PDA

View Full Version : টেসলাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে স্থানীয় ইভি কোম্পানি



kohit
2022-02-07, 12:29 PM
চলতি বছরে নতুন কোনো মডেলের বৈদ্যুতিক গাড়ি (ইভি) উন্মোচন করছে না টেসলা। চলমান সরবরাহ সংকট মোকাবেলা করে পুরনো মডেলের গাড়ি বিক্রি চালিয়ে যাবে ইলোন মাস্ক প্রতিষ্ঠিত কোম্পানিটি। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।

সরবরাহ চেইন সংকটে গ্রাহকের কাছে ইভি পৌঁছে দিতে হিমশিম খাচ্ছে টেসলা। তার সঙ্গে ওমিক্রনের ধাক্কায় চাহিদা কমে গেছে জনপ্রিয় ইভি নির্মাতা ব্র্যান্ডটির। গত ২৭ জানুয়ারি টেসলার শীর্ষ নির্বাহী ইলোন মাস্ক গ্রাহক ও বিনিয়োগকারীদের অবাক করে দিয়ে জানান, একদিনের ব্যবধানেই ১০ হাজার কোটি ডলার বাজারমূল্য হারিয়েছে কোম্পানিটি।

টেসলা যখন নতুন ব্র্যান্ডের ইভি উন্মোচন না করার ঘোষণা দিয়েছে তখন চীনভিত্তিক ইভি স্টার্টআপগুলো এগিয়ে এসেছে। নিয়ু জানায়, ২০২২ সালে তারা তিনটি মডেলের ইভি উন্মোচন করতে যাচ্ছে। এদিকে এক্সপেং ও লি অটো বলছে, তারা নতুন মডেলের স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) বিক্রির পরিকল্পনা করছে। নতুন মডেলের গাড়ি উন্মোচনের পাশাপাশি তা বিক্রিতে বড় অংকের অর্থ বিনিয়োগ করতে হবে চীনা কোম্পানিগুলোকে। কারণ ইভি সেগমেন্টে এত দিন একক আধিপত্য ছিল টেসলার। বিশ্বের বৃহত্তম গাড়ি বাজারটি লক্ষ্য করে সেখানে কারখানা স্থাপন করেছে ইলোন মাস্ক নেতৃত্বাধীন কোম্পানিটি।

বণিক বার্তা