PDA

View Full Version : আপনি বর্তমানে কোন স্ট্র্যাটেজি বা এনালাইসিস দিয়ে ট্রেড করছেন।



md mehedi hasan
2022-02-27, 07:41 PM
আমি ফরেক্স মার্কেট এ প্রথমে প্রাইস একশন ট্রেডিং সিস্টেমে ট্রেড করতার।কিন্তু বর্তমানে এর সাথে সাথে আর এস আই ইন্ডিকেটর দিয়ে মার্কেট ডাইভারজেনস এর সমন্বয়ে ট্রেড করি।এর সাথে এম বা ডাব্লিউ প্যাটার্ন ফলো করে ট্রেড করি।আর একটি স্ট্র্যাটেজি শিখছি মুভিং এভারেজ দিয়ে ট্রেড এন্ট্রি।আগে নিজেই অনলাইন রিসার্চ করে ফরেক্স শিখতাম এখন ফ্রিতে প্রশিক্ষণ নিচ্ছি।

samun
2022-07-27, 06:41 PM
সাধারণত ফরেক্স মার্কেটে আমি কারেন্সি নির্বাচন করে কারেন্সি নিউজ টাইমের ওপর নির্ভর করে ট্রেড করে থাকি এতে করে আমার ট্রেডিং এর প্রফিট করার ক্ষমতাটা কিছুটা বৃদ্ধি পায় নিউজ প্রকাশিত হবার পরবর্তী সময় আমি ফরেক্স মার্কেটে স্কেল করি এতে করে আমার খুব দ্রুত অল্প সময়ের মধ্যে কিছুটা প্রফিট অর্জিত হয় যে প্রফিট আমি পরবর্তীতে উইথড্র করে থাকি

abdulguffer
2022-07-28, 04:00 AM
আমার স্ট্রেটেজি হচ্ছে ফরেক্স মার্কেটের ৩টী গোল্ডেন রূলস ফলো করা । ১) ১:১০ লিভারেজ ব্যবহার করা। ২) প্রতিটা ট্রেড এ অবস্যই ১:৩ অনুপাতে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা।
৩)১ টার বেশি ট্রেড ওপেন না করা এবং পরবর্তি প্রতিটি ট্রেড সেইম লট এ ওপেন করা।

habibi
2022-07-28, 10:59 AM
আসলে আমাদের মার্কেটে ট্রেড করার আগে ভালভাবে আনাল্যসিস করা দরকার। ট্রেডিং জন্য আপনাকে আনাল্যসিস করে এমন এমনমুহূর্ত বের করে নিতে হবে যেখানে আপনি অন্তত ৭০% নিশ্চিত হতে পারবেন যে আপনি প্রফিটের সাথে ট্রেড ক্লোজ করতে পারবেন। এই ক্ষেত্রে আমি বলব যে প্রাইস অ্যাকশান স্ট্রেটেজি খুবই কার্যকর। আর একটি ট্রেড থেকে যদি ৫০-৭০ পিপ্স পফিট করা যথেষ্ট। আমরা অনেকে আছি যারা লোভে পরে আরো বেশী প্রফিট করা জন্য ট্রেড ওপেন রাখি পরে লস করে অ্যাকাউন্ট ০ তে নামিয়ে দেই। তাই ট্রেড করার আগে আমাদের আনাল্যসিস করতে হবে, এবং স্থির করতে হবে কখন এন্ট্রি নিতে হবে এবং কখন ক্লোজ করতে হবে।

EmonFX
2022-07-30, 11:53 AM
আমি সাধারণত প্রাইস অ্যাকশন, সাপোর্ট-রেজিস্ট্যান্স এবং ট্রেন্ডলাইনের উপর ভিত্তি করে ট্রেড করে থাকি। কেউ প্রাইস একশন/ফান্ডামেন্টাল/টেকলিকালি বা এসবের সমন্বয় করে কৌশল সাজায়, আপনার যেটাতে আনন্দ লাগে আপনি সেটার চর্চা করুন।
কেউ কেউ অন্যের কাছ থেকে স্টেটেজি নিয়েও ট্রেড করে, গুগলে ও আপনি অনেক লাভজনক স্ট্রেটেজি পাবেন, তবে অনেক সময় একই সিস্টেমে ট্রেড নিয়ে কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয় মাইন্ড ইট।
নিজের সাইকোলজি /মাইন্ড সেটের সাথে খাপ খায় এমন কৌশল গ্রহণ করুন।
একই সিস্টেমে এন্ট্রি নেয়ার চেষ্টা করুন, বারবার কৌশল বদলাবেন না।

সহজ ভাবে নেয়ার চেষ্টা করুন, ভুল হলে ভেঙে পড়বেন না, ভুল আপনার প্রধান শিক্ষক। অন্য যে কোন সেক্টরে ভুল শুধরানো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু ফরেক্সে আপনি পরবর্তী এন্ট্রি থেকে ভুল শুধরানোর সুযোগ পাবেন।
শুধু ডেমু নয় সেন্ট একাউন্টে প্রেকটিস করুন, এতে রিয়েলের সাইকোলজি তৈরি হবে।
প্রফিটে থাকলেও শেখার চেষ্টা অব্যাহত রাখুন, কারণ আপনার সিস্টেম আজ কাজে দিচ্ছে, কাল ব্যর্থও হতে পারে। শেখার কোন শেষ নেই। ফরেক্স একটা মহাসাগর। সিনিয়র জুনিয়র সবাই কে সম্মান প্রদর্শন করুন, সবার কাছ থেকে শেখার কিছু না কিছু পাবেন, সেগুলো লুফে নিন।
খেয়াল রাখবেন অনেক জুনিয়র ট্রেডার ও ভালো ট্রেডিং সিস্টেমের /সাইকোলজির জন্য আপনার থেকে ভালো ট্রেড করতে পারে।সিনিয়রদের অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করুন। জুনিয়রদের ভুল দেখলে তাচ্ছিল্য না করে ধরিয়ে দিন, অন্যের ভুল ধরতে পারা ও নিজের জন্য শিক্ষা।

নিজের প্রতি আস্থাশীল হোন, আপনি পারবেন এটা বিশ্বাস করতে শিখুন, লেগে থাকুন। মনে রাখবেন যেটা শিখতে যত কঠিন তার ফল ততো মিষ্টি হয়।
নিজের সাইকোলজি ডেভেলপ করুন, নিজের মধ্যে ধৈর্য আনার চেষ্টা করুন, স্টিক্ট মানি ম্যানেজমেন্ট ফলো করুন, রিস্ক রিওয়ার্ড রেশিও বাড়ানোর চেষ্টা করুন।
লং টাইম ফ্রেম কে গুরুত্ব দিন, ট্রেন্ডের সাথে থাকুন। মার্কেট বাই মুডে থাকলে বাই খুঁজুন, সেল মুডে থাকলে সেল খুঁজুন, মনে রাখবেন রিভার্স এন্ট্রি নিতে গিয়েই বেশিরভাগ ট্রেডার এস এল খায়।
অল্প এস এল দেয়ার অভ্যাস করুন। একদম টাইট এস এল পরিহার করুন, তবে এস এল ছাড়া কভু এন্ট্রি নয়। টার্গেটঃলস রেশিও নুন্যতম ২ঃ১ অথবা ৩ঃ১ রাখার চেষ্টা করুন।

সাপোর্ট রেসিস্টেন্স, ট্রেন্ড, ক্যান্ডেল কে বেশি বেশি গুরুত্ব দিন।
যে কোন বিষয় জানতে গেলে খুটিনাটি সব জানার চেষ্টা করুন, খেয়াল রাখবেন অল্প বিদ্যা ভয়ংকর। আজ এটা কাল ওটা এমন করতে গেলে কিছুই ভালো করে শেখা হবে না।