PDA

View Full Version : টি-২০ বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু



SaifulRahman
2022-02-07, 02:30 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২ আসরের পর্দা উঠতে এখনো আট মাসের বেশি বাকি। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরটির টিকিট বিক্রি শুরু হয়েছে আজ (সোমবার) থেকে। আগামী ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। ১৬টি দলের পারফরম্যান্স সরাসরি মাঠে বসে দেখতে এখন থেকেই নিজের আসনটি নির্ধারণ করার সুযোগ পাচ্ছেন ভক্তরা। ফাইনালসহ ৪৫টি বিশ্বকাপ ম্যাচের সবগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ওয়েবসাইটে (www.t20worldcup.com)। প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের প্রতিটি ম্যাচ দেখার জন্য শিশুদের (২-১৬ বছর বয়সী) টিকিটের দাম ৫ ডলার করে। আর প্রতিটি ভেন্যুতে প্রাপ্তবয়স্কদের টিকিট সর্বনিম্ন ২০ ডলার করে। টিকিট বিক্রির উপলক্ষ স্মরণীয় করতে ‘দিস ইজ দ্য বিগ টাইম’ নামে প্রচার অভিযান শুরু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যু- অ্যাডিলেড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনিতে হবে চার-ছক্কার লড়াই। ইতোমধ্যে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি। ১৬ অক্টোবর থেকে শুরু হবে প্রথম রাউন্ড। ২২ অক্টোবর সুপার টুয়েলভ শুরু হবে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্সআপ নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে।
16676