Montu Zaman
2022-02-20, 05:04 PM
২০২১ সালে মহাকাশে ১৪ জন যাত্রী নিয়ে গেছে ব্লু অরিজিন। ২০ জুলাইয়ে প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে নিয়ে মহাকাশ পাড়ি জমায় মার্কিন মহাকাশ পর্যটন সংস্থাটি। সম্প্রতি সংস্থাটির সিইও বব স্মিথ জানান, মহাকাশ ভ্রমণের চাহিদা ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। চাহিদা পূরণে ব্লু অরিজিন আরো নিউ শেফার্ড রকেট তৈরির প্রয়োজনীয়তা অনুভব করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আয়োজিত এফএএ কমার্শিয়াল স্পেস ট্রান্সপোর্টেশন কনফারেন্সে বব স্মিথ মূল চ্যালেঞ্জ হিসেবে ব্লু অরিজিনের সরবরাহ সংকটকে চিহ্নিত করেছেন। গত বছর নিউ শেফার্ড রকেট ও ক্যাপসুল দিয়ে একটি গবেষণা কার্গো ফ্লাইটসহ তিনটি ক্রুড মিশন পরিচালনা করে ব্লু অরিজিন। স্মিথ জানান, চলতি বছর অনায়াসেই মিশন সংখ্যা দ্বিগুণ করতে সক্ষম হবে সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের মরুভূমিতে অবস্থিত ব্লু অরিজিনের কারখানা থেকেই নিউ শেফার্ড রকেট যাত্রা করে মহাকাশের পথে। ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটারেরও বেশি উঁচুতে উড়তে সক্ষম মহাকাশযানটি। সাধারণত ৮০ কিলোমিটারের ঊর্ধ্ব সীমানাকে মহাকাশ প্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়। বর্তমানে ব্লু অরিজিনের দুটি কার্যক্ষম নিউ শেফার্ড রকেট বুস্টার রয়েছে। এর মধ্যে একটি গবেষণা কার্গো ফ্লাইটের জন্য, অন্যটি যাত্রী ফ্লাইটের জন্য নির্দিষ্ট। এদিকে নিউ শেফার্ড রকেটে আসনের টিকিট মূল্য এখনো ঘোষণা করেনি সংস্থাটি। তবে নিলামে প্রথম ফ্লাইটের জন্য আসনের টিকিট মূল্য ছিল ২ কোটি ৮০ লাখ ডলার। অতীতে সংস্থাটির প্রতিষ্ঠাতা জেফ বেজোস মোট ১০ কোটি ডলার মূল্যের টিকিট বিক্রির খবর নিশ্চিত করেছেন। বব স্মিথ জানান, মহাকাশ যাত্রার জন্য শক্তিশালী চাহিদা দেখা গেছে।
16801
যুক্তরাষ্ট্রের টেক্সাসের মরুভূমিতে অবস্থিত ব্লু অরিজিনের কারখানা থেকেই নিউ শেফার্ড রকেট যাত্রা করে মহাকাশের পথে। ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটারেরও বেশি উঁচুতে উড়তে সক্ষম মহাকাশযানটি। সাধারণত ৮০ কিলোমিটারের ঊর্ধ্ব সীমানাকে মহাকাশ প্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়। বর্তমানে ব্লু অরিজিনের দুটি কার্যক্ষম নিউ শেফার্ড রকেট বুস্টার রয়েছে। এর মধ্যে একটি গবেষণা কার্গো ফ্লাইটের জন্য, অন্যটি যাত্রী ফ্লাইটের জন্য নির্দিষ্ট। এদিকে নিউ শেফার্ড রকেটে আসনের টিকিট মূল্য এখনো ঘোষণা করেনি সংস্থাটি। তবে নিলামে প্রথম ফ্লাইটের জন্য আসনের টিকিট মূল্য ছিল ২ কোটি ৮০ লাখ ডলার। অতীতে সংস্থাটির প্রতিষ্ঠাতা জেফ বেজোস মোট ১০ কোটি ডলার মূল্যের টিকিট বিক্রির খবর নিশ্চিত করেছেন। বব স্মিথ জানান, মহাকাশ যাত্রার জন্য শক্তিশালী চাহিদা দেখা গেছে।
16801