PDA

View Full Version : গাড়ি নির্মাণ কমাচ্ছে ফোর্ড



SaifulRahman
2022-02-07, 02:27 PM
বৈশ্বিক চিপ সংকটের কারণে উৎপাদন কম বা স্থগিত করতে পারে ফোর্ড মোটর। মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মোট আটটি কারখানায় উৎপাদন কমানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। চলতি প্রান্তিকে চিপ সংকটের কারণে গাড়ি উৎপাদন নিম্নগামী হওয়ার আশঙ্কার কথা প্রকাশ করেছিল ফোর্ড মোটর। এর একদিনের মধ্যেই প্রতিষ্ঠানের মুখপাত্র তিনটি দেশের কারখানাগুলোয় গাড়ি উৎপাদন কমানোর তথ্য নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্রের মিশিগান, শিকাগো ও মেক্সিকোর কুয়াটিটলানের কারখানাগুলোয় উৎপাদন স্থগিত করা হবে। এদিকে যুক্তরাষ্ট্রের কানসাসে এফ-১৫০ পিকআপ ট্রাক উৎপাদন নিম্নমুখী থাকবে। এর মধ্যে একটি শিফট শুধু ট্রানজিট ভ্যান উৎপাদনের জন্য চালু থাকবে। যুক্তরাষ্ট্রের ডিয়ারবর্ন, কেনটাকি ও লুইভিলে শিফট কমানোর কথাও জানিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা। পাশাপাশি কানাডার ওকভিলে কারখানায় ওভারটাইম বাতিল করা হবে। ৭ ফেব্রুয়ারি থেকে এ পরিবর্তন প্রযোজ্য হবে। এদিকে গত শুক্রবার ফোর্ডের শেয়ারদর পড়তির দিকে ছিল। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির প্রান্তিক আয় আশানুরূপ হয়নি বলে জানা যায়।
16675