View Full Version : ফরেক্স মার্কেটে পড়াশুনা করে দক্ষতা বৃদ্ধির চাইতে প্রক্টিস এর মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করেন।
md mehedi hasan
2022-03-09, 11:04 AM
আপনি ফরেক্স মার্কেটে প্রথামিক লেভেল বলতে ধারনা বা পড়াশুনা মাধ্যমে শিখতে হয়।ফরেক্স কি।কিভাবে ট্রেড সেটাপ দিতে হয় টিপি,এস এল কি।লেভারেজ,মার্জি , স্প্রেড ইত্যাদি কি সব পড়াশুনা মাধ্যমে শিখতে হয়।এগুলো বেসিক জিনিস যা রপ্ত করে ফরেক্স মার্কেটে টিকে থাকা যথেষ্ট নয়।আফনাকে টিকে থাকার জন্য ট্রেড করার কৌশল রপ্ত করতে হবে।একটি সুন্দর স্ট্র্যাটেজি তৈরি করে নিতে হবে এবং এর সঠিকভাবে ব্যবহার এর জন্য প্রক্টিস করতে হবে।তাহলেই আপনি ফরেক্স মার্কেটে টিকে দাকথে পারবেন।
IFXmehedi
2022-03-10, 11:17 PM
আপনি ফরেক্স মার্কেটে প্রথামিক লেভেল বলতে ধারনা বা পড়াশুনা মাধ্যমে শিখতে হয়।ফরেক্স কি।কিভাবে ট্রেড সেটাপ দিতে হয় টিপি,এস এল কি।লেভারেজ,মার্জি , স্প্রেড ইত্যাদি কি সব পড়াশুনা মাধ্যমে শিখতে হয়।এগুলো বেসিক জিনিস যা রপ্ত করে ফরেক্স মার্কেটে টিকে থাকা যথেষ্ট নয়।আফনাকে টিকে থাকার জন্য ট্রেড করার কৌশল রপ্ত করতে হবে।একটি সুন্দর স্ট্র্যাটেজি তৈরি করে নিতে হবে এবং এর সঠিকভাবে ব্যবহার এর জন্য প্রক্টিস করতে হবে।তাহলেই আপনি ফরেক্স মার্কেটে টিকে দাকথে পারবেন।
কোন জিনিসকে পুরোপুরিভাবে রপ্ত করার জন্য এটা সম্পর্কে জ্ঞান অর্জন যেমন জরুরি ঠিক তেমন এটাকে বার বার প্র্যাকটিস করাও তেমনি জরুরি অর্থাৎ আপনি যদি ফরেক্স মার্কেটে কাজ করে দক্ষ হতে চান বা নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনাকে আগে ফরেক্স সম্পর্কে যাবতীয় বিষয় আত্মস্থ করতে হবে বা ফরেক্সের জ্ঞান লাভ করতে হবে তারপর ফরেক্সের কাজকে ডেমো অনুশীলনের মাধ্যমে উত্তম ভাবে চর্চা করতে হবে । এক্ষেত্রে প্র্যাকটিস বা অনুশীলনের কোন বিকল্প নেই বলে আমি মনে করি । যত বেশি প্রাকটিস করা যাবে ততো বেশি দক্ষতা অর্জন করতে সহজ হবে । তাই আমি বলবো জ্ঞান অর্জন ও দরকার তবে প্র্যাকটিস করা তার চেয়ে আরো বেশী জরুরী দক্ষতা অর্জন করার ক্ষেত্রে ।
sss21
2022-06-28, 04:13 PM
ফরেক্সে দক্ষ হতে হলে নিয়মিত ফরেক্সে ট্রেডিং করে যেতে হবে। আপনি যতবেশি ট্রেডিং করবেন তত শিখতে পারবেন। ট্রেডিংয়ের মাধ্যমে আপনার ভুলগুলো বেরিয়ে আসবে আর সেখান থেকেই আপনি ধীরে ধীরে ফরেক্স ট্রেডিংয়ে এগিয়ে যেতে পারবেন। কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন, কোন কোন সেশনে ট্রেডিং করবেন, ট্রেডিং পিরিয়ড সবকিছুই আপনি ট্রেডিং করার মাধ্যমে আয়ত্ত করতে পারবেন।
samun
2022-07-07, 10:15 AM
মানব জীবনে দুইটি জিনিসেরই প্রয়োজন পড়াশোনা এবং প্র্যাকটিক্যাল আসলে শুধুমাত্র পড়াশোনা দিয়েই কোন কিছু করা সম্ভব নয় যেকোন কাজে দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই প্রাক্টিক্যালি জ্ঞান থাকা খুবই দরকার তবে পাশাপাশি কিছুটা পড়াশোনা থাকলে প্র্যাকটিক্যালি দক্ষতার অনেকটা সহায়তা হয় তাই আমি মনে করি একজন ট্রেডার যদি ফরেক্স মার্কেটে প্রাথমিক পর্যায়ে কিছুটা পড়াশোনা করে ধারণা নিয়ে যদি সেটি বাস্তবে বা প্র্যাকটিক্যালি অনুশীলন করতে থাকে তবে অবশ্যই ফরেক্স মার্কেট একজন দক্ষ ট্রেডার হয়ে গড়ে ওঠা সম্ভব
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.