View Full Version : ভালো মানের পোস্ট নির্বাচন করা জরুরি।
ফোরামে ভালো বোনাস পেতে হলে আপনাকে অবশ্যই খুব ভালো মানের পোস্ট করতে হবে এবং তার বিপরীতে লাইক পেতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপকামিং নিউজ থেকে শুরু করে সমগ্র ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে জানতে হবে। আপনাকে প্রতিনিয়ত ফোরামের সাথে সংযুক্ত থেকে মার্কেট এর নিউজগুলো বুঝতে হবে। ট্রেডিং সম্বলিত নিউজ গুলো কে প্রাধান্য দিতে হবে। যেমন ধরুন কোনো কারেন্সি পেয়ারের পূর্বাভাস এবং কোন দেশের জিডিপি এর বর্তমান অবস্থা। নিত্য নতুন আপডেট নিউজ গুলো সবার আগে ফোরামে পৌঁছাতে হবে। ফোরামে লেখার বচন অর্থাৎ লেখার ভঙ্গিমায় সহজ এবং প্রাঞ্জল হতে হবে। সকলকে বুঝার জন্য সহজলভ্য ভাষা ব্যবহার করতে হবে এবং সেই লেখা দিয়ে ট্রেডার্গন উপকৃত হয় সেইরকম মন মানসিকতা থাকতে হবে।ধন্যবাদ।
Mas26
2022-02-22, 08:45 AM
আসলে ফরেক্স মার্কেটে আমরা যারা পোস্ট করি। তারা আসলেই ভাল মানের পোস্ট করা দিকে লক্ষ রাখতে হবে। কারণ এখানে আমরা শিখতে এসেছি শুধু বোনাসের জন্য নয় এবং আমরা যদি এখানে ভালো ভালো পোস্ট করার মাধ্যমে অন্য কেউ উপকৃত হয় বা ফরেক্স সম্পর্কে স্বচ্ছ ধারণা পায় তাহলে তারাও এখান থেকে জ্ঞান অর্জন করার মাধ্যমে প্রফিট করতে পারবেন। তাই আমি বলতে চাই যে প্রত্যেকটা ট্রেডারের উচিত এখানে উন্নত মানের পোস্ট করা মানসম্মত পোস্ট করা তাহলে এখান থেকে আমরা কিছু শিখতে পারব একে অপরের মাধ্যমে ধন্যবাদ।
habibi
2022-02-22, 01:48 PM
অবশ্যই ফোরামের পোস্ট মান উন্নত করা উচিত। আগে এই ফোরামে একদিনে ৩০-৩৫ টি পোস্ট যেত। এটি এখন কমিয়ে ৫-১০ করা হয়েছে এবং একটি পোস্টের জন্য ৫০ ডলার পর্যন্ত দেওয়া হচ্ছে এর কারণ কি? এর কারণ হল ফোরাম অ্যাডমিনিস্ট্রেট চাই যাতে ফোরাম মেম্বাররা খুবই শিক্ষণীয়, তথ্যবহুল, আকর্ষণীয়, এবং মান সম্পন্ন পোস্টের জন্য মনোনিবেশ করতে পারে । কিন্তু আমরা এখনো সেই নিম্মমানের পোস্ট নিয়ে পড়ে আছি। আমরা এখনো মনে করি যে বেশি পোস্ট করলে বেশী বোনাস পাব। আমাদের বেশীর ভাগ পোস্ট এর কোন শিক্ষণীয় বা গুরুত্বপূর্ণ কোন কিছু নেই। আর যেগুলো পোস্টগুলো করছি তার বেশিরভাগই অপ্রয়োজনীয়। কেউ কোন আনাল্যসিস দেই না। কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে না, শুধুমাত্র ২/৩ লাইন এর কিছু একটা লিখে চলে আসি। আমি আপনাদের আবার স্মরণ করিয়ে দেই যে ফোরাম এর পোস্ট গুলো এখন isca এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এর গুনগত মান হিসাব করা হয়। তার মানে এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা এর গুনগত মান হিসাব করা হয়। এই সিস্টেমে পোস্টগুলো খুবই শিক্ষণীয় তথ্যবহুল, আকর্ষণীয়, এবং মান সম্পন্ন হতে হবে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.