PDA

View Full Version : ইন্টারেস্ট রেট এর ডবিশ/হউকিশ কি?



DhakaFX
2022-01-20, 12:20 PM
ডবিশ/হউকিশ শব্দটি শুধু ইন্টারেস্ট রেট এর বেলায় এ শব্দটি ব্যবহার হয়ে থাকে। প্রচিন যুগে বা আগেকার দিনে যখন কম্পিউটার ও ইন্টারনেটের যুগ ছিলো না, কাগজে পত্রে হাতে কলমে যখন ফরেক্স ব্যবসা হতো তখন থেকে এই ডবিশ/হউকিশ শব্দ ব্যবহার হয়ে আসছে। ব্যবসায়ীরা বা বিনিয়োগকারীরা এ শব্দটি ব্যবহার করতেন। ডব এর অর্থ হলো কবুতর বা পায়রা, আর এই ডব শব্দ থেকে হয়েছে ডবিশ। আর হউক এর অর্থ হলো বাজপাখি, যে পাখি সাপ শিকার করে, এই হউক শব্দ থেকে হয়েছে হউকিশ। মার্কিন মুদ্রার মান নির্নয় করা হয় গোল্ড দিয়ে। আর দুনিয়ায় সবগুলো মুদ্রার মান নির্নয় করা হয় মার্কিন মুদ্রা দিয়ে। তাই যতগুলো মেজর কারেন্সি আছে সবগুলো যদি দুনিয়ার সব কারেন্সির রাজা হয়। তাহলে মার্কিন ডলার হবে দুনিয়ার সব কারেন্সির রাজার রাজা অর্থাৎ মহারাজা। সেই ক্ষত্রে মার্কিন মুদ্রা ফরেক্স ও স্টক মার্কেটে অন্যতম বিশেষ একটা ভুমিকা রাখে। বর্তমান আন্তর্জাতিক মুদ্রা বাজারে বিনিয়োগকারীরা দুই ভাগে বিভক্ত হওয়ার কারনে পুরো আন্তর্জাতিক মুদ্রা বাজারে এই অবস্থা বিরাজমান যে একভাগ ব্যবসায়ীরা মুদ্রার অন্যন্য মাইক্রো ইভেন্টের গুরুত্বপূর্ণ নিউজ গুলো ভালো আসলে, এনালাইসিসের মাধ্যমে মুদ্রাকে শক্তিশালী হিসেবে চিহ্নত করে ট্রেড নেয়। আর অন্য ভাগ ব্যবসায়ীরা ইনফ্লাশনের বিষয়ের উপর, এনালাইসিস করে মুদ্রাকে দুর্বল হিসেবে চিহ্নত করে ট্রেড নেয়। এই হলো বর্তমান আন্তর্জাতিক মুদ্রা বাজারের পরিবেশ পরিস্থিতি।
16552