PDA

View Full Version : বিদ্যুৎ চালিত গাড়ি বানাতে জোট বেঁধেছে সনি ও হন্ডা



Montu Zaman
2022-03-06, 01:18 PM
জাপানের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক পণ্য নির্মাতা সনি ও গাড়ি নির্মাতা হন্ডা জোট বেঁধেছে বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাণে। তাদের যৌথ উদ্যোগের প্রথম গাড়ি বাজারে আসবে ২০২৫ সাল নাগাদ। এ লক্ষ্যে এ বছরই নতুন কোম্পানি খুলবে সনি ও হন্ডা; শুক্রবার সে খবেই জানিয়েছে দুই কোম্পানি। গাড়ির নকশা, নির্মাণ ও বিক্রির দায়িত্বে থাকবে ওই নতুন কোম্পানি। তবে নতুন কোম্পানির হাতে কোনো উৎপাদন কারখানার মালিকানা বা পরিচালনার অধিকার থাকবে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
অটোমোবাইল উৎপাদনে দীর্ঘ দিনের অভিজ্ঞতা রয়েছে হন্ডার। তাই নিজস্ব প্ল্যান্টে বিদ্যুৎ চালিত নতুন গাড়িগুলো নির্মাণের দায়িত্ব থাকবে হন্ডার উপর; আর গাড়ির জন্য ‘মোবিলিটি সার্ভিস প্ল্যাটফর্ম’ বানাবে সনি।স্মার্টফোন বাজারে চিপ সরবরাহকারী গুরুত্বপূর্ণ কোম্পানিগুলোর একটি সনি। পাশাপাশি গাড়ির জন্যেও চিপের নকশা করা বাড়িয়েছে তারা। প্লেস্টেশন কনসোলের সুবাদে গেইমিং বাজারেও আছে সনির শক্ত অবস্থান। প্রযুক্তি পণ্য ও যন্ত্রাংশ উৎপাদনে সনির অভিজ্ঞতা ও সাফল্য গাড়ি বানাতে কীভাবে কাজে লাগানো হবে, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে সিএনবিসি। বিদ্যুৎ চালিত যানবাহনের বাজারে প্রবেশের লক্ষ্যে ‘সনি মোবিলিটি’ নামে একটি নতুন কোম্পানি খোলার কথা সনি বলেছিল জানুয়ারি মাসেই। সে সময় ‘ভিশন-এস ০২’ নামের একটি ‘স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল’ বা এসইউভির প্রোটোটাইপ দেখিয়েছিল তারা। এদিকে হন্ডাও নিজেদের বিদ্যুৎ চালিত গাড়ির বাজারে প্রতিষ্টা করতে পুরোদমে কাজ করছে। ২০৪০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানি নির্ভর যানবাহনের উৎপাদন বন্ধের লক্ষ্য নিয়ে কাজ করছে তারা।
http://forex-bangla.com/customavatars/1073626563.jpg
বর্তমানে পশ্চিমা অটোমোবাইল কোম্পানি ‘জেনারেল মোটর্স’-এর সঙ্গে নতুন বিদ্যুৎ চালিত গাড়ি তৈরির কাজ করছে হন্ডা। সনি ও হন্ডার এই নতুন উদ্যোগকে অটোমোবাইল খাত আর শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর দক্ষতা বাড়ানোর চেষ্টায় জোট বাঁধার আরেকটি উদাহরণ হিসেবে দেখিয়েছে সিএনবিসি। প্রযুক্তি কোম্পানিগুলো ক্রমশ বিদ্যুৎ চালিত গাড়ির বাজারে ঝুঁকছে, আর পুরনো অটোমোবাইল নির্মাতারা নিজেদের প্রযুক্তি উন্নয়নের চেষ্টায় ব্যস্ত। সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যুৎ চালিত গাড়ি উৎপাদনের লক্ষ্যে নতুন কোম্পানি খুলেছে চীনের শীর্ষস্থানীয় দুই প্রযুক্তি কোম্পানি বাইদু ও শাওমি। অন্যদিকে ২০২১ থেকেই শোনা যাচ্ছে, স্বচালিত গাড়ি নির্মাণের উদ্যোগকে আরো এগিয়ে আনার চেষ্টা করছে আইফোন নির্মাতা অ্যাপল।