PDA

View Full Version : সুইফট সিস্টেম কীভাবে কাজ করে?



SUROZ Islam
2022-03-01, 01:31 PM
ইংরেজি সুইফট শব্দটির পুরো অর্থ হলো, সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। এটি মূলত দ্রুত আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানের আন্তর্জাতিক নেটওয়ার্ক। এ নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো বার্তা অত্যন্ত সুরক্ষিত থাকে। পাশাপাশি এটি বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য নেটওয়ার্ক, যার মাধ্যমে ব্যাংকগুলো অনেক বড় অংকের অর্থ অতি দ্রুত লেনদেন করতে পারে। একটি সমবায় হিসেবে ১৯৭০ সালে বেলজিয়ামভিত্তিক এ ব্যবস্থা গড়ে উঠেছিল। বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশের ১১ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এ নেটওয়ার্কে যুক্ত। সুইফটকে বলা হয় আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থার মেরুদণ্ড। ২০২০ সালে এ প্লাটফর্ম ব্যবহার করে প্রতিদিন ৩ কোটি ৮০ লাখ বার্তা আদান-প্রদান হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে প্রতি বছর কয়েক ট্রিলিয়ন অর্থ লেনদেন হয়। যদিও কিছু ব্যতিক্রম আছে। যেমন রাশিয়া ও চীন নিজস্ব ব্যবস্থা ব্যবহার করে, যা অনেকটা সুইফটের মতো। তবে সুইফটই বিশ্বের সর্বাধিক ব্যবহূত নেটওয়ার্ক।
16874