Log in

View Full Version : অনলাইনে প্রাইজবন্ড ড্রয়ের ফল



DhakaFX
2022-03-07, 03:47 PM
অনলাইনেই জানা যাবে প্রাইজবন্ড লটারির ফলাফল। www.samikabir.online ওয়েবসাইটে প্রবেশ করলে মোবাইল বা কম্পিউটারের থেকে ফলাফল জানার অ্যাপটি চালু করা যাবে।
http://forex-bangla.com/customavatars/616680332.jpg
শনিবার (৫ মার্চ) প্রাইজবন্ড রেজাল্ট ইনকোয়ারি সফটওয়্যার বা পিবিআরইএস নামের সফটওয়্যার চালু করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেগুনবাগিচায় সফটওয়্যারের উদ্বোধন করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এসময় এনবিআর, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।