PDA

View Full Version : জীবাশ্ম জ্বালানিচালিত গাড়িকে বিদায় জানাচ্ছে ল্যাম্বরগিনি



kohit
2022-01-24, 02:45 PM
বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাণের দিকে ঝুঁকছে সারা বিশ্বের গাড়ি নির্মাতা কোম্পানিগুলো। পিছিয়ে নেই স্পোর্টসকার নির্মাতা প্রতিষ্ঠান ল্যাম্বরগিনিও। এ বছরের মধ্যেই জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ির উৎপাদন বন্ধ করে ধাপে ধাপে সম্পূর্ণ ব্যাটারিচালিত গাড়ি নির্মাণের দিকে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে অ্যাভেনটাডরের মতো জীবাশ্ম জ্বালানিচালিত বিলাসবহুল গাড়ির সর্বশেষ পর্যায়ের কাজ করছে ল্যাম্বরগিনি। পরবর্তী ধাপে প্লাগ-ইন হাইব্রিড ধরনের গাড়ি উৎপাদন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ব্লুমবার্গের বরাতে জানা গেছে, আগামী বছর অ্যাভেনটাডর, হারকান, ইউরাস এসইউভির মতো ট্রাকজাতীয় গাড়িগুলোর প্লাগ-ইন হাইব্রিড ভার্সন বাজারে আনবে ফক্সওয়াগন গ্রুপের মালিকানাধীন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এর পরের বছর অর্থাৎ ২০২৩ সালে মডেলগুলোকে সম্পূর্ণ বিদ্যুচ্চালিত করা হবে।

গত বছর রেকর্ডসংখ্যক ল্যাম্বরগিনির গাড়ি বিক্রি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির সিইও স্টিফেন উইঙ্কেলম্যান। চলতি বছরও উৎপাদনের প্রায় সম্পূর্ণটাই বিক্রি হয়ে গেছে বলে জানান তিনি।

এক সাক্ষাত্কারে ল্যাম্বরগিনির সিইও বলেন, এবারই শেষবারের মতো আমরা জীবাশ্ম জ্বালানিচালিত ইঞ্জিনের গাড়ি বিক্রি করব। ২০২২ সাল ভালোভাবে শুরু করে আমাদের প্রতিষ্ঠান।

বণিক বার্তা