PDA

View Full Version : টয়োটা প্রিমিও-এলিয়ন সম্পর্কে কিছু কথা



Rassel Vuiya
2022-01-30, 04:34 PM
16603
গত পরশু জাপানের (২৭ জানুয়ারি ২০২২) TAA গ্রুপ এর অকশন হাউজ এ একটা প্রিমিও উঠে, গাড়িটির স্পেসিফিকেশন ছিলো ২০১৭ মডেল পার্ল কালার, গ্রেডঃ এফ (key স্টার্ট) অকশন পয়েন্ট ছিলো ৫, মাইলেজ ১৯০০০ এর মত। গাড়ি টি ১৯ লাখ ১০,০০০ ইয়েন দিয়ে কিনতে ট্রাই করার পর ও গাড়ি বিক্রেতা সে মুহুর্তে বিক্রি করে নাই।
এই যদি হয় অবস্থা তাহলে মজার ব্যাপার হলো বাংলাদেশের এই জাতীয় গাড়ির কি হবে আগামী দিনে?
উল্লেখ্য যে ২০২১ এর মার্চ মাসে এলিয়ন/ প্রিমিও এর প্রোডাকশন শেষ হয়ে যায়। জাপানের মার্কেটে বেশি হলে আর মাত্র ১০,০০০ ইউনিট এর মত এলিয়ন প্রিমিও আছে। আছে মানে এই না যে এই ১০,০০০ ইউনিট এর সব গুলো অকশন মার্কেটে আসবে।
এই ১০,০০০ ইউনিট এর মধ্যে বেশি হলে ৫০% অকশনে আসবে তার মানে ৫০০০ ইউনিট এর মত৷
অন্য দিকে ২০২১ সালে বাংলাদেশে এক্সপোর্ট করার জন্য জাপান থেকে গাড়ি বের হয়েছে ২৭,০৯৪ ইউনিট৷
এর অর্থ হলো এলিয়ন বা প্রিমিও যদি আর ও ৫০০০ ইউনিট অকশনে উঠে ১ বছরের মধ্যে গাড়ি শেষ হয়ে যাবে।
বাকী টুকু কি হবে বুঝতেই তো পারছেন?
আপনারা যারা এলিয়ন/ প্রিমিও এর ওনার তারা আজকে থেকে আপনার গাড়ি কে একটু বেশি ভালোবাসুন। 🙂
এই মুহুর্তে জাপানে.....
২০২১, ২০২০, ২০১৯, ২০১৮, ২০১৭ এর প্রিমিও এফ ই এক্স টয়োটা এর নির্ধারিত ব্র*্যান্ড নিউ প্রাইস থেকে ২ থেকে ৩ লাখ ইয়েন এর মত বেশি দামে লেনদেন হচ্ছে সামনে আরো বাড়বে। বিশেষ করে রেড ওয়াইন(3T0), মাইকা ব্লু(221), ব্ল্যাক(218), পার্ল কালারের(070)...গাড়ি গুলো যাদের auction পয়েন্ট 4 এর উপরে।
সুতরাং যারা এলিয়ন প্রিমিও কেনার চিন্তা ভাবনা করছেন খুব শীঘ্রই হয়তো নিসান এক্স ট্রেইল কে ছাড়িয়ে যেতে পারে এমন বাজেট করুন।