PDA

View Full Version : ক্রিপটো কারেন্সি পেয়ারের প্রথম ট্রেড



md mehedi hasan
2022-02-21, 04:09 PM
জীবনে প্রথম আমি ফরেক্স মার্কেট ক্রিপটো কারেন্সিতে প্রথম ট্রেড ওপেন করলাম।সোলানা পিয়ারে ডেলী চার্ট এ ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে এবং একটি পিনবার দেখে ট্রেডটি ওপেন করলাম।যদিও ট্রেড টি এগ্রিসিভ ওপেন করা হয়েছে।তাই রিক্স বেশি।আরও কনফরমেশন নিয়ে ট্রেড টি ওপেন করাই উত্তম ছিল।
স্টপলস-৭৬
প্রথম টার্গেট-১৫০
দ্বিতীয় টার্গেট-১৯৮
16808

Mas26
2022-03-27, 10:24 AM
আসলে আপনি কোন পজিশনে ট্রেডটি ওপেন করেছেন সঠিকভাবে বুঝতে পারছি না সোলনা পেয়ারটি এটা একটি নতুন পেয়ার ফরেক্স মার্কেটে এবং এটা অবশ্যই একটি ভালো মাপের পেয়ার তানাহলে ফরেক্স মার্কেটে সুযোগ পেত না যাই হোক সবচেয়ে বড় কথা কি আমিও খুব বেশি ট্রেড করিনি ক্রিপ্টোকারেন্সি ে এখানে ট্রেডকরা ঝুঁকিপূর্ণ কারণ এটা অনেক ভালাটাইল হয় এবং মার্কেট মুভমেন্ট অনেক বেশি থাকে যেকোনো সময় আপনার বড় ধরনের অ্যাকাউন্ট জিরো করে দিতে সক্ষম এজন্য একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে এবং টেক প্রফিট স্টপ লস অবশ্যই ব্যবহার করতে হবে। তা না হলে আপনার একাউন্টে যে কোন সময়ে জিরো হয়ে যেতে পারে এবং অনেক সময় দেখা যায় এ ধরনের ক্রিপ্টোকারেন্সি অনেক ঝুলে থাকে বা মার্কেট মুভমেন্ট থেমে থাকে এবং অনেক সময় এটা অনেক বেশি নিচে নেমে যায় এবং অনেক উপরে উঠে যায় এক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত তবে।

Hridoy6763
2022-04-02, 10:17 PM
আপনার এন্ট্রি টা আমার কাছে রিস্কি মনে হয় না,তবুও আমি সাধারনত ফোরাম বোনাস দিয়ে ট্রেড ক্রিপ্টোকারেন্সী তে করিনা,একাউন্ট এ ঝামেলা হতে পারে,আর আপনি ফোরাম বোনাস দিয়ে সাধারনত সকল কারেন্সী পেয়ার এ ট্রেড করে উক্ত প্রফিট উইথদ্র করতে পারবেন কিন্তু আপনি ক্রিপ্টোকারেন্সী এর প্রফিট উইথদ্র করতে পারবেন না,তাই কারেন্সী পেয়ার ট্রেড করুন।

souravkumarhazra6763
2022-04-04, 07:53 PM
আমি কখনো ক্রিপ্টো কারেন্সি তে ট্রেড করিনি আমার কাছে রিস্কি মনে হয়,আর ফোরাম বোনাস ডলার দিয়ে ক্রিপ্টো ট্রেড না করাই ভালো একাউন্ট বাতিল করে দিতে পারে,তাই সব সময় সাধারণ কারেন্সি পেয়ার এ ট্রেড করুন এবং প্রফিট উইথড্র করুন ধন্যবাদ ভাই।