View Full Version : ফরেক্স মার্কেটে লস রিকভারির করার কিছু কৌশল।
md mehedi hasan
2022-03-08, 06:05 AM
ফরেক্স মার্কেটে যদিও আমরা বেশির ভাগ ট্রেডার অদক্ষ ও লুজার তারপরেও আমরা যদি কিছু সাধারণ কৌশল অবলম্বন করি তাহলে আমাদের লস ট্রেড রিকভারির করতে পারবো।প্রথমে আপনি যে স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করবেন তার উপর বিশ্বাস রাখতে হবে।আর প্রতিটি ট্রেড মানিমেনেজমেন্ট করে ওপেন করবেন।এতে করে একটা বা দুটো ট্রেড লস হলেও তেমন টেনশনে পরবেনা।যদি ট্রেড লস হয় তাহলে পরবর্তী ট্রেড করার জন্য সময় নিতে হবে।অপেক্ষায় থাকতে হবে যে কখন একটি সুন্দর এন্ট্রি পয়েন্ট আসে।যদি লস রিকভারির করতে তারা করেন আরো বেশি লস করবেন।
kohit
2022-03-10, 12:43 PM
অ্যাকাউন্ট শূন্য হওয়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের নিম্মের এই পদক্ষেপগুলো অনুসরন করা দরকার-
১. ট্রেড হিস্ট্রির পরীক্ষা নিরিক্ষা : মার্জিন কল এর সম্মুক্ষিন হওয়ার পরে, ফরেক্স ট্রেডারকে ফিরে যেতে হবে এবং ভুল কি হয়েছে তা খুঁজে বের করার লক্ষ্যে মার্জিন কলকে পরিচালিত ট্রেডগুলো পুনরুদ্ধার করতে হবে।
২. ভুল থেকে শেখা: ট্রেডারা সমস্যাগুলির ক্ষেত্রগুলি সনাক্ত করতে সক্ষম হলে, সেগুলি থেকে তাদের শেখার জন্য প্রস্তুত থাকতে হবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে সম্পর্কে সজাগ থাকতে হবে।
৩. অনুশীলন অব্যাহত রাখা: আবার শক্ত এবং আত্মবিশ্বাসী হতে, ফরেক্স ট্রেডারকে ভাল অনুশীলন করতে এবং ভাল ট্রেডিং গাইডলাইন থাকতে হবে।
৪. ট্রেডিং প্ল্যান: ফরেক্স ট্রেডার অবশ্যই ট্রেডিং প্ল্যান সেট করতে হবে যা অনুসরণ করা আবশ্যক।
৫. মানি ম্যানেজমেন্টঃ মানি ম্যানেজমেন্ট থাকলে কখনো একটি অ্যাকাউন্ট জিরো হয় না। রিস্ক রেসিও নেমে ট্রেড করতে হবে।
Hridoy6763
2022-04-04, 09:31 PM
ফরেক্স ট্রেডিং এ সবাই লাভ করতে চাই,কেউ লস এর স্বীকার হতে চাই না,কিন্তু এই টা মোটেও সম্ভব না,আপনি চাইলে লস এর তুলনায় লাভ বেশি করতে পাড়বেন ট্রেডিং শিখে কিন্তু একে বারে লস হবেনা তা করতে পাড়বেন না,কিন্তু যদি ট্রেডিং এ লস হয়ে থাকে তাহলে মাথা ঠান্ডা করে মার্কেট বুঝতে হবে এবং ভালো সুযোগ পেলে এন্ট্রি নিয়ে লস রিকোভার করতে হবে।
souravkumarhazra6763
2022-04-08, 07:44 PM
লাভ এবং লস প্রতেক ব্যবসা এর একটি অংশ,ফরেক্স ও একটি বিজিনেস,লাভ এবং লস এই ব্যবসার ও অংশ,কেউ একটানা এই ব্যবসা দিয়ে লাভ করতে পারবেনা,লস এর ও স্বীকার হতে হবে,কিন্তু লস হলে চিন্তা না করে কিভাবে রিকোভার করা যাই তার প্রচেষ্টা করতে হবে,মার্কেট ট্রেন্ড নির্নয় করে ট্রেড করে প্রফিট করে লস রিকোভার করতে হবে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.