্রাইস একশন কিছুট সঠিক ধারনা নেওয়া যায়।

fxover
2015-09-13, 01:28 PM
প্রাইস একশন ব্যাপারটা আমি খুব ভালো ভাবে ধরতে পারি না । তবে যতদূর জানি এ সিস্টেম ফেল করে না । কারন এখানে সকল ট্রেডার দের ট্রেডিং টেন্ডেন্সি ফুটে উঠে । ফলে কেউ যদি প্রাইস একশন ভালো বুঝে তাহলে সে মার্কেট দেখা মাত্রই বলে দিতে পারবে মার্কেট এর মুভমেন্ট সম্পর্কে । তাই আমরা যদি প্রাইস একশন ভালো বুঝে তাহলে আমরা ফরেক্স মার্কেট থেকে অনেক ভাল আয় করতে পারব ইনশাআল্লাহ ।

basaki
2016-01-29, 09:34 AM
প্রাইস একশন মেনে যদি একজন ফরেক্স মার্কেটে ফরেক্স ব্যবসাহি ফরেক্স ট্রেড করতে পারে তবে আমি মনে করি সে ফরেক্স মার্কেটে লস করবে কম। তাই এখন ট্রেডার ট্রেড করার আগে মানি একশন করে ফরেক্স ট্রেড করা উচিত। এর কারনে অনেক ফরেক্স ট্রেডার অনেক লস করে থাকে।

real80
2016-02-07, 08:17 PM
ফরেক্স মার্কেটে সফল ট্রেডারদের ব্যবহার করা দুর্দান্ত একটি কৌশল হল প্রাইস একশন। অন্য সব সিস্টেম অথবা কৌশল ভুল ফলাফল প্রদান করলেও প্রাইস একশন কখন ভুল সিদ্ধান্ত দেয় না। প্রাইস একশন মেনে যদি কোন ট্রেডার মার্কেটে ট্রেডিং করে তবে তার লাভের পরিমান বারতেই থাকবে। প্রত্তেক ট্রেডারের উচিত প্রাইস একশন বোঝার জন্য সময় ব্যয় করা।কারন প্রাইস একশন একবার বুঝতে পারলে সে ট্রেডার অনেক দক্ষ হয়ে উঠবে।

Marufa
2016-02-12, 06:44 PM
প্রাইস একশন কোন একক বিষয় নয় । এটি আসলে বিভিন্ন বিষয়ে সমষ্টি । বিভিন্ন বিষয়ের পর্যালোচনা করে এবং মার্কেটকে পর্যবেক্ষন করে আপনাকে বের করতে হবে মার্কেট এর পরবর্তী মুভমেন্ট কি হতে পারে । এ ক্ষেত্রে আপনি অন্যান বিষয়ের সাহায্য নিতে পারেন । তবে অবশ্যই কোন ইন্ডিকেটর নয় । কারন ইন্ডিকেটর আপনাকে কনফিউজ করে দিবে ।

yasir arafat
2016-04-02, 04:19 PM
৩টি গুরুত্বপূর্ণ কারনে প্রাইস একশন ব্যবহার দরকার:
১।প্রাইস একশন দ্বারা সামস্টিকভাবে মানবিক আচড়নের প্রকাশ ঘটে । এ মানবিক আচড়ন মার্কেট এ বিভিন্ন প্যাটার্ণ গঠন করে।উক্ত প্যাটার্ণসমুহ পর্যালোচনা করে মার্কেটের গতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ কারনেই রেজিস্ট্যান্স লেভেল থেকে প্রাইস বাউন্স করে নীচে নামে এবং সাপোর্ট লেভেল থেকে বাউন্স করে উর্দ্ধমূখী হয়।
২। প্রাইস একশন ফরেক্স মার্কেটে বিভিন্ন কাঠামো তৈরী করে। এ কাঠামোগুলো পর্যালোচনা করে মার্কেটের গতি সম্পর্কে ধারনা পাওয়া যায়। এ ধারনা শতভাগ সত্য না হলেননও ৬০ ভাগ হতে ৮০ ভাগ ক্ষেত্রে সত্য হয়।
৩। প্রাইস একশন মিথ্যা সংকেত হৃাস করে। stochastic অথবা CCI indicator এর মত অনেক ইন্ডিকেটর মিথ্যা সংকেত প্রদান করে।সেক্ষেত্রে প্রাইস একশন চার্টের ব্যবহার অনেক বেশী নির্ভরযোগ্য।

ফরেক্স মার্কেটে প্রাইস অ্যাকশন খুবই গুরুত্বপূর্ণ ।যা ফরেক্স মার্কেটে প্রত্যেক ট্রেডারের জানা উচিত।সুতরাং আমরা যদি সঠিক প্রাইস অ্যাকশন জানি এবং তার সঠিক অ্যানালাইসিস করি তাহলে আমরা মার্কেট ধরতে পারব।আর ফরেক্স মার্কেটের বিভিন্ন অ্যানালাইসিস জানা ভাল।

zobairi007bd
2016-04-03, 03:35 PM
প্রাইস একশন কোন একক বিষয় নয় । এটি আসলে বিভিন্ন বিষয়ে সমষ্টি । প্রাইস একশন ফরেক্স মার্কেটে বিভিন্ন কাঠামো তৈরী করে।
এ কাঠামোগুলো পর্যালোচনা করে মার্কেটের গতি সম্পর্কে ধারনা পাওয়া যায়। এ ধারনা শতভাগ সত্য না হলেননও ৬০ ভাগ হতে ৮০ ভাগ ক্ষেত্রে সত্য হয়।

sharifulbaf
2016-05-20, 08:58 AM
ফরেক্স মার্কেটে আমরা কেন্ডেলস্টিক চার্ট ব্যাবহার করে যে ট্রেডিং করে থাকি তাকে আমরা প্রাইস একশন বলে থাকি,পুর্বে যা ঘটেছিল তা আবার ঘটতে পারে,সেই।ধারনা নিয়ে আমরা যে ট্রেডিং।করে থাকি,তাকে আমরা প্রাইস একশন ট্রেড বলে থাকি,এভাবে ট্রেডিং কৌশল অবলম্বন করে আমরা প্রফিট করতে পারি।

HKProduction
2016-06-22, 08:15 AM
প্রাইস একশন কি এবং কিভাবে নির্ণয় করা হয় এই বিষযে কেউ কিছু উল্লেখ করেন নি। আমি অনেক দিন থেকে এ বিষয়টি বোঝার চেষ্টা করে ও ব্যর্থ হয়েছি। যারা জানেন তারা যদি একটু ব্যাখ্যা করে লিখেন তাহলে হাজারো নতুন ট্রেডাররা উপকৃত হবে। সামাজিক দৃষ্টিকোন থেকে এটি সফল ট্রেডারদের একটি দায়িত্ব। আশা করি আপনারা এই বিষয়টি একটু বিবেচনা করে দেখবেন। এটি আমাদের জন্য খুবই সহায়ক হবে।

Md. Tariqul Islam
2016-06-22, 06:32 PM
কারন এখানে সকল ট্রেডার দের ট্রেডিং টেন্ডেন্সি ফুটে উঠে । ফলে কেউ যদি প্রাইস একশন ভালো বুঝে তাহলে সে মার্কেট দেখা মাত্রই বলে দিতে পারবে মার্কেট এর মুভমেন্ট সম্পর্কে । তাই আমরা যদি প্রাইস একশন ভালো বুঝে তাহলে আমরা ফরেক্স মার্কেট থেকে অনেক ভাল আয় করতে পারব ইনশাআল্লাহ । প্রাইস একশন মেনে যদি কোন ট্রেডার মার্কেটে ট্রেডিং করে তবে তার লাভের পরিমান বারতেই থাকবে। প্রত্তেক ট্রেডারের উচিত প্রাইস একশন বোঝার জন্য সময় ব্যয় করা।কারন প্রাইস একশন একবার বুঝতে পারলে সে ট্রেডার অনেক দক্ষ হয়ে উঠবে।

md mehedi hasan
2016-12-02, 05:17 PM
ফরেক্স মার্কেটে প্রাইস একশন কি এ বিষয়ে আমার তেমন স্পষ্ট ধারনা ছিলনা।তারপর আপনাদের সবার থ্রেড পরে প্রাইস একশন সমন্ধে সঠিক ধারনা পেলাম না।কেউ যদি প্রাইস একশন সমন্ধে সঠিক ধারণা দিতো তাহলো ভালো হত।

Mamun13
2017-11-15, 08:17 PM
ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিটেবল ট্রেডের জন্য সঠিক,বাস্তব সম্মত ও কার্যকরী ট্রেডিং স্ট্র্যাটেজী ব্যাবহার করা অপরিহার্য৷বিশ্বের সকল পেশাদার ট্রেডারগণ প্রাইস একশান ট্রেডিং স্ট্রাটেজী ব্যাবহার করে থাকেন৷ট্রেডিং চার্টের কেন্ডেলস্টীক এনালাইসিস করে মার্কেট সেন্টিমেন্ট বুঝা এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো চিহ্নিত করে সঠিক ভাবে ট্রেডে এন্ট্রী করার জন্যই এই প্রাইস একশান স্ট্র্যাটেজী ব্যাবহার জরুরী৷