PDA

View Full Version : বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ



Ekram
2015-08-22, 01:05 AM
বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। চলতি বছরে এই দেশটির প্রবৃদ্ধি ২ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আগামী বছরে দশমিক ১ শতাংশের বেশি বেড়ে প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৯ শতাংশ। পরের বছরে এই হার বেড়ে হবে ৩ শতাংশ। সর্বশেষ ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৯ শতাংশ।
আরেক বড় অর্থনীতি ব্রাজিলে এ বছর জিডিপি প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৪ শতাংশ। ২০১৬ সালে গিয়ে তা বেড়ে দাঁড়াবে ৩ দশমিক ৭ শতাংশে।

Hasnat50
2015-08-27, 02:43 PM
Good information, I am searching it, it's very helpful for me

swadip chakma
2015-09-10, 11:18 PM
অনেক ভালভাবে জানতে পারলাম যুক্তরাস্ট্র সবচেয়ে অত্তনিতির সম্ব্রদ দেশ।কারন একানে ভাল করে দেশের প্রবুদ্দির হার আলোচনা করা হয়েছে।তারপর জানতে পারলাম ব্রাজিল অবস্তান সম্পরকে যা আমি আগে জানতাম না।এভাবে যদি অত্তনিতির সম্পরকে জানা যায় তাহলে মার্কেট নিরবাচন করার সময় কোন সমসস্যা হবেনা।

arvi
2016-02-10, 01:53 PM
জেনে খুবই ভাল লাগ্ল যে যুক্তরাষ্ট্র আরথনইতিক প্রব্রিধির হার আগের বছরের তুলনাই আনেক ভাল আবস্থানে আছে। কোন দেশের আরথনইতইক আবস্থান ভাল হলে দেশের উন্নতি তে বাঁধা কম থাকে। আমরাও আমাদের দেশের আরথনইতিক প্রবিধধি নিয়ে আশাবাদি। আমদের আলচনাই যদি আরও আনেক উন্নত দেশের আরথনইতিক আবস্থান নিয়া আলচনা করতে পারি তা হলে আরও ভাল লাগবে ।

fatemaakhter
2016-02-26, 09:00 PM
আমেরিকা তার অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিশালি অবস্থানের জন্য বিশ্বের নাম্বার অয়ান রাষ্ট্র হিসেবে মাথা উচু করে দাঁড়িয়েছে ।তাই সব ছোট - বড় রাষ্ট্রই আমেরিকার সাথে কোন না কোন ভাবে জড়িত ।তাই ফরেক্স মারকেটে আমেরিকার অর্থনৈতিক বিপুল ভাবে প্রভাব ফেলে ।আপনার কাছে যে তথ্যগুলো জানতে পারলাম আমার অনেক কাজে লাগবে ।

Marufa
2016-02-27, 09:52 AM
দীর্ঘ মেয়াদি ট্রেড করার জন্য এসব অর্থনৈতিক পর্যালোচনাগুলো অনেক বেশি কার্যকর বলে আমি মনে করি । যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা ভাল হবে মানে ডলার এর দাম বাড়বে । আর ডলার এর দাম বাড়বে মানে এর সাথে অন্যান কারেন্সির একই অনুপাতে দামের প্রভাব পড়বে বলে আমি মনে করি ।

Md Akter Hossain
2016-02-27, 10:14 AM
উপরের তথ্যগুলো আমারদর লং টাইমে ট্রেড করার জন্য অনেক সাহায্য করবে । কেননা আপনি যদি লং টাইম টেড করতে চান তাহলে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস এর পাশাপাশি সবথেকে বেশি গুরুক্ব দিতে হবে ফন্ডোমেন্টাল অ্যানালাইসিস এর উপার । তবেই আসবে সফলতা ।

MotinFX
2016-03-01, 09:55 AM
অাপনার লিখা পড়ে অামেরিকা সম্পর্কে ফনেক কিছু জানতে পারলাম কারন ফরেক্স মার্কেটে আমেরিকান ডলারের সম্পর্কে জানা অতি গুরুত্বপুর্ন। ফরেক্স মার্কেটে আপনি টিকে থাকতে বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ সম্পর্কে আপনাকে ধারনা রাখতে হবে। আমেরিকার একটা নিউজ মার্কেট কে যত টুকু প্রভাবিত করে অন্য কোন দেশের নিউজ সেভাবে প্রভাবিত করেনা। তাই অামেরিকার নিউজ সম্পর্কে সব সময় সজাগ থাকতে হবে।

Realifat
2016-03-23, 08:53 AM
আমি আপনার সাথে একমত।ফরেক্সে আমেরিকার মুদ্রা ডলারের অনেক গুরুত্বপূর্ণ একটা কারেন্সি।তাই ফরেক্সে ভালোভাবে ট্রেড এবং ভালোভাবে অ্যানালাইসিস করার জন্য আমেরিকার অর্থনীতি সম্পর্কে এমন বিশদ আলোচনার প্রয়োজন ছিল।আসলে এটা সবচেয়ে সত্য যে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হচ্ছে আমেরিকা। এখানে ক্রমেই প্রবৃদ্ধি হার বৃদ্ধি পাচ্ছে।

yasir arafat
2016-04-06, 12:21 PM
বর্তমানে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠেছে যুক্সরাষ্ট্র।আর এদের অর্থনীতি হঠাত্ করে নিচের দিকে পড়লেও তা উপরের দিকে উঠতে বেশি সময় লাগে না।সুতরাং আমরা যদি এটা লক্ষ্য করি এবং করেক বছর আগের রেজাল্ট দেখি তার সহজেই প্রমাণ পায়।

RUBEL MIAH
2016-04-30, 10:41 AM
বিশ্বের সবচেয়ে বড় স্বচ্ছল দেশ হিসেবে ধরা হয় এই যুক্তরাষ্ট্রকে । যুক্তরাষ্ট্র বর্তমানে খুবই স্বচ্ছল অর্থনৈতিক দিক থেকে । সুতরাং আমরা সবাইকে এই ব্যবসা করার জন্য আগ্রহ প্রদান করি যাতে করে এদেশও স্বাবলম্বী হতে পারে ।

dwipFX
2016-05-05, 11:08 AM
বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ আমেরিকা নিশ্চিত ভাবে সবাই বলতে পারবে।আমেরিকা সারা বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ করে। আমার কাছে ইউরো ভাল প্রভাব বিস্তার করছে কারন আমেরিকা ন্যাটোর মাধ্যমে আরো শক্তি শালি হয়।