Smd
2022-02-25, 05:10 PM
ই কারেন্সি হলো এমন ধরনের সিস্টেম যা আমরা ওয়ালেট হিসেবে ব্যবহার করি। ফরেক্স ট্রেডিং সহ অন্যান্য সকল অনলাইন কেনাকাটার জন্য আমরা এই ধরনের ওয়ালেট ব্যবহার করে থাকি। এটি সাধারণ ব্যাংকের মতো তুলনা করা যেতে পারে। তবে এটির ব্যবহার অনেক সহজ এবং সুবিধাজনক। যে কোন দেশের সাথে লেনদেন করা যায় খুব সহজেই। ই কারেন্সি বলতে বুঝায় আমরা বিটকয়েন লাইট কয়েন ডুজি কয়েন স্কিল নেটেলার ইত্যাদি। তবে এই ধরনের কারেন্সি এখনো পর্যন্ত অনেক দেশে ব্যবহার নিষিদ্ধ। তবে এর ব্যবহার যেভাবে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে আশা করা যায় অদূর ভবিষ্যতে এটির প্রচলন আরো বেশি বেড়ে যাবে। আমাদের উচিত এটির ব্যবহার সম্পর্কে ভালো জ্ঞান রাখা এবং নিজেকে ডিজেটালাইস হওয়া। 2021 সালে ই কারেন্সির জন্য সবথেকে সুবর্ণ সুযোগ ছিল যার অবস্থান এখনও পর্যন্ত ব্রেক করতে পারেনি।