PDA

View Full Version : ট্রেন্ড লাইন এবং চার্ট প্যাটার্নস



shohag101
2015-08-22, 01:33 AM
১। অন্তত ২টি টপ (top) অথবা বটম (bottom) পয়েন্ট সংযুক্ত করে ট্রেন্ড লাইন আঁকতে হয়। তবে ৩টি পয়েন্ট হলে ট্রেন্ড লাইন কনফার্ম হয়।
২। সাপোর্ট এবং রেসিসট্যান্স লাইনের মত যতই প্রাইস ট্রেন্ড লাইনগুলোকে টেস্ট করবে, ট্রেন্ড লাইনগুলো তত শক্তিশালী হবে।
৩। জোর করে ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করবেন না যদি। সেক্ষেত্রে তা ভ্যালিড ট্রেন্ড লাইন হবে না।
৪। যত খাড়াভাবে আপনি ট্রেন্ড লাইন আঁকবেন, ততই এইটি গুরুত্বহীন বা অকার্যকর হয়ে পরবে এবং তত শিগ্রই এর ভেঙ্গে পড়ার সম্ভাবনা বেশি।

maziz6989
2015-08-22, 08:46 AM
ভাল লিখেছেন কিন্তু আপনি টাইম ফ্রেম দেন নি। তাহলে কি আমার ধরে নেবে যে ট্রেন্ড লানের জন্য টাইমফ্রেমের কোন দরকার নেই। এক সপ্তাহ বা একদিন অথবা চার ঘন্টার জন্য ট্রেন্ড লাইন আকা হয়। সব থেকে বেশি আকা হয় ডেইলি টাইম ফ্রেমে। কেননা যারা লং টাইম ট্রেডার তারাই এগুলো ফলো করে বেশি।

anwarForex
2015-08-22, 10:49 AM
ট্রেন্ড লাইন সকল টাইম ফ্রেমে কার্যকরী। ট্রেন্ড লাইনের মূল কথা হচ্ছে -
১। হায়ার হাই-হায়ার লো : আপ ট্রেন্ডের বেলায়
২। লোয়ার হাই - লোয়ার লো: ডাউন ট্রেন্ডর বেলায়

কেউ যদি ট্রেন্ড বুঝতে পারে তবে ফরেক্স মার্কেটের ৭৫% বুঝে ফেলেছে।

maziz6989
2015-08-27, 05:35 PM
ট্রেন্ডকে বলা হয় সবার বন্ধু যে ধরতে পারে। তাই আপনি যদি সঠিক ভাবে ট্রেন্ড লাইন আকতে পারেন তবে ধরে নিবেন আপনার কাজ অর্ধেক শেষ। তাই সবার উচিত ট্রেন্ড লাইন আকতে শেখা। প্যটার্ন হল বিশেষ কিছু সেট আপ যেগুলো কে মার্কেট বেশ সমীহ করে চলে। তবে অনেক সময় ট্রেড প্রেসারে ম্যনিপুলেট হলে কিছুই করার থাকে না।

Marufa
2015-08-31, 06:29 AM
ফরেক্স মার্কেটে সবচেয়ে বড় বন্ধু হচ্ছে ট্রেন্ড । সঠিক ট্রেন্ড নির্ধারন করাটাও খুব সহজ নয় । এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল টাইম ফ্রেম । হয়ত এইচ ওয়ান টাইম ফেম্রে মার্কেট উর্দ্ধমূখী কিন্তু ডে টাইমফ্রেম দেখলে বুঝা যায় আসলে মার্কেট নিম্নমূখী । আর একটি বিষয় হচ্ছে সঠিক সাপোর্ট রেসিসটেন্স নির্ধারন করা । এক্ষেত্রে ভুল করলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে ।

MotinFX
2015-09-03, 11:22 PM
ট্রেন্ড লাইন ফরেক্স মার্কেটে গুরুতপুর্ণ ইনডিকেটর। এই ইনডিকেটর দিয়ে ট্রেড করা যায়।

amdad123
2015-09-05, 12:15 AM
সঠিক ট্রেন্ডলাইন নির্ধারন করাটাও খুব সহজ নয়, এক্ষেত্রে একটি টাইমফ্রেম ঠিক করে সাপোর্ট- রেসিসট্যান্স ঠিক করতে হবে, কোনটি ভালো সাপোর্ট লাইন ও কোনটি ভালো রেসিসট্যান্স লাইন তা আগে নির্ধারণ করতে হবে।

fxover
2015-09-15, 04:36 AM
হ্যাঁ আমরা যদি ভালোভাবে ট্রেন্ড লাইন আকতে পারি তাহলে সেটা অনেক কাজের । তবে হ্যাঁ ট্রেন্ড লাইন্টি সঠিক ভাবেই আঁকতে হবে । আর তা নাহলে আমাদের ভুল ট্রেড এ এন্টি নেবার মত ভুল হতে পারে । তাই আমরা যা করতে চাই তা সঠিক ভাবেই করতে হবে । তবে শুধু মাত্র ট্রেন্ড লাইন এর উপর নির্ভর করে ট্রেড করলেই হবে না আমাদেরকে এর সাথে অন্যান্য এনালাইসিস মিলিয়ে নিয়ে ট্রেড করতে হবে তবেই কিনা আমরা সফল হতে পারব ।

basaki
2016-01-29, 09:36 AM
ট্রেড লাইন এবং চার্ট পেটার্ন এই দুইটি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অনেক প্রয়োজন হয়ে থাকে। কেউ যদি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার হয়ে থাকেন তবে এই বিষয় গুলি ভাল করে আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করে জান তবে আমি মনে করি যে সে ফরেক্স মার্কেটে খুব কম লস করবে।

yasir arafat
2016-04-02, 04:08 PM
এতো কিছু না করে আমি মনে করি শুধু সাপোর্ট এবং রেসিসটেন্স রোল ফলো করাটাই অতি উত্তম।এতে কোন রকম আর ঝুকি থাকে ।অন্যান্য চার্ট প্যাটানের চেয়ে এটা আরো অনেক ভাল কাজ করে।ব্যবহার করলে সহজেই বুঝা যায়।

sharifulbaf
2016-05-20, 09:34 AM
ফরেক্স মার্কেটে আমরা চার্টের উপরে ট্রেন্ড লাইন একে ট্রেডিং করে থাকি,তেমনি ট্রেন্ডের সাথে ট্রেড করলে ভাল প্রফিট হয় এই ট্রেন্ড লাইন আমরা ক্যান্ডেল চার্ট এনালাইসিস করে বাহির করতে পারি,সকল ফরেক্স ট্রেডার দের মার্কেটের ট্রেন্ড অনুসরণ করে ট্রেডিং করা দরকার তাহলে ভাল প্রফিট করা যাবে।

HKProduction
2016-06-24, 05:35 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ট্রেন্ড খুবই জরুরী একটি বিষয়। বিশেষ করে সফল ট্রেওডাররা এই সময়টুকুর জন্যই ওৎ পেতে বসে থাকে এবং সময় ও সুযোগকে কাজে লাগায়। যারা সাপোর্ট এবং রেসিসটেন্স ভাল চিনে একমাত্র তারাই ফরেক্স মার্কেটে ভাল প্রফিট করতে পারে। কিন্তু এটা চিনতে হলে ফরেক্স মার্কেটে দীর্ঘ সময় ধরে ট্রেডের সাথে লেগে থাকতে হয়। বিশেষ করে ডেমো ট্রেড করে আমরা সবচেয়ে বেশি উপকৃত হতে পারি।

Rahat015
2016-06-24, 05:43 PM
মূলত ট্রেন্ড লাইন মার্কেট ট্রেন্ড কে ধরার জন্য ব্যবহার করা হয়। ট্রেন্ড লাইন আকার কিছু নিয়ম হল
১। অন্তত ২টি টপ (top) অথবা বটম (bottom) পয়েন্ট সংযুক্ত করে ট্রেন্ড লাইন আঁকতে হয়। তবে ৩টি পয়েন্ট হলে ট্রেন্ড লাইন কনফার্ম হয়।
২। হায়ার হাই-হায়ার লো : আপ ট্রেন্ডের বেলায়
৩। লোয়ার হাই - লোয়ার লো: ডাউন ট্রেন্ডর বেলায়
যে কোন টাইম ফ্রেমে তবে লং ট্রেড এর জন্য ভালো হবে।
সাপোর্ট রেসিস্টেন্স ও কিন্তু মাথায় নিয়ে ট্রেড করতে হবে কিন্তু।

Md. Tariqul Islam
2016-07-18, 10:02 AM
সঠিক ট্রেন্ড নির্ধারন করাটাও খুব সহজ নয় । এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল টাইম ফ্রেম । হয়ত এইচ ওয়ান টাইম ফেম্রে মার্কেট উর্দ্ধমূখী কিন্তু ডে টাইমফ্রেম দেখলে বুঝা যায় আসলে মার্কেট নিম্নমূখী । আর একটি বিষয় হচ্ছে সঠিক সাপোর্ট রেসিসটেন্স নির্ধারন করা । এক্ষেত্রে ভুল করলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে ।

Sahed
2016-07-28, 06:23 PM
ফরেক্স মার্কেটে সফল ট্রেডাররা ট্রেন্ড ধরেই ট্রেড করে থাকে । মার্কেটে আপনি যদি সঠিক সময়ে ট্রেন্ড ধরতে পারেন তাহলে আপনার অধেক কাজ সমাপ্ত হয়ে যায় । আর এর জন্য আপনি ভালভাবে মার্কেট এ্যানালাইসিস করা শিখতে হবে । মার্কেটে ট্রেন্ডই আপনার আপন বন্ধু । ধন্যবাদ ।

fxinfo
2016-07-28, 06:27 PM
এনালাইসিস করার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে । তবে আপনি সব পদ্ধতিতেই দক্ষ হতে পারবেন না । আপনাকে দক্ষ হতে হলে বিশেষ কিছু পদ্ধতি নিয়ে গবেষণা করতে হবে । তারপর সেই পদ্ধতিগুলো থেকে নিজের মত করে পদ্ধতি তৈরি করে নিতে হবে বলে আমি মনে । তাহলেই সহজেই সফল হওয়া যাবে ।

fatema begum
2016-07-31, 06:02 PM
আঁকা আকি করতে গিয়ে আমার প্রতিনিয়ত ভুল হয়।সেজন্য প্যাটান ইন্ডিকেটর ব্যবহার করি।আর আমার থেকে অ্যনালাইসিসটা বেশি জরুরী ।তাই আজে বাজে কাজ করার সময় থাকে না।আমরা মনে করি প্যাটান আকলে সব সমাধান।আসলে না।মেটা ট্রেডারে আপনি ট্রেডিং টুলসগুলো আপনার কাজে নিজের অ্যনালাইসিসের জন্য ব্যবহার করতে পারেন।

md mehedi hasan
2016-11-30, 10:49 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে ট্রেন্ড লাইন সঠিক ভাবে আকা শিখতে হবে।যে যত ভালো ট্রেন্ড লাইন আকতে পারবে সে ততো প্রফিটেবল ট্রেড করবে।ফরেক্স মার্কেটে চার্টপ্যার্টান একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনাকে চার্টপ্যার্টান দেখে সঠিক ভাবে বিশ্লেষন করা জানতে হবে।

FREEDOM
2020-06-26, 12:43 AM
১। অন্তত ২টি টপ (top) অথবা বটম (bottom) পয়েন্ট সংযুক্ত করে ট্রেন্ড লাইন আঁকতে হয়। তবে ৩টি পয়েন্ট হলে ট্রেন্ড লাইন কনফার্ম হয়।
২। সাপোর্ট এবং রেসিসট্যান্স লাইনের মত যতই প্রাইস ট্রেন্ড লাইনগুলোকে টেস্ট করবে, ট্রেন্ড লাইনগুলো তত শক্তিশালী হবে।
৩। জোর করে ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করবেন না যদি। সেক্ষেত্রে তা ভ্যালিড ট্রেন্ড লাইন হবে না।
৪। যত খাড়াভাবে আপনি ট্রেন্ড লাইন আঁকবেন, ততই এইটি গুরুত্বহীন বা অকার্যকর হয়ে পরবে এবং তত শিগ্রই এর ভেঙ্গে পড়ার সম্ভাবনা বেশি।

ট্রেন্ড লাইন ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি গুরুত্বপুর্ন। একজন ফরেক্স ট্রেডার সঠিকভাবে ট্রেন্ড লাইন ড্র করতে পারলে তার মাধ্যমে ভালো প্রফিট করতে পারবে৷ ট্রেন্ড লাইন আপনি মার্কেট দেখলেই বুজতে পারবেন আপট্রেন্ড নাকি ডাউনট্রেন্ড সেই হিসেবে আপনি হায়ার পয়েন্ট দুটি বা তিনটি সংযুক্ত করতে পারেন আবার আপট্রেন্ডের ক্ষেত্রে লোয়ার পয়েন্ট দুটি সংযুক্ত করতে পারেন। আর ট্রেন্ড লাইন যদি সাপোর্ট বা রেজিস্টান্স এর সাথে একই পয়েন্ট হয় তখন তা ট্রেডারদের জন্য এন্ট্রি পয়েন্ট হিসেবেই বিবেচিত হয়।

Sakib42
2020-06-27, 03:01 PM
ট্রেন্ড লাইন তীব্রভাবে এক ধরণের সূচক যা আপনাকে বাজার প্রবাহের প্রবণতা সনাক্ত করতে সহায়তা করে কারণ আপনি যদি বাজারের প্রবণতার বিরুদ্ধে বিনিয়োগ করেন তবে আপনার ব্যবসায়ের পরিস্থিতি হারাতে হবে যেভাবে আপনার ব্যবসাকে ইতিবাচক প্রবণতায় সরিয়ে নিতে কিছুটা সময় লাগে তাই এখানে ট্রেন্ড লাইন কাজ করে।