Rakib Hashan
2022-02-09, 04:09 PM
কভিড-১৯ মহামারী ও পরবর্তী সময়ে বিশ্বে একাধিক সাইবার হামলার ঘটনা ঘটেছে। সামনের দিনগুলোয় এসব হামলা আরো বাড়বে বলে জানিয়েছে সাইবার সিকিউরিটির গ্লোবাল লিডার সফোস। প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, গত কয়েক বছরে সাইবার হামলার পাশাপাশি হুমকিও বেড়েছে। প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক নিরাপত্তার পাশাপাশি হামলাকারীরাও তাদের প্রযুক্তি উন্নত করছে। ফলে নতুন মাত্রায় সতর্ক হতে হবে। সফোস ২০২২ থ্রেট রিপোর্ট থেকে এসব বিষয় সামনে এসেছে। চলতি বছর বিভিন্ন আঙ্গিক থেকে প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা হুমকি ও এর মুখোমুখি হওয়ার প্রবণতা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সফোস ল্যাবের নিরাপত্তা গবেষকরা এটি তৈরি করেছেন। প্রতিবেদনে সফোস ল্যাব হুমকির প্রতিক্রিয়া, হুমকি খুঁজে বের করা এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর বিষয়গুলো তুলে ধরেছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টিম তাদের গবেষকদের পাওয়া গত বছরের বিভিন্ন উদাহরণ থেকে সাইবার হুমকির ট্রেন্ড কি-ওয়ার্ড উন্মোচন করেছে। গবেষকদের মতে, একক র*্যানসমওয়্যার গ্রুপ গত বছর আরো বেশি র*্যানসমওয়্যার-অ্যাজ-এ-সার্ভিস (আরএএএস) অফারগুলোকে পথ দেখিয়েছে। সেই সঙ্গে র*্যানসমওয়্যারের ডেভেলপাররা ক্ষতিকারক কোড বিনাশ ও তৃতীয় পক্ষের কাঠামো উন্নয়নে জোর দিয়েছেন।
16706
16706