PDA

View Full Version : ট্রেডিং নেয়ার কৌশল।



Smd
2022-03-02, 09:57 PM
প্রথমেই আমাদের ট্রেডিং নেওয়ার পূর্বে বেশ কিছু বেসিক নিয়মকানুনগুলো জেনে নিতে হবে। কিভাবে ট্রেড নিতে হয় এবং কেমন করে ট্রেডগুলো সাজাতে হয়। এইখানে বুঝানোর জন্য আমি চারটি পয়েন্ট ধরে নিবো ১৯০০, ১৯১০, ১৯২০, ১৯৩০।
Instant Execution বলতে বুঝায় মার্কেট যে পয়েন্টে আছে সেই পয়েন্ট থেকে ট্রেডিং শুরু করা। সেইখান থেকে আমরা বাই অথবা সেল যেকোনো একটি নিতে পারি।
Buy limit ধরুন মার্কেট ১৯১০ আছে আপনি চাচ্ছেন ১৯০০ থেকে বাই নিতে। কিন্তু মার্কেট সব সময় ভিজিট করার মত সময় নেই সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন।
Sell limit: মার্কেট 1920 পয়েন্টে আছে আপনি চাচ্ছেন 1930 থেকে সেল নিতে তখন আপনি এটি ব্যবহার করতে পারেন।
Buy stop: মার্কেট 1920 পয়েন্টে আছে আপনি চাচ্ছেন 1930 থেকে বাই নিতে তখন আপনি এটি ব্যবহার করতে পারেন। এটির স্পেশাল গুণাবলী হচ্ছে এটি আপনার চলমান পয়েন্ট থেকে উপরের দিকে বাই নেয়া যায়।
Sell stop: মার্কেট 1920 পয়েন্টে আছে আপনি চাচ্ছেন 1900 থেকে সেল নিতে তখন আপনি এটি ব্যবহার করতে পারেন। এটির ও বিশেষ গুণাবলী হচ্ছে এটি চলমান মার্কেট থেকে নিচের পজিশনে সেল নেয়া যায়। বিস্তারিত সম্পর্কে আরো ভালো বোঝার জন্য নিচের স্ক্রিনশট শেয়ার করা হলোঃ
1689916900

Hridoy6763
2022-03-30, 10:18 PM
ফরেক্স মার্কেট এ এক এক জন ট্রেডার এক এক ভাবে ট্রেডিং কৌশল নির্ভর করে ট্রেড করে থাকে,আমি সাধারনত প্রাইস এ্যাকশান কৌশল এর উপর নির্ভর করে ট্রেড করে থাকি,আমি মার্কেট এর সকল গুরুত্বপূর্ন জোন গুলা নির্ধারন করে থাকি,মার্কেট এর ওয়ি জোন গুলা গেলে ক্যান্ডেক স্টিক কনফারমেশন এর মাধ্যমে মার্কেট এ এন্ট্রি নিয়ে থাকে।

souravkumarhazra6763
2022-04-07, 08:26 PM
ট্রেড নেওয়ার জন্য এক এক জন ট্রেডার এক এক রকম এর কৌশল অবলম্বন করে থাকে,আমি ও এন্ট্রি নেওয়ার জন্য ট্রেন্ড লাইন ব্যবহার করি এবং সাথে মুভিং এভারেজ দিয়ে মার্কেট ট্রেন্ড লং টাইম এ কোন দিক সেই দিক ট্রেড করে থাকি,আপনি যদি শুধুমাত্র ট্রেন্ড লাইন এর উপর ডিপেন্ড করে এই মার্কেট এ ট্রেড করেন অনেক প্রফিট পাবেন।