PDA

View Full Version : যুক্তরাষ্ট্রে চার লাখ গাড়ি তুলে নেবে কিয়া



kohit
2022-02-01, 01:04 PM
যুক্তরাষ্ট্রের বাজার থেকে ৪ লাখ ১০ হাজার গাড়ি তুলে নেয়ার ঘোষণা দিয়েছে কিয়া করপোরেশন। মূলত এসব গাড়িতে কিছু ত্রুটি থাকার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর এপি।

বাজার থেকে তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়া মডেলগুলো হলো, কিয়ার ফোর্ট গাড়ির ২০১৭ ও ২০১৮ সালের মডেল, সেডোনা মিনিভ্যান ও ২০১৭ থেকে ২০১৯ সালে উত্পাদিত ছোট সোল এসইউভি ও বৈদ্যুতিক সোল। দেখা গেছে, দুর্ঘটনার সময় এসব গাড়ির এয়ার ব্যাগ সময়মতো খোলে না। ফলে তা মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে।

কোরিয়ার এ গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, এয়ার ব্যাগ নিয়ন্ত্রণের কম্পিউটার কভার একটি মেমোরি চিপের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বৈদ্যুতিক সার্কিটকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এমনটা ঘটলে সময়মতো এয়ার ব্যাগগুলো খুলতে বা প্রসারিত হতে পারে না।

কিয়ার ডিলাররা এসব গাড়ির সংযোগ পরীক্ষা করে দেখবেন। সফটওয়্যারগুলো আপডেট করা হবে বা প্রয়োজনে সেগুলো প্রতিস্থাপন করা হবে। এসব বিষয়ে গাড়ির মালিকদের ২১ মার্চ থেকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

বণিক বার্তা