PDA

View Full Version : কখন ট্রেড অপেন করবেন?



anwarForex
2015-08-21, 03:03 PM
যখন সার্বিক অবস্থা আপনার অনুকুলে থাকবে যেমন-
• ট্রেন্ডের সময়
• চার্ট প্যটার্ন, এবং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন গঠিত হলে।
• সাপোর্ট এবং রেজিস্ট্যান্স্ লেভেলে প্রাইস অবস্থান করলে।
• বৃহত্তর টাইম ফ্রেম এ সংকেত গঠিত হলে।
• সঠিক ট্রেড সেটআপ এ মার্কেট অবস্থান করলে।

maziz6989
2015-08-22, 01:12 PM
ট্রেড তখনই ওপেন করা উচিত যখনই আপনার কোন সিস্টেম এর সব গুলো শর্ত পুরন হয়। যদি কোন একটা না হয় তবে সেই ট্রেডে এন্ট্রি না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাই আপনি ট্রেড করার সময় অতিরিক্ত এগ্রেসিভ না হওয়ার কিছু নেই। আপনাকে মার্কেট হাজারটা সুযোগ দিবে।

Ekram
2015-08-23, 12:43 PM
ট্রেড তখনই ওপেন করা উচিত যখনই আপনার কোন সিস্টেম এর সব গুলো শর্ত পুরন হয়। যদি কোন একটা না হয় তবে সেই ট্রেডে এন্ট্রি না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাই আপনি ট্রেড করার সময় অতিরিক্ত এগ্রেসিভ না হওয়ার কিছু নেই। আপনাকে মার্কেট হাজারটা সুযোগ দিবে।
যারা কেনডাল সটীক এ ট্রেড করে তাদের কে অবশ্যই কেনডাল সটীক এর অবস্থান কিবা মুভমেন্ট বিস্লেশন করে তারপর ট্রেড ওপেন করলে ভাল হবে। মুদ্দা কথা পুরো পরিবেশ টাকে বিস্লেশন করতে হবে। নচেৎ অনাকাঙ্খিত ক্ষতির সম্ভবনা আছে ।

md mehedi hasan
2015-08-23, 02:34 PM
ফরেক্স মার্কেটে যখন নির্দিষ্ট সময় পর কেন্ডেলস্টিক পরিবর্তন হয়ে নতুন কেন্ডেলস্টিক গঠিত হবে ঠিক সেই সময় আপনার ট্রেডিং কৌশল বিচার বিশ্লেষন করে যদি আপনি মনে করেন বাই অর্ডার করতে হবে তাহলে বাই অর্ডার করতে হবে আবার আপনি যদি মনেকরেন সেল অর্ডার করতে হবে তাহলে সেল করে ট্রেড ওপেন করবেন।এমনিতেও ফরেক্স মার্কেটে আপনি চাইলে যেকোন সময় ট্রেড ওপেন করতে পারবেন।তবে পরিকল্পনার মাধ্যমে ট্রেড ওপেন করাই বুদ্ধি মানের কাজ।

MotinFX
2015-08-24, 11:11 PM
আমি ডেমোতে প্রেকটিস করতেছি। আপনাদের পরামর্শ মতে কাজ করার চেস্টা করব। আবেগে ট্রেড না নিয়ে বুঝে ট্রেড করব। ইনশা আল্লাহ।

muhim123
2015-08-25, 02:03 AM
ফরেক্স মার্কেটে যখন নির্দিষ্ট সময় পর কেন্ডেলস্টিক পরিবর্তন হয়ে নতুন কেন্ডেলস্টিক গঠিত হবে ঠিক সেই সময় আপনার ট্রেডিং কৌশল বিচার বিশ্লেষন করে যদি আপনি মনে করেন বাই অর্ডার করতে হবে তাহলে বাই অর্ডার করতে হবে আবার আপনি যদি মনেকরেন সেল অর্ডার করতে হবে........আপনাদের পরামর্শ মতে কাজ করার চেস্টা করব। আবেগে ট্রেড না নিয়ে বুঝে ট্রেড করব। ইনশা আল্লাহ।

maziz6989
2015-08-27, 10:24 AM
আসলে আমরা যারা নতুন ট্রেড করি তারা বাই সেল নেওয়ার কোন কারণ থাকে না। ইচ্ছা হল একটা বাই নেওয়ার তখনই একটা বাই নেই। অনেক সময় কাজে লাগে আবার কখনও লস হয়। কিন্তু আমাদের ম্যক্সিমাম প্রেডিকশান ভূল হয়। তাই আমার মতে তখনই ট্রেড করবেন যখন আপনার কাছে নির্দিষ্ট করে উত্তর থাকবে কেন মার্কেট এখান থেকে উঠবে বা নামবে। তাই আগে মার্কেট সেন্টিমেন্ট বুঝার চেষ্টা করুন।

amdad123
2015-08-29, 01:07 AM
একটি ট্রেড করতে হলে আগে নিজকে বুজে শুনে সিদ্দান্ত নিতে হবে যে এখন ট্রেড দেওয়ার সময়। আর এই সিদ্দান্ত তখনি হবে যখন দেখবে নিজের জ্ঞান অনুযায়ী ফান্ডামেন্তাল ও টেকনিক্যাল এনালাইসিস করে বুজতে পারব যে মার্কেট এখন কোন দিকে যাবে।

Momen
2015-08-30, 08:35 AM
আসলে এটা নির্ভর করে আপনার ট্রেডিং স্ট্রেটেজির উপর। আপনি কোন স্ট্রেটেজিতে ট্রেড করে চান তার উপর ভিত্তি করে ট্রেড ওপেন করা উচিৎ।

Marufa
2015-08-31, 06:17 AM
প্রতিটি ট্রেডে এন্ট্রি নেয়ার জন্য দীর্ঘ সময় ব্যাপি এনালাইজ করে সুযোগের অপেক্ষায় থাকতে হয় । অনেক সময় কয়েক ঘন্টায় পরিকল্পনামত সুযোগ আসতে পারে আবার কয়েক দিন পরেও আসতে পারে । তাই ধৈর্য ধরে মার্কেট মুভমেন্ট ভালভাবে লক্ষ্য রাখতে হবে । সপ্তাহে একটা ভুল সিন্ধান্তও অনেক বড় ক্ষতির কারন হতে পারে ।

FxAhsan
2015-09-01, 11:52 PM
কারেন্সির মুভমেন্ট যখন বেশি থাকবে তখন ট্রেড ওপেন করাই বুদ্ধিমান এর কাজ,এসময় আপনি ট্রেন্ড লাইন সম্পর্ক এও শিউর হতে পারবেন,আমাদের দেশে ৩ টা থেকে ৯ টা পর্যন্ত সাধারণগত কারেন্সির মুভমেন্ট ভাল থাকে।

FxAhsan
2015-09-06, 06:57 PM
আপনি যখন কারেন্সির মুভমেন্ট সম্পর্ক এ নিশ্চিত হয়ে যান যে মুভমেন্ট এখন আপ এ বা ডাউনে যাবে তখনই কেবলমাত্র এন্ট্রি নেয়া উচিত।এই রুলস সবারই মেনে চলা উচিত।

swadip chakma
2015-09-08, 08:20 PM
ফরেক্স এ ট্রেড করার অনেক সিস্টেম আছে তা বুজে শুনে করতে হয় না হলে অসুবিধা হওয়ার সম্বাভনা থাকে।তবে ট্রেদ করার আগে দেখে নিতে হয় মার্কেট সাপোর্ট এরিয়া আছে নাকি রেগিস্তেচ এরিয়াতে আছে বা কেন্ডেল স্টিক গুলো কি রুপ ধারন করতেছে তা যদি এনালাইসিস করা যাই ,ট্রেড করার ক্ষেত্রে ভাল ফল পাওয়া যাই।

fxover
2015-09-13, 02:46 PM
যখন সার্বিক অবস্থা আপনার অনুকুলে থাকবে যেমন-
ট্রেন্ডের সময়
চার্ট প্যটার্ন, এবং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন গঠিত হলে।
সাপোর্ট এবং রেজিস্ট্যান্স্ লেভেলে প্রাইস অবস্থান করলে।
বৃহত্তর টাইম ফ্রেম এ সংকেত গঠিত হলে।
সঠিক ট্রেড সেটআপ এ মার্কেট অবস্থান করলে।

হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত । এই সব বিষয় গুল বিবেচনা করেই আমাদের ট্রেড ওপেন করা উচিত । আর প্রতিটা ট্রেড ওপেন করার সময় অবষ্যই আমাদের মানি ম্যানেজমেন্ট মেনেই ট্রেড করা উচিত যাতে অনাকাংখিত কোন ভুল এর কারনে আমাদের খুব বড় ধরনের কোন ক্ষতি না হয় । আর আমাদের কে দক্ষতার সাথে মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করতে হবে । সাপোর্ট ও রেজিস্ট্যান্স বের করা শিখতে হবে।

swadip chakma
2015-09-25, 12:41 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড ওপেন করা একটা নিদিস্ট সময় প্রয়োজন কেন না ফরেক্স মার্কেট যে কোন সময় যে কোন ধরনের মুভমেন্ট করতে পারে তাই রিয়াল একাউন্টতে ট্রেড করার আগে অবসস্যাই সাপোট এবং রেসিস্টেন্স এরিয়া দেখে ট্রেড করা একান্ত প্রয়োজন না হলে লস করার চান্স থাকে।

swadip chakma
2015-09-25, 12:45 AM
ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যেখানে বুজে শুনে কাজ করলে ভাল কিছু করার সম্ভাবনা থাকে,যেমন ট্রেড ওপেন করতে হলে অবসস্যাই মার্কেট গতিবিধি বুজতে হবে,চাট পেটান গুলো জানতে হবে,ইন্ডিকেটর বুজতে হবে এবং মার্কেট এনালাইসিস করার দক্ষতা থাকতে হবে সেগুলো বুজে ট্রেড করতে পারলে বলা যাবে দক্ষ ট্রেডার আর ট্রেড করার উপযুক্ত সময়।

pips
2015-09-27, 01:28 PM
ট্রেড অপেন করার জন্য ও আপনাকে এনালাইসিস করে ট্রেড এর এন্ট্রি নিতে হয়। তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ট্রেড তখনি অপেন করা উচিত যখন আপনার সিস্টেমের সব শত গুলো পূরন হয়। ট্রেড অপেন করার পর আপনাকে দেখেশুনে ট্রেড করতে হবে যাতে করে আপনার ট্রেড এ লস এর সম্ভাবনা কম থাকে। ট্রেড করার সময় অবশ্যই এনালাইসিস করে ট্রেড করতে হবে।

AbuRaihan
2015-10-11, 03:24 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার সময়ে সবচেয়ে বেশি কাঠিন সিদ্ধান্ত নিতে হয় কখন ট্রেড ওপেন করব এই বিষয়টা । একটা ট্রেড ওপেন করার সময় অবশ্যই আপনার দেয়া পরামর্শগুলো বিচার করে দেখতে হবে । এছাড়া আবেগের বশে কিংবা অনুমানের উপর ট্রেড দেওয়া উচিত নয় । সঠিক এবং যথার্থ বিচার বিশ্লেষণের মাধ্যমে আমরা ট্র্রেড ওপেন করতে পারি । মনে রাখবেন আাপনাকে একজন দক্ষ ট্রেডার হওয়ার পূর্বে একজন ভালো মার্কেট বিশ্লেষক হতে হবে ।

RUBEL MIAH
2016-05-26, 11:52 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করাটাই খুবই একটা রিক্সের ব্যাপার । এই জন্য প্রয়োজন আগে ভালোভাবে দক্ষতা অর্জন করা ততারপর এই ব্যবসা করা । এ্যানালাইসিস না করলে সে জীবনে সফলকাম হতে পারবে না । সুতরাং আগে দক্ষতা তারপ ট্রেড করলেই সফলতা আসবে ।

maziz6989
2016-05-30, 10:56 AM
আসলে কে কখন ট্রেড করবে তা তার স্ট্রাটেজিই বলে দিবে। এখানে আপনার আমার বলার কিছু আছে বলে আমি মনে করি না। কেননা একজন ট্রেডারই জানে কখন তাকে মার্কেট এ ঢুকতে হবে আবার কখন বের হয়ে যেতে হবে। তাই আমি মনে করি সবাইকে তার নিজের স্ট্রাটেজি অনুযাযী ট্রেড করতে দেওয়াই উত্তম। কেননা এতে লস হলে অন্তত কাউকে গালি দেবার সম্ভাবনা নেই বললেই চলে।

abdulguffer
2016-08-18, 01:38 PM
কথা আছে ট্রেন্ড আপনার বন্ধু , তাই আগে সঠিক ট্রেন্ড নির্নয় করতে হবে এবং সাপোর্ট লেভেল এ বাই ট্রেড ও রেজিস্টানস লেভেল এ সেল ট্রেড ওপেন করতে হবে । আর নিউজ এর সময় যদি নিউজ এনালাইসিস করতে পারেন তবেই ট্রেড করবেন অন্যথায় ট্রেড না করাই ভালো।

milonkhanfx1993
2016-09-25, 10:40 PM
যখন সার্বিক অবস্থা আপনার অনুকুলে থাকবে যেমন-
ট্রেন্ডের সময়
চার্ট প্যটার্ন, এবং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন গঠিত হলে।
সাপোর্ট এবং রেজিস্ট্যান্স্ লেভেলে প্রাইস অবস্থান করলে।
বৃহত্তর টাইম ফ্রেম এ সংকেত গঠিত হলে।
সঠিক ট্রেড সেটআপ এ মার্কেট অবস্থান করলে।

এগুলো সব কিছু ঠিক থাকার পরেউ তিন দিন প্রফিট করার পরে চতুরথ দিন অনেক লস করে থাকি তাহলে সেক্ষেত্রে আমার কি করা উচিত? আর বড় টাইম্ফ্রেম দেখলে,স্টপ লস ও বড় রাখতে হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি?

Forex Boy
2016-09-26, 12:48 PM
আন্দাযে কোন ট্রেড অপেন করাা ঠিক নয়। ট্রেড ওপেন করার পূর্বে অবশ্যই মার্কেটকে বিভিন্নভাবে এনালাইসিস করতে হবে। যে যত ভাল এনালাইসিস করতে পারে তার জন্য তত ভাল হয় মার্কেট থেকে প্রফিট বের করার জন্য। মার্কেট থেকে পফিট নেয়া কিন্তু খুব সোজা না এর জন্য অনেক কষ্ট করতে হবে। পরিশ্রম না করলে আপনি ফরেক্স থেকে পান আর না পান ব্রকার কিন্তু আপনার কাছ থেকে লাভ পাবেই।

milonkhanfx1993
2016-09-28, 12:22 AM
একটু ভুল ট্রেডিং জিবনের কান্না হতে পারে যদি আপনি মানি ম্যনেজমেন্ট মেনে ট্রেড না করেন এবং সেভাবে কয়েকটা এস এল হিট করান। আর তাই ট্রেড দেখে আর ক্যন্ডেল এর মুভমেন্ট ফলো করে দেখা উচিত।

Mamun13
2017-09-17, 12:03 AM
আপনি যেই পেয়ারে ট্রেড বা ক্রয়/বিক্রয় করতে চান সেই পেয়ারের নির্দিষ্টে সেশন অনুযায়ী পিসিতে বসতে হবে৷প্রথমেই দেখবেন ঐ সেশনে ঐ পেয়ারের কী ধরনের সম্ভাব্য নিউজ প্রকাশিত হবে৷তারপর দেখবেন আপনার ট্রেডিং চার্টে প্রাইস কোথায় ও কী ধরনের ক্যান্ডেল ফর্মেশন তৈরি করছে৷মার্কেট সেন্টিমেন্ট পরিষ্কারভাবে বুঝতে হবে৷ঐ মূহূর্তে মার্কেটে ঐ নির্দিষ্ট পেয়ারের বুলিশ ট্রেন্ড না বিয়ারিশ ট্রেন্ড চলছে ? রিট্রেসমেন্ট চলছৈ না কী রিভার্সাল ট্রেন্ড শুরু হচ্ছে ? না কী মার্কেটে রেন্জিং ট্রেন্ড চলছে ? সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো পরিষ্কার দেখতে হবে...

Parvejdu
2017-09-20, 11:05 PM
অনেক ফরেক্স ট্রেডাররা জানে না তারা ট্রেড কখন ওপেন করবেন এবং কখন ক্লোজ করবেন। এজন্য ইন্ডিকেটরের সাহায্য নিতে হবে। ইন্ডিকেটর নির্দেশ দিবে আমরা বাই বসাব না কি সেল বাসাব। কন্তু অনেকেই জানে না মার্কেট থেকে খুব সহসে অল্প সময়ের মাধ্যমে করা যায়।

Nishpap Papi
2017-09-21, 10:58 PM
যখন আমার প্রিয় ক্যাডল গুলো সাপোর্ট রেসিস্টেন্স এরিয়াতে প্রিন্ট হতে দেখবো তখন

Nishpap Papi
2017-09-25, 06:50 PM
আমি ক্যাডেলস্টিক দেখে মার্কেটে যখন স্ট্রং রিভার্সাল সিগন্যাল পেয়ে থাকি তখন ই আমি ট্রেড নেয়ার কথা চিন্তা করি

Parvejdu
2017-09-30, 11:11 AM
ফরেক্স ট্রেড করতে হলে অবশ্যই ফরেক্স সর্ম্পকে গভীর জ্ঞান থাকতে হবে। ফরেক্স-এর প্রতিটি বিষয় সর্ম্পকে জ্ঞান রাখা জরুরি। এখন ট্রেড কথন বসাবেন, যখন মনে হবে যে আপনার অ্যানালাইসিস সবগুলো এন্ট্রি বসানোর জন্য নির্দেশ দিচ্ছে তখন অাপনি ট্রেড বসাতে পারেন। কিন্তু মনে রাখতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস গুলো এবং সার্পোট ও রেসিসটেন্ট *-এর উপর ভিত্তি করে ট্রেড ওপেন করতে হবে।