PDA

View Full Version : চলতি বছর গাড়ি উৎপাদন কমার আশঙ্কা



kohit
2022-03-10, 12:51 PM
রাশিয়া-ইউক্রেন সংকট বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি করেছে। এর বাইরে নেই অটোমোবাইল শিল্পও। বিশেষজ্ঞদের পূর্বাভাস বলছে, ইউক্রেনে রুশ আক্রমণের ফলে চলতি বছর বৈশ্বিকভাবে নতুন গাড়ি ও ট্রাক উৎপাদন কয়েক লাখ কমতে পারে। খবর সিএনবিসি।

ইউক্রেন আক্রমণের জের ধরে একের পর এক প্রতিষ্ঠান রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। এতে রাশিয়ার অটোমোবাইল শিল্প বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মকর্তারা জানান, যুদ্ধ প্রলম্বিত হলে অটোমোবাইল শিল্প খাত বিপর্যস্ত হওয়ার ঝুঁকিও আরো বেশি হবে।

এ বিষয়ে এলএমসি অটোমোটিভের সভাপতি জেফ শুস্টার বলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, যুদ্ধের প্রভাব অনিবার্যভাবেই অটোমোবাইল শিল্পের ওপর পড়বে। তবে কতদূর পর্যন্ত যুদ্ধ গড়ায় তার ওপর এর পরিণাম নির্ভর করবে।

এরই মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নতুন সরবরাহ সংকট তৈরি করেছে। রাশিয়ার উপাদান এবং গ্যাস সেমিকন্ডাক্টর সরবরাহে কাজে লাগে। এ সংকটের ফলে মূল্যস্ফীতির হার আরো বাড়ার আশঙ্কা রয়েছে। আগে থেকেই কভিড-১৯ মহামারীর ফলে গাড়ির দাম ঊর্ধ্বমুখী ছিল। নতুন করে সংকটের কারণে গাড়ির দাম আরো বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

বণিক বার্তা