Log in

View Full Version : এনালাইসিস শেয়ার করার চাইতে আপনার লাইভ ট্রেড শেয়ার করেন।



md mehedi hasan
2022-02-23, 04:06 PM
ফোরামে বড় ভাইদের এনালাইসিস দেখতে দেখতে বোরিং হয়ে পরছি।ভাই আপনাদের এনালাইসিস আমাদের কোন কাজে লাগছে না।যদি আপনাদের এনালাইসিস থেকে আমরা উপকৃত হতাম তাহলে প্রতি মাসে এতো লস করতাম না।আপনারা যদি আমাদের উপকার করতে চান তাহলে আপনাদের লাইভ ট্রেড গুলো আপনাদের সাথে শেয়ার করেন।আর ট্রেডটি আপনি কেন ধরলেন কি কারনে ধরলেন সেগুলো জানান।আমি একটি ট্রেড ওপেন করলাম।এই ট্রেডটি ডাব্লিউ প্যাটার্ন ছিলো।একটি পিনবার ছিলো এবং এরসাথে ভালো একটি রেসিসটেন্স লেভেল ছিল।ইত্যাদি দেখে ট্রেড টি ওপেন করেছি।এভাবে লাইভ ট্রেড ও ট্রেড ধরার কারন গুলো যদি তুলে ধরেন তাহলে আমরা বেশি উপকৃত হবো।