Log in

View Full Version : ডলারের বিপরীতে রুবলের মান ৩০% কমেছে



kohit
2022-02-28, 03:08 PM
ইউএস ডলারের বিপরীতে রুবলের মান ৩০ শতাংশ কমেছে। রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলোর বহুমুখী নিষেধাজ্ঞার মুখে কমল দেশটির মুদ্রার মান। খবর বিবিসি।

রাশিয়ার বিভিন্ন ব্যাংকের জন্য আন্তর্জাতিক পেম্যান্ট ব্যবস্থা সুইফট ব্যবহার নিষিদ্ধ হওয়ার প্রেক্ষিতে রুশ মুদ্রার মানে বড় পতন হল। ব্যাংকগুলোর উপর আরও নিষেধাজ্ঞা আসতে পারে এই আশঙ্কার মধ্যে রোববার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে ভূ-রাজনৈতিক উত্তেজনায় ব্রেন্ট অপরিশোধিত জ্বালানী তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এদিকে জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে ইউরোর মানও কমেছে ১ শতাংশ।

সুইফট মেসেজিং ব্যবস্থা ব্লক করায় রাশিয়ার আর্থিক কাঠামো বেশ ঝুঁকিতে পড়েছে। জ্বালানী তেল ও গ্যাস রফতানিতে সুইফটের উপর বড় আকারে নির্ভরশীল রাশিয়া।

নতুন নিষেধাজ্ঞায় ৬৩ হাজার কোটি ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার করতে পারছে না রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। দেশীয় মুদ্রার মানে এ পতনের ফলে মূল্যস্ফীতি আরও বাড়বে।

বণিক বার্তা