PDA

View Full Version : ইন্টেলের জন্য বিশ্ববাজারে বাড়বে সার্ভারের দাম



DhakaFX
2022-02-23, 04:18 PM
সার্ভার চিপ উৎপাদন ও বাজারজাত করার সময় ২০২৪ সাল পর্যন্ত পিছিয়ে দিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশন। সম্প্রতি বিনিয়োগকারীদের সঙ্গে আলাপকালে ইন্টেলের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট গেলসিঞ্জার নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আগামী চার বছর চিপ উৎপাদন প্রযুক্তিতে বড় বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। এতে সবচেয়ে লাভবান হবে ইন্টেলের অন্যতম প্রতিদ্বন্দ্বী এএমডি। একই সঙ্গে বিশ্ববাজারে বাড়বে সার্ভারের দাম। প্যাট গেলসিঞ্জারের এই ঘোষণার পর ইন্টেলের শেয়ার ৫ শতাংশ কমে গেছে।
এক বিবৃতিতে ইন্টেল জানিয়েছে, ২০২৩-২৬ সালের মধ্যে কম্পিউটার এবং ডাটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবসায় উচ্চ প্রবৃদ্ধি হার দেখা যাবে। উল্লেখ্য, গত মাসে ইন্টেল করপোরেশন ঘোষণা করেছে, বিশ্বের বৃহত্তম চিপ তৈরির কমপ্লেক্স তৈরি করতে ১০ হাজার কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করবে তারা। এটি তৈরি হবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওহাইওতে।
http://forex-bangla.com/customavatars/1982963335.jpg