PDA

View Full Version : গাড়ির লো বীম ও হাই বীমের মধ্যে পার্থক্য কখন ব্যবহার করবেন??



SumonIslam
2022-02-22, 12:17 PM
16809
অনেকেরই জানা থাকে না হাই এবং লো বীমের পার্থক্যটা কোথায়,দৃশ্যমানতা/স্পষ্টতা কমে গেলে গাড়ি চালানো, সেটা আবহাওয়ার কারণে হোক বা কম আলো, চালকের জন্য দুটি প্রধান চ্যালেঞ্জ নিয়ে আসে; আপনি কোথায় যাচ্ছেন তা দেখার ক্ষমতা এবং অন্যান্য রাস্তা ব্যবহারকারীদের দেখার ক্ষমতা। গাড়ির হেডলাইটের দুটি সেটিংস রয়েছে: হাই বীম এবং লো বীম▫️◾
হাই বীম উজ্জ্বল হয় এবং এটি মুলত হাইওয়ে বা নিরব, ফাঁকা রাস্তায়(গ্রাম) জ্বালানো যাতে সামনের রাস্তাটি দীর্ঘ দূরত্বের হওয়ায় বেশি আলোকিত হয়। কম দূরত্বের রাস্তার জন্য/ছোট দূরত্ব আলোকিত করতে লো বীম ব্যবহার করে।কারণ বেশি দূরে দেখতে হয় না,পর্যাপ্ত লাইটিং থাকে।যেখানে রাস্তার আলো আছে সেখানে (শহরের)গাড়ি চালানোর জন্য লো বিম; অন্ধকার রাস্তার জন্য হাই বিম।
না বুঝে হাই বিম ব্যবহার করে অন্যের ড্রাইভিং এ কষ্ট বা গাড়ির দূর্ঘটনার শিকার হতে পারে।কিছুক্ষণ আগেও এক এক্সিডেন্ট এর পোস্ট দেখেছি।এভাবে অজ্ঞ হয়ে অন্যের জীবনের সাথে ছিনিমিনি খেলার অধিকার নেই,তাই যা জানা নেই তা জেনে নেয়া টাই শ্রেয়।।
সবার সাবধানতা অবলম্বন করা উচিত