PDA

View Full Version : বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পূর্বাভাস দ



Ekram
2015-08-22, 12:59 AM
বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আগামী তিন বছরে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আরও বাড়বে। এই তালিকায় রয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসূমহ, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারতসহ বেশ কিছু দেশ। তবে চীনের প্রবৃদ্ধি কিছুটা কমে স্থিতিশীল থাকবে।

Defender
2015-09-09, 11:21 PM
একটি দেশের শুধু জন বল থাকলেই যে সে উন্নয়ন করতে পারবে সেটা সত্য নয় আমি মনে করি
একটি দেশের জনশক্তিকে কাজে লাগেয়ে যারা কাজ করে তারাই উ্ন্নয়ন করতে পারে আরএটা আশে আয় বৃদ্ধির উপর নির্ভির করে।

Imran1995
2015-09-10, 12:38 AM
বিশ্বের অর্থনীতি ঘুরে দাড়াবে আমদানি রপ্তানির প্রবৃদ্ধির জন্য । এট অর্থনৈতিকভাবে পর্যলোচনা করে জানা গেছা ।আর অর্থনৈতিক দিক ঘুরে দাড়ালে আমাদের বিশ্ব উন্নত বিশ্বে পরিণত হবে ্

yasir arafat
2016-04-06, 12:30 PM
এটার ফলাফল খুব একটা পড়বে না বললে চলে। কারণ আপনি যখন এদের অর্থনীতিগুলো ভাল করে পর্যালোচনা করবেন এবং আগের অর্থনীতির ফলাফলগুলো দেখবেন ,তখন বেশির ভাগ ক্ষেত্রে একটা জিনিস চোখে পড়বে,সেটা হল তার বেশ দ্রত ক্ষতি কাটিয়ে উঠছে।

RUBEL MIAH
2016-05-27, 10:05 PM
বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পূর্বাভাস অনেকটাই আগে থেকে অবলোকন করা যায় । আমরা যদি ঠিক মত মার্কেট এ্যনালাইসিস করি তাহলে দেখতে পাই মার্কেটের অবস্থা । সুতরাং আমরা যখন যে অবস্থাতে মার্কেট থাকুক না কেন পূর্বাভাস যেন বলতে পারি ।

Realifat
2016-06-18, 02:19 PM
আপনার তথ্য অনেক কার্যকরি হতেও পারে। কেননা আগামী তিন বছরে বিশ্ব অর্থনীতি ঘুরে দাড়ানোর পূর্বাভাস দিয়েছে এমন সংবাদ আমি ও ভেবেছিলাম। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারতসহ বিশ্বের উন্নত দেশগুলোর জিডিপির হার বৃদ্ধি পেলে মেজর পেয়ারগুলোতে ইউএসডি শক্তিশালী ভূমিকায় অবস্থান করতে পারে।

Md Masud
2017-05-25, 09:38 PM
অর্থনৈতিক দিক ঘুরে দাড়ালে আমাদের বিশ্ব উন্নত বিশ্বে পরিণত হবে । বিশ্বের উন্নত দেশগুলোর জিডিপির হার বৃদ্ধি পেলে মেজর পেয়ারগুলোতে ইউএসডি শক্তিশালী ভূমিকায় অবস্থান করতে পারে । আমরা যদি ঠিক মত মার্কেট এ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই মার্কেটের অবস্থা ।

Zubaer54
2017-07-07, 06:34 PM
দিনে ৩-৪ ঘন্টা ফরেক্স মার্কেটে বা ফোরামে ।নতুন ট্রেডারদের ট্রেডিং শেথার জন্য দিনে ৩-৪ ঘন্টা ফরেক্স মার্কেটে বা ফোরামে ফরেক্সে ডেমো ট্রেড করার পাশাপাশি মুদ্রার গতিবিধি বিশ্লেষণ,পরিবর্তন,ক্যান্ডেলস্টিক বিনিময় হার ইত্যাদি পরিসংখ্যান সম্পর্কে না জানলে ফরেক্সে লস হবে।মেয়েরাও ঘরে বসে ছেলেদের পাশাপাশি ফরেক্স করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। সেই সাথে নিজেদের পারিবারিক অবস্থার উন্নতি করতে পারে।