PDA

View Full Version : পিএইচপির প্রোটন ব্র্যান্ডের টকিং গাড়ি উদ্বোধন



kohit
2022-03-13, 04:09 PM
‘আমাদের রাস্তায় আমাদের গাড়ি’ স্লোগান নিয়ে পিএইচপি অটোমোবাইলসে এবার যুক্ত হলো প্রোটন-এক্স-৫০। এটি একটি অত্যাধুনিক টকিং গাড়ি। এসইউভি ক্যাটাগরির গাড়িটি আদেশ দেয়ার পর অটোপার্কিং করতে পারে। এছাড়া ভয়েস কমেন্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এসি চালু করা, সান রুফ ও জানালা খোলার মতো কাজগুলো সম্পন্ন করতে পারে।

গতকাল বন্দরনগরীর পাহাড়তলীর পোর্ট কানেকটিং রোড এলাকায় পিএইচপির নিজস্ব কারখানায় এ গাড়ির উদ্বোধন করা হয়। মালয়েশিয়ার প্রোটন ব্র্যান্ডের এক্স-৫০ মডেলের এ গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আকতার পারভেজ বণিক বার্তাকে বলেন, ‘বিশ্বের আধুনিক সব সংযোজন প্রোটন-এক্স-৫০-এ রয়েছে। ড্রাইভিং সিটে বসে চালক মৌখিক নির্দেশ করলে স্বয়ংক্রিয়ভাবে সেটি পালন করবে গাড়িটি। এমনকি পছন্দের কোনো গান শোনা, এসির তাপমাত্রা বাড়ানো-কমানোসহ প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করতে পারে এটি। একই সঙ্গে চলবে কথোপকথনও। আধুনিক প্রযুক্তি ব্যবহারে মৌখিক নির্দেশনায় চলে বলে এর নাম ‘টকিং গাড়ি’। এ গাড়িতে সব রকমের প্রযুক্তির সম্মিলন ঘটানো হয়েছে, যেটা বাংলাদেশে আমরাই প্রথম এনেছি।’