md mehedi hasan
2022-03-06, 06:25 AM
ফোরামে বিগেনার লেভেলের পোস্ট সবচেয়ে বেশি।এখানে আমরা প্রতিনিয়ত বিগেনার লেভেলের পোস্ট গুলো বেশি করি।আমি মনে করি ফোরামে বিগেনার লেভেলের চাইতে এডভান্স লেভেল এর পোস্ট বেশি করা উচিত।কারন ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে এডভান্স লেভেল রপ্ত করা খুব জরুরী।আমি বেশির ভাগ ফোরাম সদস্যদের প্রতি লক্ষ্য করেছি যে তারা সব সময়ই চেষ্টা করে সহজ পোষ্ট গুলো করে।যেমন ফরেক্স, লট সাইজ, লিভারেজ কি।ফরেক্স করতে সময় লাগবে কতদিন,ওভার ট্রেড করোনা,ধৈর্য্য ধারণ কর , লোভ ত্যাগ করো ইত্যাদি একই পোষ্ট গুলো বারবার করি বা উত্তর দেই।আপনারা হয়তো বলবেন নতুন তাই ফোরামে সেম পোস্ট থাকলেও আবার পোষ্ট করার অধিকার আছে।তাই সম পোস্ট করি।আসলে এসবের দরকার নেই।আমরা তো ফোরাম থেকে শিখতে আরসি।ফোরামে পোস্ট গুলো কি ভাবে ইফেক্টিভ হয় সেদিকে খেয়াল রাখতে হবে।আমার একটি নতুন জ্ঞান মূলক পোস্ট অন্যদের অনেক হেল্প করবে সেদিকে লক্ষ্য রাখতে হবে।