PDA

View Full Version : আপনার ট্রেডিং স্ট্র্যাটেজির উপর আস্থা রাখুন।



md mehedi hasan
2022-02-01, 06:20 PM
আমরা ফরেক্স ট্রেডাররা ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করে ট্রেড করছি।কেউ টেকনিক্যাল এনালাইসিস করছে।আবার কেউবা নিউজ ট্রেড করছে।আবার কেউ শুধু ইন্ডিকেটর এর সাহায্য ট্রেড করছে।ফরেক্স মার্কেটে আমাদের ট্রেড করার জন্য নিজেস্ব একটা স্ট্র্যাটেজি আছে।এরপরও আমরা লস করছি।আসলে আমাদের লসের কারন হল আমাদের স্ট্র্যাটেজি উপর বিশ্বাস কম।একটা বা দুটো ট্রেড লস করলে স্ট্র্যাটেজি দোষ দেই।যে এই স্ট্র্যাটেজি কাজ করছেনা।এখন ইন্ডিকেটর দিয়ে ট্রেব করবো।দেখবেন কিছুদিন পর লস করে আবার আলাদিনের জাদুর চেরাগ এর মত স্ট্র্যাটেজি খুজবে।আর এভাবেই একদিন ঘুরতে ঘুরতে ফরেক্স মার্কেটে থেকে বিদায় নিবে।আসলে আপনি হয়তো বিশ্বাস করবেনা যে সামান্য একটি মুভিং এভারেজ দিয়ে ট্রেড করে হাজার হাজার ডলার ইনকাম করছে।আর অথচ আপনি পারছেন না।আপনি নিজের উপর বিশ্বাস রাখতে হবে।নিজের স্ট্র্যাটেজি এর উপর বিশ্বাস রাখতে হবে ।

samun
2022-04-27, 10:49 AM
ভাই সত্যি নিজের উপর যদি নিজের আস্থা না থাকে তাহলে সে কাজে সফলতা অর্জন করা সম্ভব নয় বরাবরই ফরেক্স মার্কেটে আমি খুবই দুর্বল একজন ট্রেডার তারপরও ফরেক্স মার্কেট থেকে আমি মোটামুটি প্রতি মাসে 10000 থেকে 15000 টাকা আয় করতে সক্ষম হন আমি সাধারণত আমারে স্ট্রাটেজি ঠিকভাবে পরিচালনার জন্য যথেষ্ট সচেতন থাকে ফরেক্স মার্কেটে আমি সাধারণত নির্দিষ্ট কারেন্ট নিউজ এর পরবর্তী সময়ে ট্রেড করে থাকে যা আমাকে অল্পসময়ের মধ্যে একটি ছোট প্রফিটের সম্ভাবনা দেখায় এভাবেই আমি ফরেক্স মার্কেটে ছোট ছোট ট্রেড করে প্রফিট অর্জন করতে সক্ষম হই

jasminbd
2022-04-28, 09:55 AM
একটি ভাল স্ট্রেটেজি এর লক্ষ বা উদ্দেশ্য
১। ট্রেন্ড কতটা শক্তিশালি তা চিনতে পারা
২। ট্রেন্ডের সাধারণ পথ সনাক্ত করা
৩। sl জন্য ভাল অবস্থান করা
৪। একটি ভাল টার্গেট নির্ধারণ করা
৫। যে কোন টাইমফ্রেম এবং যেকোনো পেয়ারের জন্য উপযোগী হওয়া।
৬। সময় এবং প্রাইসের সাথে সম্পর্ক নির্দেশ করা
৭। এটার উপর যদি আপনার বিশ্বাস রাখা।
আপনার স্ট্রাটেজিতে সকল বিষয় সুস্পষ্টভাবে নির্দেশ করে তাহলে আপনার স্ট্রাটেজি প্রফিটেবল হবে।