PDA

View Full Version : ইভিতে আড়াই হাজার কোটি ডলার বিনিয়োগ রেনোঁ-নিশান জোটের



BDFOREX TRADER
2022-01-31, 04:09 PM
আগামী পাঁচ বছরে বৈদ্যুতিক গাড়ি (ইভি) প্রযুক্তিতে ২ হাজার ৬০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে রেনোঁ-নিশান জোট। ইভি জোটে আরো যুক্ত হওয়ার কথা রয়েছে জাপানি গাড়ি নির্মাতা জায়ান্ট মিত্সুবিশি মোটরসের। ২০৩০ সালের মধ্যে ৩৫টি নতুন মডেলের ইভি তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া গবেষণা, যন্ত্রাংশ ও প্রযুক্তির মাধ্যমে ব্যয় কমানোর পরিকল্পনা রয়েছে জাপানের গাড়ি নির্মাতার। ইভির জন্য পরবর্তী প্রজন্মের ব্যাটারি তৈরিতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করবে নিশান মোটরস। এদিকে ফরাসি গাড়ি নির্মাতা রেনোঁ লাখ লাখ গাড়ির মধ্যে সংযোগ স্থাপনে ইলেকট্রনিকস ও সফটওয়্যার তৈরি করবে। এছাড়া ডিজিটাল পরিষেবাসহ অন্যান্য ফিচারও যোগ করবে রেনোঁ। বিশ্বের সব অটোমোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান একত্র হয়ে ইভি তৈরির ব্যয় বাঁচানোর চেষ্টা করছে ও জোটবদ্ধ হচ্ছে। সম্প্রতি কভিড-১৯ মহামারীর ফলে উৎপাদনে প্রতিবন্ধকতা দেখা দেয়।
16614