Rakib Hashan
2022-02-09, 04:01 PM
কভিডজনিত বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা করছে জার্মানি। ফেব্রুয়ারির শেষ নাগাদ নতুন সংক্রমণের সংখ্যা কমে যাবে বলে আশা করছে দেশটির সরকার। এর পরই বিধিনিষেধ শিথিল করতে চায় ইউরোপের বৃহত্তম অর্থনীতি। এরই মধ্যে বেশকিছু ইউরোপীয় দেশ কভিডজনিত বিধিনিষেধ শিথিল করেছে। তবে জার্মানিতে এখনো বিধিনিষেধ অব্যাহত রয়েছে। বিধিনিষেধের আওতায় রেস্তোরাঁ, পাবলিক ভেনু ও কিছু দোকানে টিকা না দেয়া মানুষদের প্রবেশ করতে দেয়া হয় না। দেশটির সরকারি মুখপাত্র ক্রিশ্চিয়ান হফম্যান বলেন, অর্থনীতি উন্মুক্ত করার পরিকল্পনা চলছে। ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ফেডারেল ও রাজ্য কর্মকর্তাদের সভায় বিধিনিষেধগুলো নিয়ে আলোচনা করা হবে। সে সভায় বিষয়টি নিশ্চিত হতে পারে। ওমিক্রন ছড়িয়ে পড়ার পর গত কয়েক সপ্তাহে জার্মানিতে নতুন সংক্রমণের সংখ্যা বেড়েছে। দেশের ফার্মাসিস্টরাও গতকাল থেকে টিকা দেয়া শুরু করেছেন। পার্লামেন্টে নিয়ম পরিবর্তনের পর দেশটির দন্ত ও পশু চিকিৎসকরাও কভিড-১৯ টিকা দিতে পারবেন।
16704
16704