View Full Version : ট্রেড করার আগে রিক্স ও রিওয়ার্ড ঠিক রাখা
BluebookFX
2022-02-06, 02:30 PM
যখন একটি ট্রেডে লস করার সম্ভবনা প্রফিট করার থেকে বেশি তখন ট্রেড করা থেকে বিরত থাকুন, সব সময় ট্রেড করতে হবে এমন কোন কথা নেই। একটি ট্রেড ওপেন করার আগে এটা নিশ্চিত করুন যে, রিস্ক: রিওয়ার্ড রেশিও অনন্ত ১:২ অথবা ১:৩ রেশিও বা এর বেশি থাকা ভাল। এর মানে হচ্ছে আপনার এমন একটি ট্রেড ওপেন করা উচিৎ যেটাতে আপনার লস করার সম্ভবনা থেকে লাভের সম্ভবনা ততগুন হবে। যেমন আপনি ৩০ পিপস লস করার প্ররিপ্রেক্ষিতে ১০০ পিপস লাভ করতে পারবেন এমন ট্রেড এন্ট্রি করাই বুদ্ধিমানের কাজ। আপনি যদি মানি ম্যানেজমেন্ট এর রুলসটি সঠিকভাবে মেনে চলেন তবে তা পরবর্তীতে আপনাকে সাফল্য পেতে এবং স্ট্যাবল প্রফিট পেতে সাহায্য করবে।
Mas26
2022-02-06, 10:22 PM
হ্যাঁ ভাই আপনি খুব গুরুত্বপূর্ণ একটি থ্রেট পোস্ট করেছেন এটা বলার অপেক্ষা রাখে না যে আমরা অধিকাংশ সময় ট্রেডাররা ট্রেড করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। আসলে বুঝতে চেষ্টা করি না যে এই ট্রেডটা করলে আমরা প্রফিট করতে পারব কিনা। আসলে আমাদের নির্দিষ্ট ট্রেড করার জন্য নির্দিষ্ট পরিমাণের এনালাইসিস থাকা প্রয়োজন। এবং আমরা রেশিও ব্যবস্থাটাও ভালো থাকা উচিত। আসলে আমরা একটা ট্রেড করার জন্য প্রিপারেশন নিতে হবে আগে থেকে। এবং আমরা যে ট্রেড টি করব সেটা জানো প্রফিট করতে পারি সেদিকে আমাদের খেয়াল রেখে ট্রেড করা উচিত। একটি ট্রেড ওপেন করার আগে এটা নিশ্চিত করতে হবে যে রিস্ক রিওয়ার্ড রেশিও অনন্ত 1ঃ2 বা 1ঃ3 অথবা 1ঃ4 রেশিও বা এর বেশি থাকতে হবে আমরা যে ট্রেড করব তা লস করার চাইতে 40/50 গুন লাভ করার সম্ভাবনা বেশি থাকে এদিকে আমাদের খেয়াল রেখে ট্রেড করা করব।
প্রকৃতপক্ষে একটা ভালো ট্রেডারের এভাবেই ট্রেড করা উচিত। তা না হলে আমরা আসলে ভালো মানের ট্রেডারে পরিণত হতে পারব না শুধু ফরেক্স মার্কেটে লসই করে যাব।
Starship
2022-02-07, 03:11 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিট করাটা যেমন জরুরি তেমনি যথাযথভাবে ব্যালেন্স ও নিয়ম মেনে চলাটা খুবই জরুরী। কেননা আপনি যদি রিস্ক রিওয়ার্ড সঠিকভাবে সেট না করে বা সঠিক রিওয়ার্ড ফলো করার মাধ্যমে ট্রেড করেন তাহলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। পরবর্তীতে আপনি তা রিকভার করতে পারবেন। তাই আমার মতে ট্রেড করার পূর্বে যথাযথভাবে আমার এনালাইসিস করার মাধ্যমে ট্রেড সিদ্ধান্ত নিতে হবে। এতে করে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
md mehedi hasan
2022-02-07, 03:58 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করে টিকে থাকা সহজ করার জন্য আপনাকে অবশ্যই মানিমেনেজমেন্ট বা রিক্স মেনেজমেন্ট করে প্রতিটি ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেটে বেশিরভাগ ট্রেডার ঝরে পরার প্রধান কারন হলো সঠিকভাবে মানিমেনেজমেন্ট করে ট্রেড না করে ট্রেড করা।অতিরিক্ত লোভে পরে বড় বড় লটে ট্রেড ওপেন করে একাউন্ট্ জিরো করে।আর এর সাথে লস রিকভারির করতে গিয়ে অভার ট্রেড করে থাকে।ফরেক্স মার্কেটে আমাদের রিক্স রিওয়ার্ডস এক আনুপাত দুই রাখতে হবে।
sss21
2022-06-29, 11:33 PM
সকলেরই একটি নির্দিষ্ট মতামত রয়েছে আর এক্ষত্রে সকলেরই কাছেই সমান গুরুত্বপূর্ণ মানি ম্যানেজমেন্ট। আপনার প্রফিটের থেকে আপনার লসের বিষয়টা মাথায় রাখতে হবে। আপনি লাভ করলে যেমন খুশি হবেন তেমনি লস করলে হতাশ হবেন। তাই দ্রুত প্রফিট করতে গিয়ে যাতে অধিক লসে না পড়ে যান এজন্যই একটি সঠিক মানি ম্যানেজমেন্ট করা দরকার। এতে করে খুব বেশি লাভ বা লস হবেনা এবং ভালো ট্রেডিং শিখতে পারবেন সেক্ষেত্রে আপনার ট্রেডিংয়ের মানও ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে আশা করি।
samun
2022-07-07, 10:09 AM
আমাদের মতন অধিকাংশ ট্রেডার সাধারণত একটি ভুল বেশি করে তাহলে মানে ম্যানেজমেন্ট কে ফলো না করে প্রফিটের আশায় ফরেক্স মার্কেটে কোন প্রকার এনালাইসিস ছাড়াই মার্কেটের মুভমেন্ট এর উপর নির্ভর করে ট্রেড করে থাকে যা আমাদের কাছে সবথেকে বড় ভুল আরে ভুলের কারণে একজন ট্রেডার তার সব মূলধন হারিয়ে ফেলে তাই অবশ্যই আমি মনে করি আপনার এই ট্রেড এর মাধ্যমে অধিকাংশ ট্রেডাররা জানতে পারবে এবং বুঝতে পারবে যে ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো ফলো করা উচিত তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ পোস্ট ওপেন করার জন্য
habibi
2022-07-07, 12:05 PM
আমরা যদি রিস্ক ম্যানেজম্যান্ট স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করি তাহলে আমাদের অ্যাকাউন্ট শূন্য হওয়ার সম্ভাবনা কমে আসবে।রিস্ক ম্যানেজম্যান্ট হল এমন একটি জিনিস যার মাধ্যমে আমরা লসের পরিমান কমিয়ে আনতে পারি। আপনি রিস্ক ম্যানেজম্যান্ট স্ট্র্যাটেজি জন্য আপনাকে স্থির করতে হবে যে আপনি কি একটি ট্রেডে কোন প্রফিট/লস রেশিও সেট করতে পারেন। আমি সাধারণত ১:২ রিস্ক রেশিও অনুসরণ করি অর্থাৎ আমি ৫০ পিপ্স টেক প্রফিটের বিপরীতে ২৫ পিপ্স স্টপ লস সেট করে থাকি। ধরুন আপনার অ্যাকাউন্টে বর্তমানে ৫০ ডলার আছে আপনি যদি eur/sud পেয়ারে একটি ১লটে বাই ট্রেড ওপেন করেন করেন তাহলে আপনি ৫০ পিপ্স উপরে টেক প্রফিট সেট করেন আর যদি ২৫ পিপ্স নিচে স্টপলস সেট করেন সেক্ষেত্রে আপনার উক্ত ট্রেডটি স্টপলস হিট করলেও আপনার লস হবে ২৫ ডলার। আর যদি টেক প্রফিট হিট করে আপনি প্রফিট করবেন ৫০ ডলার। এখনে আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার কোন সম্ভাবনা নেই। এছাড়াও আমারা হেজিং করেও লসের পরিমান কমিয়ে আনতে পারি।
EmonFX
2022-07-07, 09:42 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আমাদের রিস্ক নিতে হবে, তবে সেটা মানি ম্যানেজমেন্ট তথা মূলধন ঠিক রেখে নিতে হবে। বিজনেস এর ক্ষেত্রে রিস্ক নিতে হবে, অবশ্যই সেটা একটি সহনীয় মাত্রায় হতে হবে। আমি যদি আমার মূল ধনের অনুপাতের বেশি রিস্ক নিয়ে ট্রেড করি তাহলে লস করে যেকোনো সময় ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। মূলধন শেষ হয়ে গেলে পরবর্তীতে আর ট্রেড করার সুযোগ থাকবে না। আমার যদি 100 ডলার মূলধন থাকে তাহলে সর্বোচ্চ 10 শতাংশ রিস্ক নেওয়া উচিত। তাতে করে রিস্ক থাকবে। 100 ডলার শূন্য হাতে প্রায় দশটি ট্রেডে আপনাকে লস করতে হবে। মনে রাখবেন একটি ভুল ট্রেন নিয়ে লস করার থেকে মুনাফাবিহীন থাকা অনেক ভালো। এর জন্য যদি আপনাকে একটি ট্রেন নিতে তিন/চার দিন অথবা এক সপ্তাহ অপেক্ষা করতে হয় তবে তাই করুন। আপনার মূলধন থাকলে ভালো ট্রেড অপারচুনিটি একসময় না একসময় অবশ্যই আসবে। তাই বলব কম রিস্ক নিয়ে ট্রেড করুন এবং মূলধন রক্ষা করুন।
আমি সাধারণত ১:২/৩ রিস্ক রিওয়ার্ড নিয়ে ট্রেডিং করে থাকি। তবে অনেক সময় মার্কেটের মুভমেন্ট বুঝে ১:১% প্রফিট গেইন হলেও ট্রেড ক্লোজ করে দেই। ফরেক্স মার্কেটে আমাদের সঠিক রিস্ক রেওয়ার্ড মেনটেন করা অত্যন্ত জরুরি। একজন ট্রেডার যদি প্রতিটি ট্রেডিংয়ে একটা নির্দিষ্ট রিস্ক রিওয়ার্ড মেনটেন করে ট্রেডিং করে তাহলে কখনই ব্যালেন্স হারানোর সম্ভাবনা থাকেনা। আমাদের ব্যালেন্স হারানোর মূল কারণ হলো আমরা একেক সময় একেক রকম রিস্ক রেওয়ার্ড অনুপাত নিয়ে ট্রেডিং করে থাকি। এই মার্কেটে যে যতো বেশি স্ট্রিক্ট এবং ফিক্সড রিস্ক রেওয়ার্ড ফলো করতে পারবে সে ততোটাই বেশি সফল হবে।
Hridoy6763
2022-07-07, 09:54 PM
ফরেক্স মার্কেট একটি রিস্কি মার্কেট,এই খানে ট্রেডিং করতে হলে আপনাকে অব্যশই রিস্ক রিওর্য়াড এবং ম্যানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেডিং করতে হবে,রিস্ক রিওর্য়াড সব সময় আপনার ব্যালেন্স এর উপর নির্ভর করে করতে হবে,আমি সাধারনত আমার ট্রেডিং এ ১ঃ৩ রিস্ক রিওর্য়াড এ ট্রেডিং করে থাকি,আমি আমার এন্ট্রি সব সময় লং টাইম হিসাবে নিয়ে থাকি,আমি আমার এন্ট্রি তে ১০০ পিপ্স স্টপ লস এবং ২০০ থেকে ৩০০ পিপ্স টিপি নির্ধারন করে এন্ট্রি নিয়ে থাকি।
Mas26
2023-03-02, 07:33 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করে টিকে থাকা সহজ করার জন্য আপনাকে অবশ্যই মানিমেনেজমেন্ট বা রিক্স মেনেজমেন্ট করে প্রতিটি ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেটে বেশিরভাগ ট্রেডার ঝরে পরার প্রধান কারন হলো সঠিকভাবে মানিমেনেজমেন্ট করে ট্রেড না করে ট্রেড করা।অতিরিক্ত লোভে পরে বড় বড় লটে ট্রেড ওপেন করে একাউন্ট্ জিরো করে।ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিট করাটা যেমন জরুরি তেমনি যথাযথভাবে ব্যালেন্স ও নিয়ম মেনে চলাটা খুবই জরুরী। কেননা আপনি যদি রিস্ক রিওয়ার্ড সঠিকভাবে সেট না করে বা সঠিক রিওয়ার্ড ফলো করার মাধ্যমে ট্রেড করেন তাহলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। পরবর্তীতে আপনি তা রিকভার করতে পারবেন। তাই আমার মতে ট্রেড করার পূর্বে যথাযথভাবে আমার এনালাইসিস করার মাধ্যমে ট্রেড সিদ্ধান্ত নিতে হবে। এতে করে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।আর এর সাথে লস রিকভারির করতে গিয়ে অভার ট্রেড করে থাকে।ফরেক্স মার্কেটে আমাদের রিক্স রিওয়ার্ডস এক আনুপাত দুই রাখতে হবে।আপনি লাভ করলে যেমন খুশি হবেন তেমনি লস করলে হতাশ হবেন।তাই দ্রুত প্রফিট করতে গিয়ে যাতে অধিক লসে না পড়ে যান এজন্যই একটি সঠিক মানি ম্যানেজমেন্ট করা দরকার। এতে করে খুব বেশি লাভ বা লস হবেনা এবং ভালো ট্রেডিং শিখতে পারবেন সেক্ষেত্রে আপনার ট্রেডিংয়ের মানও ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে আশা করি।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.