PDA

View Full Version : ইউনিয়নপের কদর বাড়ছে বাংলাদেশে



SumonIslam
2022-03-10, 01:49 PM
ইউক্রেনে সামরিক অভিযানকে কেন্দ্র করে মার্কিন ট্রেজারি বিভাগের বিধিনিষেধের মুখে পড়েছে রাশিয়া। ভিসা-মাস্টারকার্ডের মতো কার্ড পেমেন্ট সেবা ব্যবহার করতে পারছে না রুশ নাগরিকরা। বিকল্প ব্যবস্থা হিসেবে রাতারাতি চীনভিত্তিক ইউনিয়নপে সেবাকে বেছে নিয়েছে রাশিয়ার আর্থিক খাত। দেশটির বাজারে একচ্ছত্র নিয়ন্ত্রণ পেয়েছে ইউনিয়নপে। দেশেও ট্রেজারি বিভাগের সাম্প্রতিক নিষেধাজ্ঞার আওতাভুক্তরা মার্কিন কোনো কার্ড পরিসেবা ব্যবহার করতে পারবেন না। ঘটনাটিতে আতঙ্কিত অন্য অনেকেই এখন শুধু এক দেশের কার্ড পেমেন্ট সেবার ওপর নির্ভর করে থাকতে চাইছেন না। ভিসা, মাস্টারকার্ড বা আমেরিকান এক্সপ্রেসের (অ্যামেক্স) মতো মার্কিন কার্ড পরিসেবার বিকল্প হিসেবে ইউনিয়নপেকে বেছে নিচ্ছেন তারা। দেশে ইউনিয়নপের কার্ড ইস্যু শুরু হয়েছিল বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হাত ধরে। এরপর কার্ড পরিসেবাটির সঙ্গে যুক্ত হয়েছে দ্য সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। ভিসা-মাস্টারকার্ডের তুমুল জনপ্রিয়তার মধ্যেও ব্যাংক তিনটির হাত ধরে সম্প্রসারিত হচ্ছিল ইউনিয়নপের বাজার। তবে সাম্প্রতিক সময়ে চীনা এ কার্ড পেমেন্ট ব্যবস্থার চাহিদা ও জনপ্রিয়তা বেড়েছে। ইউক্রেন যুদ্ধের ধারাবাহিকতায় বিশ্ব অর্থনীতিতে একধরনের বিকেন্দ্রীকরণ শুরু হয়ে গিয়েছে। এতে সামনের দিনগুলোয় বাংলাদেশের বাজারে ইউনিয়নপের চাহিদা আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২০১২ সালে বিশ্ববাজারে প্রবেশের পর থেকেই দ্রুতগতিতে সম্প্রসারিত হয়েছে ইউনিয়নপের বাজার। পরিসংখ্যান বলছে, এরই মধ্যে বিশ্বের ১৮৮টি দেশে অনুমোদন পেয়েছে চীনা এ কার্ড সেবা। অন্তত ৯৫টি দেশ থেকে ইস্যু হচ্ছে ইউনিয়নপের ডেবিট, ক্রেডিট, প্রিপেইড কার্ড। ইউনিয়নপের ব্যবসায়িক অংশীদারিত্ব স্থাপিত হয়েছে বিশ্বব্যাপী অন্তত আড়াই হাজার প্রতিষ্ঠানের সঙ্গে। বর্তমানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের পাশাপাশি প্রিপেইড কার্ড, কমার্শিয়াল কার্ড, প্রিমিয়াম কার্ড ও থিম কার্ড ইস্যু করার সুযোগ দিচ্ছে ইউনিয়নপে। আর্থিক পরিসেবাটির মোবাইল পেমেন্ট সেবাগুলোর মধ্যে রয়েছে ইউনিয়নপে মোবাইল কুইকপাস, ইউনিয়নপে অ্যাপ ও কিউআর কোড পেমেন্ট। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে ইউনিয়নপে কার্ড ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্ট সার্ভিস, ক্রস বর্ডার রেমিট্যান্স, ইউনিয়নপে টেক্স রিফান্ড, স্টাডি অ্যাবরোড সার্ভিস, ইউ রিওয়ার্ড প্ল্যাটফর্ম, ইনস্টলমেন্ট সার্ভিস, চীনের ভিসা আবেদনে এক্সপ্রেস সার্ভিসও দিচ্ছে ইউনিয়নপে।
http://forex-bangla.com/customavatars/798020704.jpg

Montu Zaman
2022-07-26, 12:13 PM
পেইজা যাওয়ার পর বাংলাদেশের অনলাইন প্রফেশনাল রা মনে হয় কাজ কাম বন্ধ করে ফ্যান এর নিচে শুয়ে ছিল । তেমন ভাবে পেয়নিয়ার চলে গেলে মনে হয় ফ্রিল্যান্সার রা না খেয়ে মরবে । পেওনার জুজুর ভয় দেখার কিছু নাই তারা এখানে ফ্রি সার্ভিস দেয় না । বরং গেলে অন্য একটা কোম্পানি এসে তার জায়গা নিবে অলরেডি ওয়াইজ সার্ভিস দিচ্ছে ওরা জাস্ট কার্ড টা দিলে পাবলিক গণহারে পেওনার থেকে মুভ করবে ।
http://forex-bangla.com/customavatars/292535648.jpg