Log in

View Full Version : যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ



kohit
2022-02-13, 02:10 PM
মহামারীর বিপর্যয় কাটিয়ে উঠছে যুক্তরাজ্য। গত বছরের শুরু থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে দেশটির অর্থনীতি। বিধিনিষেধ শিথিলের পর তৈরি হয় তুমুল ভোক্তা চাহিদা। পাশাপাশি সরকারের দেয়া বিপুল পরিমাণ প্রণোদনা চাহিদাকে ত্বরান্বিত করে। ভোক্তা চাহিদার ওপর ভর করে প্রবৃদ্ধিতে ফেরে অর্থনীতির বিস্তৃত খাত। এ অবস্থায় ২০২১ সালে ব্রিটিশ অর্থনীতি ৭ দশমিক ৫ শতাংশ প্রসারিত হয়েছে। দেশটির ইতিহাসে প্রবৃদ্ধির এ গতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ। খবর দ্য গার্ডিয়ান।

কভিড-১৯ মহামারীর প্রথম ধাক্কায় ২০২০ সালে যুক্তরাজ্যের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৯ দশমিক ৪ শতাংশ সংকুচিত হয়েছিল। এরপর স্মরণকালের ভয়াবহ এ মন্দা থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে দেশটির অর্থনীতি। যদিও কভিডের নতুন ধরন ওমিক্রন সংক্রমণের কারণে ডিসেম্বরে পুনরায় মন্দায় পড়ে দেশটির অর্থনীতি।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) জানিয়েছে, ডিসেম্বরে অর্থনীতির উৎপাদন দশমিক ২ শতাংশ কমে গেছে। যদিও এ সংকোচনের গতি প্রত্যাশার চেয়ে কম। বড়দিনের ছুটিতে দোকানগুলোয় পণ্যের ঘাটতি ও রেকর্ডসংখ্যক চাকরির শূন্যপদ অর্থনীতির গতিকে ধীর করে দেয়।

বছরের শেষ মাসে জিডিপি দশমিক ৬ শতাংশ গভীর মন্দায় পড়বে বলে আশঙ্কা করেছিলেন অর্থনীতিবিদরা। তবে দেশজুড়ে কভিড টিকার বুস্টার ডোজ বিতরণ ও পরীক্ষা কার্যক্রমে সরকারি ব্যয় বৃদ্ধি আরো বড় মন্দা রোধ করেছে। বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ব্রিটিশ অর্থনীতি ১ শতাংশ বেড়েছে।

ইতিবাচক এ প্রবৃদ্ধির জন্য অর্থমন্ত্রী ঋষি সুনাক ৪০ হাজার কোটি পাউন্ডের প্রণোদনা এবং উপযুক্ত সময়ে এ সহায়তা বিতরণকে কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তার জন্য আমি গর্বিত। আমি আমাদের বিস্তৃত টিকাদান কার্যক্রমের জন্যও গর্ববোধ করি। কারণ এ বিষয়গুলোই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রেখেছে।

বণিক বার্তা