PDA

View Full Version : চিপ ঘাটতি সত্ত্বেও রেকর্ড বিক্রির আশা পোরশের



Rassel Vuiya
2022-02-08, 03:54 PM
বিশ্বজুড়ে চলমান চিপ ঘাটতি সত্ত্বেও চলতি বছর রেকর্ডসংখ্যক গাড়ি বিক্রির আশা করছে পোরশে। ২০২১ সালে জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা সংস্থাটি তিন লাখেরও বেশি গাড়ি বিক্রি করেছে। পোরশের বিক্রয় বিভাগের প্রধান ডেটলেভ ভন প্লাটেন সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, আমি বর্তমান ক্রয়াদেশগুলো দেখে ২০২২ সাল নিয়ে খুব আত্মবিশ্বাসী। চলতি বছরও আমরা ২০২১ সালের মতো বিক্রয় প্রবৃদ্ধি পাব বলে আশা করছি। এর মাধ্যমে আমাদের গাড়ি বিক্রি রেকর্ড উচ্চতায় পৌঁছতে পারে। জামার্নির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগনের সাবসিডিয়ারি পোরশের গাড়ি বিক্রি গত বছর ১১ শতাংশ বেড়ে ৩ লাখ ১ হাজার ৯১৫ ইউনিটে পৌঁছেছে। চলতি বছর একই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে সংস্থাটির গাড়ি বিক্রি ৩ লাখ ৩৫ হাজার ইউনিটে পৌঁছবে। ভন প্লাটেন বলেন, পোরশে নতুন করে ৪০০ কর্মী নিতে চায়। বর্তমানে আমাদের কর্মী সংখ্যা ৪০ হাজারের কাছাকাছি। উচ্চ চাহিদার কারণে গাড়ি সরবরাহ কিছুটা বিলম্ব হচ্ছে। বর্তমানে ভোক্তাদের গাড়ি পেতে কয়েক মাস এমনকি কিছু ক্ষেত্রে এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলেও জানান তিনি।
16688