PDA

View Full Version : ইউরোপে ডিজেলের সমসংখ্যক হাইব্রিড গাড়ি বিক্রি



SaifulRahman
2022-02-06, 04:14 PM
জলবায়ু সুরক্ষায় জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি উৎপাদন ও কিনতে নিরুৎসাহিত করা হচ্ছে। পরিবর্তে প্রণোদনা দেয়া হচ্ছে বিদ্যুচ্চালিত গাড়িতে। ফলে ইউরোপে বিদ্যুচ্চালিত ও হাইব্রিড গাড়ি বিক্রি বাড়ছে। গত বছর ২৭ দেশের অঞ্চলটিতে প্রথমবারের মতো হাইব্রিড গাড়ি বিক্রি ডিজেলচালিত গাড়ির সমান হয়েছে। হাইব্রিড গাড়িতে ব্যাটারির পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ইঞ্জিনও থাকে। ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে গাড়িটি ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানিতে চালিত হয়। বিদ্যুচ্চালিত গাড়ির চার্জিং অবকাঠামোর অভাবে হাইব্রিড গাড়ি বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে। ২০৩৫ সাল থেকে নতুন জীবাশ্ম জ্বালানির গাড়ি বিক্রি নিষিদ্ধ করার কথা জানিয়েছে ইউরোপীয় কমিশন। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও বৈদ্যুতিক প্রযুক্তিতে স্থানান্তর হচ্ছে।
16667
গতকাল প্রকাশিত ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার স অ্যাসোসিয়েশন অনুসারে, ২০২১ সালে বিদ্যুচ্চালিত গাড়িরও বিক্রি বেড়েছে। গত বছর বিক্রীত নতুন যাত্রীবাহী গাড়ির প্রায় ২০ শতাংশ ছিল হাইব্রিড, যা আগের বছর ছিল ১১ দশমিক ৯ শতাংশ। পাশাপাশি বিদ্যুচ্চালিত ছিল মোট গাড়ির ৯ দশমিক ১ শতাংশ। এ হার ২০২০ সালে ৫ দশমিক ৪ শতাংশের চেয়ে বেশি। তবে পেট্রল গাড়ির বাজার হিস্যা ছিল ৪০ শতাংশ।