PDA

View Full Version : চলতি বছরে ৫২টি মহাকাশ মিশনের পরিকল্পনা স্পেসএক্সের



Montu Zaman
2022-01-30, 04:58 PM
২০২২ সালে ৫২টি মহাকাশ মিশন পরিচালনা করতে চায় স্পেসএক্স। সম্প্রতি এক বৈঠকে এ তথ্য নিশ্চিত করেছে নাসার নিরাপত্তা প্যানেল। খবর দ্য ভার্জ। স্পেসএক্স যদি এ লক্ষ্যমাত্রা পূরণে সফল হয় তাহলে এটা হবে তাদের এক বছরে সর্বোচ্চ মহাকাশ অভিযান। ২০২১ সালে বাণিজ্যিক স্পেস কোম্পানিটি রেকর্ড সর্বোচ্চ ৩১টি মিশন পরিচালনা করেছে। নাসার অ্যারোস্পেস সেফটি অ্যাডভাইজরি প্যানেল বা এএসএপি সর্বশেষ ভার্চুয়াল মিটিংয়ে এ তথ্য নিশ্চিত করেছে। স্যান্ডি ম্যাগনাস নামে নাসার সাবেক এক মহাকাশচারী ও এসএপির সদস্য বলেন, ২০২২ নিয়ে নাসা ও স্পেসএক্সকে সতর্ক থাকতে হবে। নিজেদের সাফল্যের নেতিবাচক পরিণতি আনা যাবে না। এক বছরে ৫২টি মিশন পরিচালনা বেশ উচ্চাবিলাসী পরিকল্পনা। মহাকাশে মনুষ্যবাহী মিশন পরিচালনায় নাসার গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে দাঁড়িয়েছে ইলোন মাস্ক প্রতিষ্ঠিত স্পেসএক্স। স্টারশিপ নামে পরবর্তী প্রজন্মের রকেট নিয়ে কাজ করছে স্পেসএক্স। নাসার আর্টেমিস কর্মসূচির আওতায় চন্দ্রপৃষ্ঠে মানুষ পাঠাতে স্টারশিপ ব্যবহার হবে বলে জানা গেছে। নাসার বাইরেও স্পেসএক্সের অনেক গ্রাহক রয়েছেন। অন্যান্য কোম্পানি, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আন্তর্জাতিক গ্রাহকদের জন্য মাঝেমধ্যে কৃত্রিম উপগ্রহ উেক্ষপণ করছে তারা। পুরো বিশ্বে সহজে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা দিতে বর্তমানে স্টারলিংক নিয়ে কাজ করছে স্পেসএক্স। এর মাধ্যমে পৃথিবীর কক্ষপথের বিভিন্ন স্তরে অসংখ্য কৃত্রিম উপগ্রহ পাঠাবে তারা।
16606