PDA

View Full Version : রাশিয়ায় রফতানি বন্ধ স্যামসাংয়ের



kohit
2022-03-06, 04:50 PM
চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে রাশিয়ায় পণ্য রফতানি বন্ধ ঘোষণা করেছে স্যামসাং। এছাড়া রুশ আগ্রাসনে বিপন্ন ইউক্রেনের জন্য ৬০ লাখ ডলার সহায়তা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। খবর রয়টার্স।

এক বিবৃতিতে স্যামসাং জানায়, চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে রাশিয়ায় রফতানি স্থগিত করা হয়েছে। বর্তমান সংকটময় পরিস্থিতি আমরা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেব।

বিশ্বের বৃহত্তম এ মেমোরি চিপ নির্মাতা কোম্পানিটি রাশিয়ায় শীর্ষ স্মার্টফোন রফতানিকারক কোম্পানি। ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের উপাত্তে দেখা গেছে, গত বছরের চতুর্থ প্রান্তিকে রাশিয়ায় ৩০ শতাংশ স্মার্টফোন বাজার হিস্যা ছিল স্যামসাংয়ের। স্মার্টফোন বিক্রি থেকে স্যামসাংয়ের বৈশ্বিক আয়ের ৪ শতাংশ আসত রাশিয়া থেকে। এদিকে চতুর্থ প্রান্তিকে শাওমি ও অ্যাপলের বাজার হিস্যা ছিল যথাক্রমে ২৩ ও ১৩ শতাংশ।

বণিক বার্তা