PDA

View Full Version : জানুয়ারিতে দ. কোরিয়ার গাড়ি রফতানি কমেছে ৬.৪%



SaifulRahman
2022-02-16, 04:16 PM
গত মাসে দক্ষিণ কোরিয়ার গাড়ি রফতানি আগের বছরের একই মাসের চেয়ে কমেছে ৬ দশমিক ৪ শতাংশ। গাড়ি চিপের বৈশ্বিক স্বল্পতায় দেশটির গাড়ি রফতানিতে প্রভাব পড়েছে। গতকাল প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে। দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয় প্রকাশিত উপাত্তে দেখা গেছে, জানুয়ারিতে গাড়ি রফতানি হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭০৯টি। গত বছরের একই মাসের চেয়ে যা ৬ দশমিক ৪ শতাংশ কম। তবে আর্থিক মূল্যে দেশটির গাড়ি রফতানি ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪০৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। ২০২১ সালের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার গাড়ি রফতানি হয়েছিল ১ লাখ ৯২ হাজার ৭৩ ইউনিট। সে সময়ে পরিবেশবান্ধব গাড়ির চাহিদা বৃদ্ধি এতে ভূমিকা রেখেছিল। সে সময় পরিবেশবান্ধব গাড়ি বিক্রি ৩৬ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪৪ হাজার ৮৭৭ ইউনিটে দাঁড়িয়েছে।
জানুয়ারিতে গাড়ির যন্ত্রাংশ বিক্রি ১৪ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। স্থানীয় বৃহৎ ব্র্যান্ড হুন্দাইয়ের গাড়ি বিক্রি ৫ দশমিক ৫ শতাংশ কমে ৭৭ হাজার ৩৪২ ইউনিটে দাঁড়িয়েছে। তবে কিয়ার গাড়ি বিক্রি ৬ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৯ হাজার ইউনিট।
16773