PDA

View Full Version : লাইভ ট্রেড এন্ট্রি পয়েন্ট ও ট্রেড রেকর্ড । মেহেদী।



md mehedi hasan
2022-02-09, 09:40 AM
আমি আমার সকল লাইভ ট্রেড গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই।আমি অনেক ট্রেডার ভাইদের বলেছিলাম যে এক সাথে একে অন্যের ট্রেড গুলো শেয়ার করার মাধ্যমে এন্ট্রি নিলে ভালো হত।কিন্তু কেউ এই কাজে সম্মতি দেয় নি।হয় বা তারা তাদের লস লুকোনোর জন্য এটা করেছে।আমি ফরেক্স মার্কেটে এখন লাভের চেয়ে লস বেশি করি।আমার ট্রেড দেখে কেউ ট্রেড নিবেন না।কেউ ট্রেড নিয়ে লস করলে আমি দায়ী থাকবো না।আপনার আমার ট্রেড নেওয়া কতটা যুক্তিযুক্ত হয়েছে।সেই ব্যপারে আপনাদের যুক্তি তুলে ধরবেন।
প্রথম দিনে আজকে আমি ইউএসডি জাপানি পিয়ারে একটি ট্রেড এন্ট্রি নিলাম।ট্রেডটি এন্ট্রি নেওয়ার কারন হলো।আর এস আই ইন্ডিকেটর এ ডাইভারজেশন ক্রিয়েট হয়েছে এবং এম প্যাটার্ন তৈরি হ্য়েছ।এর সাথে প্রাইস একশন সিগনাল ইনসাইড ইনসাইডবার তৈরি হয়েছে।
16692
৯ ফেব্রুয়ারী ২০২২ ইং রোজ বুধবার।
Usdjpy
Sell at market
Price -115.36
Sl-115.72
Tp-114.3

md mehedi hasan
2022-02-10, 02:50 PM
আজকে ইউএসডি কানাডা পিয়ারে ডেলি টাইম ফ্রেমে একটি সেল পেন্ডিং অর্ডার সেট করলাম।অর্ডার টি সেট করার কিছু লজিকেল কারন আছে।ডেলি পিয়ারে একটি এম প্যাটার্ন তৈরি হচ্ছে।যদিও এখনো কর্নফার্ম হয়নি।তবুও প্রাইস একশন সিগনাল ইনসাইডবার তৈরি হয়েছে।যদি সিগনাল টি কাজ করে তাহলে ট্রেন্ড লাইন ভেঙে 1.2315 লেভেলে আসবে ইনশাল্লাহ।
16722
সেল পেন্ডিং অর্ডার
Price-1.2645
Sl-1.2810
Tp-1.2315
16722

md mehedi hasan
2022-03-09, 10:40 AM
গতকাল 2022-03-08 তারিখে বিটকয়েন একটি বাই এট মার্কেটে এন্ট্রি নিয়েছিলাম।আমি প্রথমে চার ঘন্টার চার্ট rsi ইন্ডিকেটর এর সাহায্য একটি সুন্দর ডাইভারজেন্স পাই।এরপর আরও একটু নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করি।এরপর একটি প্রাইস একশন সিগনাল ইনসাইড ইনসাইডবার তৈরি হলে ট্রেড টি সেটাপ দিই।যেহতু মার্কেটে কী সাপোর্ট লেভেল পুরোপুরি রিটেস্ট করেনি তাই স্টাপলস একটু বারিযে দিই।
16953
রেজাল্ট
16979

md mehedi hasan
2022-03-09, 07:51 PM
গতকাল ২০২২|০২|৮ তারিখে ইউরোইউএসডি পিয়ারে একটি বাই পেন্ডিং অর্ডার করেছিলাম।ট্রেড টি লাভে আছে।যদিও ট্রন্ড এর বিপরীতে ট্রেড।তাই এই ট্রেড টিকে আমি পর্যবেক্ষণে রাখব।যদি ট্রেডটি ব্যাক করে তাহলে লস নিবোনা।কারন সামনে একটি ট্রেন্ড লাইন আছে।সহজ একটি লজিক খাটিয়ে ট্রেড টি অর্ডার করি।এটি আর ইন্ডিকেটর এর মাধ্যমে ডাইভারজেশন চিহ্নিত করি।আর দ্বিতীয় কারণ টা হল প্রাইস একশন সিগনাল ইনসাইড ইনসাইডবার দেখে পেন্ডিং অর্ডার করি।তৃতীয় কারন হলো প্রাইস 1.0805 সাপোর্ট লেভেল টার্চ করেছে।
16966
রেজাল্ট
16980

md mehedi hasan
2022-03-15, 10:15 PM
গতকাল ২০২২\৩\১৪ তারিখে অস্ট্রেলিয়া ইউএসডি পিয়ারে একটি সেল ট্রেড ওপেন করেছি।আজকে ২০২২\৩\১৫তারিখে ইউএসডি কানাডা পিয়ারে সেল ট্রেড ওপেন করলাম।যদি ট্রেড একটি আরেক টির বিপরীত।অর্থৎ একটি বাই গেলে অপরটি সেল যাবে।দেখি কি হয়।
17033
কানাডা পিয়ারে অল্প জন্য টিপি হিট করেনি
17052
ট্রেড দুটির বর্তমান অবস্থা।অস্ট্রেলি া ট্রেডটি একটু দেখে ক্লজ করে দিবো।
17053
টিপি হিট করেছে।
17055

md mehedi hasan
2022-03-18, 01:22 PM
২০২২ইং১৮ই মার্চ শুক্রবার
আজকে সকালে ইউএসডি জাপানি পিয়ারে মার্কেটে ডাইভারজেনস দেখে একটি বাই পেন্ডিং অর্ডার সেট করেছিলা।এই মাত্র ট্রেডটি ওপেন হয়েছে।মার্কেট স্ট্রং আপ ট্রেন্ড এ আছে।এরপরও একটি সেমিট্রিকেল ট্রাইএজ্ঞেল গঠন হয়েছে।যদি সেমিট্রিকেল ট্রাইএজ্ঞেল ভেঙে বাই যায় তাহলে আশা করছি মার্কেট ১২০.৮০ রেসিসটেন্স লেভেল টার্চ করবে।আর যদি ফেকি হয়।তাহলে ট্রেড থেকে বের হয়ে আসতে হবে
17062
আলহামদুল্লিহ প্লান কাজে লেগেছে।এখন দেখার বিষয় টিপি হিট করবে কি না।
17102
টার্গেট হিট
17113
16546

md mehedi hasan
2022-03-22, 06:13 AM
2022/03/22ইং রোজ মজ্ঞলবার।ইউএসডি কেনাডা পিয়ারে একটি বাই পেন্ডিং অর্ডার সেট করলাম।এখনে চার ঘন্টার চার্ট এ মার্কেটে ডাইভারজেনস ক্রিয়েট হয়েছে।যা এটি আর ইন্ডিকেটর এর স্পষ্ট হয়েছে।চার্টে একটি ইনসাইডবার পিনবার তৈরি হয়েছ।পেন্ডিং প্রাইস ১.২৬১৫ আর স্টাপলস ১.২৫৫০ যদিও।স্ট্রং সাপোর্ট লেভেল ১.২৫৮০ থেকে এই কনফ্লুউন্স গুলো তৈরি হয়েছে।
17099
17157

md mehedi hasan
2022-03-29, 06:52 PM
২০২২|০৩|২৯ ইং
আজ এই মাত্র অস্ট্রেলিয়া ইউএসডি পিয়ারে একটি সেল ট্রেড ওপেন করলাম।ট্রেড টি ট্রেড লাইন স্পর্শ করেছে এবং এখানে একটি স্ট্রং রেসিসটেন্স লেভেল আছে।এটি আর ইন্ডিকেটর ডাইভারজেনস ক্রিয়েট করেছে।সব কিছু মিলে আজ সকাল থেকে এন্ট্রি নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম।চার ঘন্টার চার্ট এ ইনসাইডবার দেখে ট্রেডটি ওপেন করলাম।
17232
যদি চার ঘন্টার টাইম ফ্রেমে ফেকি সেটাপ দেয় তাহলে ট্রেড থেকে বের হয়ে আসবো।
1735817359
ট্রেডটি ফেকি ছিলো।কিন্তু আমি ক্লজ করিনি।এজন্য সাত ডলার লস হয়েছে।আবার বাই দিয়ে ট্রেড ওপেন করেছি।যা এখোনো রানিং আছে।

md mehedi hasan
2022-03-31, 01:22 PM
২০২২|০৩৷৩১ইং
আজকে সকাল থেকে ওয়েট করছি বিটকয়েন ট্রেড সেটাপ এর জন্য।বিটকয়েন এর ডেলি ইনসাইডবার তৈরি হয়েছে।আর চার ঘন্টার চার্ট এ ফ্লাগ প্যাটার্ন তৈরি হয়েছে
এখন দেখার বিষয় মার্কেট কোন দিকে যায়।যদি সেল মুভ করে তাহলে ট্রেড করা থেকে বিরত থাকবো।এবং ৪৫০০০ সাপোট লেভেল পর্যন্ত অপেক্ষা করবো।আর যদি বাই মুভ করে তাহলে সরাসরি একটি ট্রেড এন্ট্রি বাই দিয়ে।টার্গেট থাকবে ৫১০০০ হাজার।
17265

md mehedi hasan
2022-04-05, 06:16 PM
২০২২|০৪|০৫ ইং রোজ মজ্ঞলবার
ইউএসডি কেনাডা পিয়ারে একটি সেল এন্ট্রি নিলাম।বেশ কয়েক দিন ধরে এই পিয়ারে আমি পর্যবেক্ষণ করছিলাম।এই পিয়ারে বাই ও সেল দুটি দিকেই ট্রেড এন্ট্রি সুবিধা তৈরি হচ্ছিল।শুধু কনফার্ম হয়ার জন্য অপেক্ষা করছিলাম।যদি ১.২৫৪০ লেভেল ব্রেক করতো তাহলে বাই এন্ট্রি নিতাম।কিন্তু আজকে মার্কেট ১.২৪৬৫ লেভেল ব্রেক করেছে।তাও আবার মার্কেট ট্রেন্ড এর সাথে।তাই একটি এট মার্কেটে সেল অর্ডার করলাম।এই ট্রেডটি তিনটি বিষয় মাথায় রেখে ওপেন করেছি।মুভিং এভারেজ ও ইনসাইডবার ও লেভেন ব্রেক।এখন দেখি মার্কেট কি আচারন করে।
17357
115442

md mehedi hasan
2022-05-02, 04:21 PM
২০২২৷০৫৷০২ ইং রোজ সোমবার
আজকে দুপুর দুটার দিকে জিবিপি ইউএসডি পিয়ারে একটি সেল ট্রেড ওপেন করলাম।ট্রেডটি একটু এগ্রিসিভ ভাবে নেওয়া হয়েছে।ট্রেডটি ওপেন করতে তেমন বেশি লজিক কাজে লাগাই নি।এক ঘন্টার চার্ট এ একটি ফ্লাগ প্যাটার্ন তৈরি হয়েছে এবং ত্রিশ মিনিট এর টাইম ফ্রেমে একটি ইনসাইডবার পিনবার তৈরি হয়েছে।এই দেখে ট্রেডটি ওপেন করি।যদিও ফ্লাগ প্যাটার্ন ব্রেক না করা পর্জন্ত ট্রেডটি ওপেন করা ঠিক হয়নি।তারপেরেও যদি ট্রেড টি বিপরীতে মুভ করে তাহলে ক্লজ করে দিবো।
17683

md mehedi hasan
2022-05-04, 06:50 AM
জাপানি ইউএসডি পিয়ারে সম্ভাব্য ট্রেডখ সেটাপ।

আজ বুধবার ২০২২|০৫|০৪ ইং
জাপানি ইউএসডি পিয়ারে সম্ভাব্য ট্রেড এন্ট্রি পয়েন্ট তৈরি হচ্ছে।এই পিয়ারে ডেলি টাইম ফ্রেমে লক্ষ্য করলে দেখা যায় স্ট্রং আপ ট্রেন্ড এর সাথে প্রাইস একশন সিগনাল মাল্টিপল ইনসাইড ইনসাইডবার তৈরি হয়েছে। এবং নিচের সাপোর্ট লেভেল 129.46 টার্চ করে বাই মুমেন্টর্টাম তৈরি করছে।
17689

আবার চার ঘন্টার চার্ট লক্ষ্য করলে দেখা সেমিট্রিকেল ট্রাইএজ্ঞেল গঠন হয়েছে।এখানে মার্কেটে যত সময় ব্যয় করবে ততো স্ট্রং মুভ তৈরি হবে।এখন ব্রেক আউট এর জন্য অপেক্ষা করতে হবে।তবে মার্কেট যদি বাই মুভ করে সমস্যা স্ট্রং রেসিসটেন্স 135.25 লেভেল পর্জন্ত যাবে।
17690

md mehedi hasan
2022-05-11, 05:51 AM
17731
২০২২৷০৫৷১১ ইং রোজ বুধবার
জিবিপি ইউএসডি পিয়ারে ডেলি চার্টে একটি ইনসাইডবার ট্রেন্ড কনসলিডেশন হিসেবে গড়ে উঠেছে।জিবিপি ইউএসডি পিয়ারে যদিও ডাউন্ড ট্রেন্ড বহাল রেখেছে।এক ঘন্টার চার্ট বিশ্লষণ করলে দেখা যায় একটি সেমিট্রিকেল ট্রাইএজ্ঞেল গঠন হয়েছে।যদি মার্কেটে সেল কন্টিউনিউ করে তবে আমাদের উচিত হবে 1.2260 লেভেল ব্রেক আউট হলে একটি সেল এন্ট্রি নেয়া।তবে অনেকে চিন্তা করছে লাল লাইন ব্রেক করলে সেল এন্ট্রি নিবে।এটি নিরাপদ হবে না।তবে মার্কেটে নিজের গতিতেই চলে কারো ধারনা বা ডিসিশনে চলে না।মার্কেট যদি বাই যায় তাহলে 1.2645লেভেল ব্রেক আউট করলে বাই এন্ট্রি নেওয়াই উত্তম।আশা করি আজকে দিনটা আপনাদের জন্য ভালোই যাবে।

md mehedi hasan
2022-09-01, 07:43 AM
জিবিপি ইউএসডি পিয়ারে ডাউন্ড ট্রেন্ডে আছে।আর আমরা সব সময়ই ট্রেন্ড এর সাথে ট্রেড করি।তবে এই সময়ে জিবিপি ইউএসডি পিয়ার যে অবস্থায় আছে মনে খুব দ্রুতই ট্রেন্ড চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে।কারণ জিবিপি ইউএসডি পিয়ারে উইকলি চার্ট এ ডাইভারজেনস দুটি পিক ক্রিয়েট হয়েছে তৃতীয় পিক তৈরি হলে মার্কেটে আপে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে।সুতরাং আমাদের উচিত হবে ছোট ছোট ট্রেড করে প্রফিট বুক করা।লং ট্রেড বিপদের কারন হতে পারে।নিচের চিত্রে লাল বক্স হলে ডাইভারজেনস পিক।