PDA

View Full Version : অন্যদের থেকে আলাদা স্ট্যাটেজি নিতে হবে।



Smd
2022-02-25, 07:11 PM
ফরেক্সে সবাই লস করে থাকে কিছু লোক ব্যতীত। দার শতকরা পার্সেনটিজ 5 শতাংশ এর নিচে হবে। মার্কেটের বাইরে থেকে অথবা নতুনরা অনেক আশা নিয়ে এখানে আসে কিন্তু টেডিং পরিস্থিতি দেখে তারা হতবাক হয়ে যায়। কিছু পিপস বা কিছু লাভ মার্কেটে টিকে থাকার জন্য যথেষ্ট নয়। মনে রাখতে হবে একটি ভূল আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করার জন্য যথেষ্ট। দীর্ঘমেয়াদী এখানে টিকে থেকে মার্কেট থেকে লাভ করায় হলো একজন প্রকৃত ট্রেডাররের কাজ। এজন্য আপনাকে অন্যের থেকে ভালো স্ট্যাটেজি অবলম্বন করতে হবে এবং সেই অনুযায়ী অনুসরণ করতে হবে। নিজের মতো করে ট্রেড লাইন তৈরি করে সিগনাল তৈরি করা যেতে পারে। আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করুন এবং মার্কেটে দক্ষতা বাড়ান।